টপিকঃ বিষয়ঃ হোমিওপ্যাথি ____ ঔষুধ না কি ফাকি?
আজ একটি লেখা পড়ে মনে হল শেয়ার করি
হোমিওপ্যাথি শুরু করেন স্যামুয়েল হ্যানিম্যান ..১৭৯৬ সালে... যা আজও সারা বিশ্বের অনেক মানুষের কাছে একটি নিরাপদ চিকিৎসা হিসেবে বিশ্বাস যোগ্য এবং অনেকেই ব্যবহার করেথাকেন . আমাদের দেশেও নিরাপদ পাশ`প্রতিকৃয়াহীন চিকিৎসা হিসেবে এর গ্রহনযোগ্যতা ব্যপক....
কিন্তু যখন দেখি হোমিওপ্যাথি ডায়াবেটিকস, হেপাটাইটিস বি, সি ক্যন্সারের মতন রোগের চিকিৎসা করছে তখন মনে খটকা লাগে আসলেই হোমিওপ্যাথি র এই দাবি কতটুকু সত্যি হতে পারে?
হোমিওপ্যাথির ঔষুধ কিভাবে তৌরি হয়? : হোমিওপ্যাথির তৌরির একটা প্রকৃয়া হইলো Dilutions ...
এখানে যেই জিনিসটা রোগের উপশম করবে... তাকে ১ পরিমানকে ১০০ পরিমান এলকোহল বা বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে তাকে ১০ বার ঝাকানো হয়....
তার পরে ঐ খান থেকে ১ পরিমান নিয়ে ১০০ পরিমানের সাথে মিশিয়ে ১০বার ঝাকানো হয়... তাহলে পরবত` পাওয়ারের দ্রবন পাওয়া যায়...
X Scale C Scale
1X — 1:10
2X 1C 1:100
6X 3C 10−6
8X 4C 10−8
12X 6C 10−12
24X 12C 10−24
26X 13C 10−26
60X 30C 10−60 ৩০ সি দ্রবন এর উপরের ক্ষমতা হ্যানিম্যন চিকিৎসার জন্য ব্যবহার করতেন... এবং ব`তমানের হোমিও ডাক্তারা ব্যবহ র ক ে থাক..
এইখানে যত বেশি দ্রবভিত করা হবে ওষুধের তত ক্ষমতা বাড়বে>>>
কিন্তু গন্ডগোল বাধে এইখানেই.... যত বেশি পানির সাথে মিশানো হবে... মুল দ্রবনের অনুর সংখ্যা ততই কমতে থাকবে.... যখন ১৩ সি এর উপরে যাওয়া যায়... তখন ঐ দ্রবনে মুল দ্রবনের ১টা অনুর উপস্থিতি থাকার কোন সম্ভাবনা থাকে না...
১৩সি বানাতে মুল দ্রবন কে সারা পৃথিবার সব পানিতে মিশিয়ে ১০বার ঝাকাতে হবে... ঐ দ্রবনথেকে ১ ফোটা হলো ১৩সি দ্রবন
তাই ১৩সি দ্রবনের উপরে গেলে আসল জিনিসের ১ অনুও তাতে থাকতে পারে না...
কিন্তু বাজারে ২০০সি মানের হোমিও ওষুধ পাওয়া যায়... Oscillococcinum নামের ঔষুধ influenza-লক্ষনের জন্য বাজারে পাওয়া যায়... যা তৌরি হয়
Muscovy হাসের লিভার ও হাট` থেকে.... ২০০সি মানের ঔষুধ বানাতে উপরের ছবির Dilutions ২০০ বার দ্রবভীত করা হয়.... যাতে ঐ হাটে`র ১ মৌল তাতে পাবার কোন সম্ভাবনা নেই...
তাহলে কিভাবে মানুষের কাজ হয় :- মানুষের মনের বিশ্বাসে অনেক সময় সে ভাল বোধ করে.... আর্ একজন হোমিও ডাক্তার মনদিয়ে রোগীর কথা শোনেন.... তাতে রোগীর বিশ্বাস জন্মে এবং তার শরিরের প্রতিরোধ ক্ষমতাই তাকে সারিয়ে তোলে.... একে বলে Placebo ইফেক্ট....
