টপিকঃ ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

পেস্ট্রি বা কেক, যাই বলেন না কেন যেকোন অনুষ্ঠানে এর কদর আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। smile

বিভিন্ন বার্থডে অনুষ্ঠানের কেক কিনতে কিনতে বেশ অভিজ্ঞতা হইছে। যেমন সুমি'স হটকেকের দাম কম হলেও ওদের ডার্ক ফরেস্ট তিতা, কুপার'স এর জিনিস ভাল হলেও দাম বেশী।
মি.বেকার টা ট্রাই করা হয় নাই। শাহীন কম্পপ্লেক্স এর ক্যাপ্টেনস এ দাম মোটামুটি সাধ্যের মধ্যে এবং জিনিসও ভাল।

যাইহোক... আপনাদের কাছে সাজেশন চাচ্ছি। কমদামে সবচেয়ে ভাল পেস্ট্রি শপ কোথায় আছে ঢাকায়? কার কাছে সাজেশন আছে?

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

জানিনা। জীবনেও  পেস্ট্রি কিনিনাই  tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১২-১০-২০১২ ২২:৫৭)

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

কুপারস,মিঃ বেকার thumbs_up thumbs_up thumbs_up


বানান ভুলের জন্য দুঃখিত neutral

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

কুপার'স আমার প্রথম পছন্দ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

কুপার'স এর কোয়ালিটি ভালো, দাম সম্পর্কে আইডিয়া নেই, মিঃ বেকার এর দাম কিছুটা বেশি, কোয়ালিটিও ভালো। কিংস পেস্ট্রি শপ ও যথেষ্ট ভালো। দাম কমের ভেতর আছে ডিসেন্ট পেস্ট্রি শপ। অন্যান্য শপ এর তুলনায় অনেক কম দামে পেস্ট্রি পাওয়া যায়, যদিও কোয়ালিটি উল্লেখিত শপগুলোর মত নয়। আমার ব্যক্তিগত পছন্দ ক্যালিফোর্নিয়া পেস্ট্রি শপ। দাম ও চড়া, কিন্তু এত ভালো পেস্ট্রি আর কোথাও খাইনি। smile ধানমন্ডিতে গেলে এগুলোর সব গুলো শপ-ই পাওয়া যাবে। smile

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

মি. বক্করের (বেকারের) ডার্ক ফরেস্ট ছাড়া আর কিছু গিলিবার যোগ্য নয়ে  angry

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

কিংস, মি. বেকার, ডিসেন্ট এবং আনন্দ বেকারি।

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

জনাব বেকারের দোকান ভালা পাই!  smile

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

কিংস পেস্ট্রি শপ খুব ভাল। কিন্তু দাম খুব বেশি।

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

১১

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

যেহুতু কথা বার্তা হচ্ছে কমদামে ভালো জিনিশ তাই আনুমানিক দামগুলান কি কেউ কইতে পারেন  dancing

১২

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

বেশির ভাগ দোকানেই দাম বেশি। দাম এতটাই বেশি যে দামের জন্য মাঝে মাঝে মনে হয় এটা ভাল না হয়ে যায়ই না। আমরা আসলে বেশি দাম দিয়ে অনেক কোয়ালিটি বিচার করে ফেলি। আমি মি: বেকার, নিউট্রিয়েন্ট, কিংস পেস্ট্রি শপ, কুপার্স সবই খেয়ে দেখেছি। সত্যি কথা বলতে কি সবগুলোই "দাম বেশি হলে জিনিষও ভাল হয়" - এই ধারণা দিয়ে চলছে। কোন একটা পেস্ট্রির কোয়ালিটি কেমন তা তার ফিনিংশিং দেখলেই বোঝা যায়। পেস্ট্রিতে ফিনিশিং তেমন বোঝা যায় না। কিন্তু কেকে ভালই বোঝা যায়।
কিছু কমন সমস্যা হল ক্রিমের পরিমান অত্যাধিক বেশি, ভেতরের লেয়ার গুলো সমান না এবং ইউনিফর্ম না। যতবারই কেক কিনে আনি কোন বার্থডেতে তত বারই এরকম দেখেছি। দামি কেক নিয়ে এসে প্রথমে ফ্যামিলির সাথে যে একটা ভাব নিই, তার পুরটাই শেষ হয়ে যায় যখন কেউ বলে "এই সাইডটা পুরাই ক্রিম, কেক নাই"!

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

আইহপ নাই? এতদিনে খুলে ফেলার কথা

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

ডিসেন্ট এবং কিংস এর টা ট্রা্ই করা হয় নাই। এইদুইটার প্রাইস কেমন ১ কেজি ব্ল্যাক ফরেস্টের?

১৫

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

১৬

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

১৭

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

১৮

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

নতুন জিনিস শিখলাম পেস্ট্রি হল কেক। হুম।

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন ইমরান তুষার (১৪-১০-২০১২ ০৯:৩২)

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত