টপিকঃ ঢাকার মধ্যে ভাল পেস্ট্রি শপ! [কম টাকায়]
পেস্ট্রি বা কেক, যাই বলেন না কেন যেকোন অনুষ্ঠানে এর কদর আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিভিন্ন বার্থডে অনুষ্ঠানের কেক কিনতে কিনতে বেশ অভিজ্ঞতা হইছে। যেমন সুমি'স হটকেকের দাম কম হলেও ওদের ডার্ক ফরেস্ট তিতা, কুপার'স এর জিনিস ভাল হলেও দাম বেশী।
মি.বেকার টা ট্রাই করা হয় নাই। শাহীন কম্পপ্লেক্স এর ক্যাপ্টেনস এ দাম মোটামুটি সাধ্যের মধ্যে এবং জিনিসও ভাল।
যাইহোক... আপনাদের কাছে সাজেশন চাচ্ছি। কমদামে সবচেয়ে ভাল পেস্ট্রি শপ কোথায় আছে ঢাকায়? কার কাছে সাজেশন আছে?