বৈজ্ঞানিক গবেষনায় হোমিওপ্যাথির কোন রোগ নিরাময়ক গুন পাওয়া যায় নি এবং এর কার্যপদ্ধতি অবিশ্বাস্য। চিকিৎসাব্যাবস্থায় একে হাতুড়ে পদ্ধতি হিসেবে গন্য করা হয়।
"Homeopathic remedies are prepared by serial dilution of a chosen substance in alcohol or distilled water, followed by forceful striking on an elastic body, called succussion. Each dilution followed by succussion is said to increase the remedy's potency. Dilution usually continues well past the point where none of the original substance remains."
অর্থাৎ শেষ পর্যন্ত এতে পানি ছাড়া কিছুই থাকে না।
এবার দেখুন হোমিও খাইলে কিভাবে রোগ ভালো হয়ঃ
প্লাসিবু ইফেক্ট- অর্থাৎ মনের বিশ্বাস থেকে নিরাময়, বিশ্বাস থাকলে পানি খেলেও রোগ ভালো হতে পারে, উদাহরন উপরে দিয়েছি।
বয়ান- বেশিরভাগ হোমিও ডাক্তার দেখবেন খুব অমায়িক, ধার্মিক, দাড়ি টুপি পাঞ্জাবি পরা সৌম্য চেহারার বয়স্ক একজন। কথা মন দিয়ে শোনেন, সময় নিয়ে বোঝান, রোগ ছাড়াও আশেপাশের বিষয় নিয়ে কথা বলেন ইত্যাদি কারনে ডাক্তারের উপরে এমনিতেই ভক্তি চলে আসে আর বিশ্বাসটা আসে সেখান থেকেই।
প্রাকৃতিক নিরাময়- মানুষের শরীর এমনই এক অবিশ্বাস্য যন্ত্র যা নিজেই নিজেকে সুস্থ করতে পারে। রোগের পাচটি পর্যায় আছে যার একটি হল নিরাময় পর্যায় যা এমনিতেই ঘটতে পারে। কবিরাজ, ঝাড়ফুক, তাবিজ, মাদুলিওয়ালারা এই পর্যায়ের উসিলাতেই বেচে আছে। ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে এই আর কি।
ব্যাতিক্রমি উপদেশ- অনেক সময়েই হোমিওবিদেরা দেন, যেমন আপনার ধরুন জয় বাংলা রোগ অর্থাৎ চোখ উঠেছে, তিনি দাওয়াই দিলেন আর বললেন আপনি কলা খাবেন না একদন, অথবা প্রতিদিন সকালে একটা কলার তিন ভাগের একভাগ পানিতে ভিজিয়ে ৫ দিন খাবেন!!! এই যে ব্যাতিক্রমি একটি উপদেশ পেলেন এটা একেবারে ম্যাজিকের মত কাজ করবে আপনার মনে তথা শরীরেও!
