টপিকঃ অষ্ট্রেলিয়া যেতে চাই, এ বিষয়ে সবার পরামর্শ আশা করছি।
আমি লেখাপড়া করেছি ফার্মেসি বিষয়ে।আমি আনার্স(বি.ফার্ম) কমপ্লিট করেছি ৪ বছর আগে মাষ্টার্স(এম.ফার্ম)ও প্রায় ২ বছর হতে চলল কিন্তু কোন জব পাচ্ছি না। (যা পাচ্ছি তা মার্কেটিং বা রিপ্রেজেন্টটিভের জবের অফার এটাই একমাত্র দেশের পেশা যেটাতে আবাল, বৃদ্ধ , বনিতা, সাই-আ-কমা সবাই করতে পারে। যদিও লেখা থাকে এইচএসসি লেভেল পর্যন্ত সাইন্স কিন্তু কাজির গরু গোয়ালেই... কিছু কিছ নতুন ফার্মাইউটিক্যাল কোম্পানিতো আরেককাঠি সরেস!!!! তারা সরাসরি এই পোষ্টের জন্য বিফার্মের আবদার করে বসে আছে।)
সৃষ্ট হতাসা থেকে বিদেশে পারি দেবার ইচ্ছা জাগ্রত হয়েছে।
যাই হোক এখন বলেন অষ্ট্রেলিয়ায়
যেতে হলে কি কি যোগ্যতা লাগবে??
চাকরি করতে কি কি যোগ্যতা লাগবে??
ইমিগ্রেশনের সিষ্টেম কি??
প্রথমেই কি ইমিগ্রেশন ভিসা নিয়ে যেতে হবে? নাকি যেকোন ভিসায় গিয়ে তারপরে আবেদন??
আইএলটিএস বা অন্যকোন কোর্স??
এছাড়া সহজে কোন ইউরোপিয়ান বা ম্যারিকান কান্ট্রি যাওয়া ও সম্মানজনক ভাবে চলে ফিরে খেয়ে বাচা যাবে?? উত্তর হ্যা হলে বিস্তারিত জানান প্লিজ।
বিঃদ্রঃ আপনাদের কাছে দেশে রিলেটেড ফিল্ডের কোন জবের ইনফো থাকলে তাও শেয়ার করতে পারেন।