টপিকঃ জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন
আমার উইন্ডোজ ৭ কয়েকদিন যাবত খালি সমস্যা করছে। এই সপ্তাহে মোট পাঁচবার ব্লু স্ক্রীন দেখাচ্ছে। ভয়ংকর কথা হল আজকেই দুইবার ব্লু স্ক্রীন ! কেন ব্লু স্ক্রীন দেখায় এবং সমাধান কি প্লিজ জানান। উল্লেখ্য আমি ইসেট স্মার্ট সিকিউরিটি চালাই ট্রায়াল লাইসেন্স দিয়ে এবং নিয়মিত আপডেট দেই। সি ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কার করি Toolwiz care দিয়ে চেকাপ এবং ফিক্স করি।তাছাড়া ড্রাইভ নিয়মিত ডীফ্রাগমেন্ট করি
তারপরও ব্লু স্ক্রীন।
এঈচপি কতৃক প্রি ইনস্টলড হওয়ার কারনে হার্ডওয়্যারের ড্রাইভার সাপোর্ট নিয়ে কোন প্রব্লেম হোয়ার কথা নয়।আর আমি এঈচপি সাপোর্ট এসিস্টেন্ট দিয়ে ড্রাইভারগুলা আপডেটও করি
আর রেগুলার উইন্ডোজ আপডেট তো আছেই
কনফিগারেশনও মোটামুটি খারাপ না। কোরাই পাঁচ,ড়্যাম চার জিবু,গেরাফিক্সও একটা আছে রেডীওন
তবে কেন এই নীলস্ক্রীন?
আর কি করা লাগব প্লিজ হেল্প করেন
(চিপা দিয়া একটা কথাঃ আমার উইন্ডোজের চিপায় উবি দিয়া উবুন্তু ইনস্টল করা আছে )