রোগের পর্যায়- দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, নানা রকম ডাক্তার দেখিয়েছেন, টেস্ট করে করে আর এলোপ্যাথি খেয়ে ক্লান্ত (এলোপ্যাথি কেন কাজ করেনা সেটা পরের কমেন্টে বলব) এমন অবস্থাতেই সাধারনত হোমিওপ্যাথির কাছে যায় মানুষ। আর এখানেই ঝড়ে বক পড়ে। আগেই বলেছি রোগের একটা প্রাকৃতিক চক্র আছে, ৫ ধাপের এই চক্রের শেষ দুটি ধাপে নিরাময় হয় প্রাকৃতিক ভাবেই (সব রোগ বা সব ক্ষেত্রে নয়)।
রোগ আর রুগীর ধরন অনুযায়ী এসব ধাপের সময়কাল এক এক রকম। রোগের অবস্থা যখন সর্বোচ্চ পর্যায়ে তার কিছু পরেই নিরাময় পর্যায় শুরু হয়। কিন্তু ওই সর্বোচ্চ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে মানুষ দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, এই ক্ষেত্রে নিরাময় পর্যায়ের আগে যে ব্যাটা হোক সে কবিরাজ কিংবা হোমিও কিংবা মাদুলী ওয়ালা সেই কেরামতি দেখিয়ে ফেলতে পারে।খিচুড়ী চিকিতসা- অনেকে হোমিও এর সাথে এলোপ্যাথিও চালান, কবিরাজীও চালান। ভাল হলে স্বভাবতই পুরষ্কার যায় হোমিও এর ঘরে! আসলে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভালো হয়েছে তার কেচ্ছা আড়ালেই থেকে যায়।
বন্ধ- হোমিওরা বলেন এলোপ্যাথি যা খাচ্ছেন বন্ধ করেন, সার্জারি করবেন না, ইঞ্জেকশোন নেবেন না। এতে একটা লাভ আছে। এলোপ্যাথি ওষুধ গুলো হোমিও এর পুরিয়া এর মত মিষ্টি নয় আর এগুলো যেহেতু আসলেই বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত কার্যক্ষম ওষুধ তাই অনেক সময় অনেকেদের দেহে এগুলো সহনীয় হয় না, আর সার্জারির ভয় তো আছেই। তাই হোমিওবিদ এগুলো বাদ দিতে বলায় রোগীর অবচেতন মন (যা আগে থেকেই এগুলো বাদ দিতে বলছিল) উতফুল্ল হয় এবং উপশম ঘটায়, তবে প্রকৃত রোগ আড়ালেই থেকে যায় এবং রোগীর মৃত্যুর কারন হয়ে দাঁড়ায়।
জীবন পদ্ধতি- মোটামুটি সব হোমিওবিদেরা জীবন যাত্রা পরিবর্তনের পরামর্শ দেন যেগুলো আসলেই কাজের যেমন নিয়মিত হাটাচলা করা, পাচ ওয়াক্ত নামাজ পড়া, বেশি করে ফলমূল খাওয়া, শাকশবজি খাওয়া, গোস্ত কম খাওয়া, কম ঘুমানো ইত্যাদি। রোগ এতে ভাল হবে নিশ্চয়ই।
আরেকজন বলেছেন ভিন্ন কথা
আমি জানিনা হোমিওপ্যাথিতে ডায়াবেটিস, ক্যান্সার এ জাতীয় রোগের নিরাময় হয় কিনা। তবে ছোটখাট দুয়েকটি রোগের বিষয়ে বলবো যেগুলোতে আমি উপকার পেয়েছি এবং এখনও সুস্থ আছি আল্লাহর রহমতে।
এসএসসি পরীক্ষার আগে আমার পাইলসের ভীষণ সমস্যা ছিল। চেয়ারে বসতে পারতাম না। রক্তক্ষরণ হতো। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছিলেন অপারেশন করতে হবে। আমার নানা ছিলেন শখের হোমিও ডাক্তার। প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি হোমিও প্র্যাকটিস করতেন গ্রামের বাড়ীতে। আশেপাশের দশ গ্রামে নানার এই যশ ছড়িয়ে পড়েছিল। ঢাকায় আমাদের বাসায় বেড়াতে এলে নানাকে সমস্যা খুলে বললাম। তিনি আমাকে ওষুধ দিলেন। খেয়ে সেই যে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি আজ প্রায় ৩০ বৎসর যাবত আর সমস্যা হয়নি।
