টপিকঃ দ্রুত ওজন কমাবো কীভাবে?

ইদানিং লক্ষ্য করছি আমার ওজন বেড়েই যাচ্ছে। তার সাথে শরীরের আকারও। গত ছয়মাসে ওজন বেড়েছে ৪ কেজি। কিন্তু আর না। এবার চাচ্ছি একটা ব্যাবস্থা নিতে। কীভাবে চিকন হওয়া যাবে দ্রুত একটু পরামর্শ দিলে ভাল হত

সব সময় নতুন কিছু জানতে চাই

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

সকালে একটা দুটা রুটি। দুপুরে একগাদা শাক সাথে ১ কাপ ভাত। রাতে সকালের বেচে যাওয়া রুটি ২-১ টা। এই খেয়ে এক ২ সপ্তাহে ৪ কেজি ওজন কমিয়েছিলাম। এটা কন্টিনিউ করতে পারলে ওজন অনেক্ষানি কমানো যায়। মাঝে মাঝে মাংশ খেতে পারেন। তবে আমি ভাতে বাঙালী না হয়ে শাকে বাঙালী হয়েছিলাম। পেট ভরে শাক খেতাম। ডেইলি ডেইল বার বার শাক কেনা বেশ ঝামেলার তাই কন্টিনিউ করতে পারিনি।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

আমি যা করে সফল হয়েছি
১) হোটেলে খাওয়া বন্ধ করে।
২) সকালে খালি পেটে এবং যখন ক্ষুধা লাগে তখন ৩-৪ কিমি জোরে জোরে হেটে।
৩) দিনে ঘুমানো বন্ধ করে।

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

খাওয়া কমাতে হবে। ভাত কম খেয়ে রুটি খেতে হবে। পরিশ্রম করে প্রচুর ঘামতে হবে। আবার অসুস্থ হয়ে পইরেন না। hehe

আলহামদুলিল্লাহ!

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

আমি তেল খাবার এত খাই বলার বাইরে  donttell
তারউপর ফাস্ট ফুড - পিজ্জা , বার্গার বিরিয়ানি কাবাব , রোস্ট যা পাই তাই খাই  ghusi । তবে অবশ্যই কন্ট্রোল এ রেখে ।

সকালে উঠি একটা আপেল খাবেন - দুপুরে ভাত খান এবং রাত্রে ভুলে ও কখন ও ভাত খাবেন না । সপ্তাহে মাঝে মাঝে যদি পেট ভরে কিছু খেতে ইচ্ছে করে খাবেন দেটস ইট  thumbs_up । বাইরের (খোলা ভাজাপোড়া জাতীয় )  সবরকম খাবারা বর্জন করুন যেমন - চা , বিস্কিট, মুড়ি-চানাচুড় ইত্যাদি ইত্যাদি । এইটা আমার কথা বাট ফোরামে অনেকেই আমার সঙ্গে মতবাদ থাকতে পারে সো ইটস ইউর চয়েস  smile

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

আমারও জানা দরকার। তবে মেসে থাকি কিনা, এমন পরামর্শ দেবেন যাতে করতে পারি।
প্রথম পদক্ষেপ হিসেবে কোল্ডড্রিংস খাওয়া ছেড়ে দিয়েছি। আগে প্রতিদিন কমপক্ষে একলিটার কোল্ডড্রিংস গিলতাম। মোটা হবার এটাই মনে হয় সবচেয়ে বড় কারন।

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

আগে আমাকে কিছু মোটা হউয়ার টিপস দেন

১০

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

১১

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

পরামর্শ মানতে পারলেই হয়েছে। কিন্তু ফাস্টফুডের দোকানে না গিয়ে বাঁচমু কেমনে dream

সব সময় নতুন কিছু জানতে চাই

১৩

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

১৪

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

১৫

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

আমি পেট কমাতে চাই। পেটের কারনে প্রেগনেন্ট লেডির যত ঝামেলা আমাকে প্রেগনেন্ট না হয়েই পোহাতে হচ্ছে  thumbs_down cry cry whats_the_matter

১৬

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

সব সময় নতুন কিছু জানতে চাই

১৯

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

ডাক্তারের উপদেশ গ্রহন করে ব্যায়াম করতে পারেন আর রাতে ভাতের বদলে রুটি ক্ষেতে পারেন

২০

Re: দ্রুত ওজন কমাবো কীভাবে?

ধুর ওজন কমাতে গিয়ে রাতে খাই না

আর ল প্রেসার হইয়া গেছে গা

কি যে করি মনে হয় পানি খাইলেও বুঝি মোটা হচ্ছি