ভার্সিটিতে যখন প্রথম বর্ষে পড়ি আমার মাথার চুল পড়ে গিয়ে টাক হয়ে গিয়েছিল। সে সময়ের কিছু ছবিতে আমি লজ্জায় কালি দিয়ে টাক ঢেকে অ্যালবামে রেখেছিলাম। আমার বন্ধুরা আমাকে ক্ষেপাত দোস্ত, তুই মাস্টার্স করার আগে তোর মাথা মাস্টার্স করবে। ঘুম থেকে উঠলে বালিশ বিছানা জুড়ে শুধু চুলই পরে থাকতে দেখতাম। দেখে কান্না পেত। নানাকে এই সমস্যার কথা বলায় তিনি ওষুধ দিলেন। চুল পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহর রহমতে একনও আমার মাথায় যে চুল আছে তাতে অন্তত টাক পড়বে না বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমার ডান হাতের কব্জির সংযোগস্থলে একটা ছোট্ট টিউমার হয়েছিল। প্রথম প্রথম এটাকে পাত্তা দেইনি। আস্তে আস্তে এটা বড় হতে থাকে। একসময় এমন অবস্থা হলো যে লিখতে গেলে ব্যাথা পাই। কোনো কাজ করতে গেলে ব্যাথা পাই। সামনে অনার্স ফাইনাল পরীক্ষা। ভার্সিটির মেডিক্যালে ডাক্তার দেখালাম। তারা বলল অপারেশন করে টিউমার ফেলে দেওয়া ছাড়া গতি নাই। ছোটখাট একটা টেবিল টেনিস বলের মতো ফুলে থাকা টিউমারটাকে নিয়ে আমি আতঙ্কে পড়ে গেলাম। চবি'র ছাত্র ছিলাম। হলের দারোয়ান আমার এ অবস্থা দেখে একদিন পরামর্শ দিলেন মদনহাট এক ডাক্তার আছে। ওনার কাছে যাওয়ার জন্য।
ব্যাথায় টিকতে না পেরে একদিন বিকেলে সেই হোমিও ডাক্তারের কাছে গেলাম। তিনি আমাকে একটি শিশি আর কাগজে মুড়িয়ে ৩ পুরিন্দা ওষুধ দিয়ে বলে দিলেন প্রতিদিন সকালে খালি পেটে ৩ দিন এগুলো খেতে হবে। ১০ টাকা ফি নিলেন। হাতের ব্যাথায় আমি বাঁচি না আর এ ওষুধে কি হবে ভেবে পরদিন সকালে খালি পেটে সবগুলো একসাথে খেয়ে ফেললাম। আর অপেক্ষায় থাকলাম কবে অনার্স পরীক্ষা শেষ হবে আর ঢাকা এসে অপারেশন করে এই যন্ত্রণাটাকে ফেলে দেব। ওমা তিন চারদিন পরে দেখি শক্ত টেবিল টেনিস বলটা কেমন যেনো নরম নরম মনে হচ্ছে। আস্তে আস্তে এটা ছোটও হতে লাগলো। পরীক্ষার টেনশনে আর কিচু মনে ছিল না। পরীক্ষার পর একদিন দেখলাম হাতের টিউমারটা আর নেই। এখন পর্যন্ত আর এরকম উপসর্গ দেখা দেয়নি। সেই ডাক্তারের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর কখনো যাওয়াও হয়নি।
আমার দুই হাতের দশ আঙুল জুড়ে আঁচিল হয়েছিল। কি যে অস্বস্তি লাগত! বিশ্রী রকমের আঁচিলগুলো ধারালো ব্লেড দিয়ে কেটে দিতাম। রক্তপাতও হতো। এলাকার এক প্রবীন ডাক্তারের কাছে সমস্যা নিয়ে গেলাম। তিনি ওষুধ দিলেন। আস্তে আস্তে আঁচিলগুলো যে কোথায় উধাও হয়ে গেল আল্লাহ মালুম।
আমি জানিনা যে রোগগুলোর কথা বললাম সেগুলো হোমিও প্যাথি ওসুধে ভালো হয়েছে নাকি আমার বিশ্বাস থেকে ভালো হয়েছে। তবে আমার বিশ্বাস ডাক্তার যদি রোগের লক্ষণটা পুরোপুরি বুঝে ওষুধ নির্বাচন করেন সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা বেষ্ট। অবশ্য ক্যান্সার, জন্ডিস এগুলো হোমিওপ্যাথিতে ভালো হয় কিনা আমি জানিনা। তবে যদি কখনো এ সমস্ত রোগ ধরা পড়ে তবে প্রথমে হোমিও চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো...হাহাহা...