সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (০৮-১০-২০১২ ২২:৪৪)

টপিকঃ বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

ওষুধে কাজ না হলেও কেউ যদি বিশ্বাস করে খায় তাহলে কাজ হবেই। প্লাসিবো ইফেক্ট।

তবে আমি একজনের ছোট টিউমার ভাল হতে দেখেছি।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (০৮-১০-২০১২ ২২:৫৩)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

আমার জানামতে কাজ করে , আমার মায়ের পায়ের তলা ফাটা একটা রোগ হয়েছে , ডামেক এর প্রফেসর কে দেখানো হয়েছিল,কিন্তু তেমন কোন সুবিদা/উপকার হয় নাই। এখন হোমিওপ্যাথিতে সেটা প্রায় সেরে উঠেছে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (০৮-১০-২০১২ ২৩:০৯)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৮-১০-২০১২ ২৩:১৪)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

Calm... like a bomb.

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৮-১০-২০১২ ২৩:৩০)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

কারণ যাই হোক- যদি ৫০ টাকার হোমিওপ্যাথি তে অসুখ ভালো হয়। তাহলে ৫০০০ টাকা খরচ করে সাইড ইফেক্ট যুক্ত অষুধ না খাওয়াই বুদ্ধিমানের কাজ মনে হচ্ছে। thinking

অষুধের সাইড ইফেক্ট সম্পর্কে ডাক্তাররা খুব কমই সাবধান করেন। খোদ আমেরিকায় অপ্রোয়জনীয় ঔষুধ সেজেস্ট করার পরিমান দেখে বিস্মিত হতে হয়েছিল।

যাইহোক, হোমিওপ্যাথি ডাক্তারদের একটা কথা খুব মজা লাগে- "এ্যালোপথি করে রোগের চিকাৎসা আর আমরা করি রুগীর চিকিৎসা।"  hehe

@ফক্স ভাই- "ওম" কি তা তো আপনিই ভাল বলতে পারবেন। wink আর বাকিটা ডেডুভাইয়ে পেটের পাহারাদার।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

হুম, বিশ্বাসে মিলায় বাছা তকে্র বহু দূর। thinking

বাংলা আমার আমি বাংলার।

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

আমি আমার চোখের রক্তনালীতে হিমেন্জিয়মা নামক এক সমস্যায় পড়েছি। অনেক বড় বড় ডাক্টার দেখিয়েছি, ইসলামি চক্ষু হাসপাতালে অনেকদিন চিকিৎসা করেছি, পিজিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে অবশেষে হোমিও ঔষধ খাচ্ছি। সম্পুর্ন নিরাময় না হলেও টিউমার হওয়া ঠেকিয়ে রেখেছে (ইনভার ভাইকে গোবাও দিয়েছি) । ৭ দিন ঔষধ না খেলে চোখের রক্তনালীতে আবার গোটা গোটা টিউমার ওঠা শুরু হয়।
অতএব এটি যে কাজ করে সে বিষয়ে আমার কোন সন্দেহই নেই।

১০

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

১২

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

আমি বিশ্বাস করি না যে কাজ করে না, অবিয়াসলি কাজ করে, আমার একবার টিউমার হয়েছিল যা ডক্টর ডাইরেক্ট অপারেশন করতে বলে, তা ভাল হয়, ওই বয়সে আমি এবং বাবা কেউই বিশ্বাস করি নাই যে এটা ভাল হবার যোগ্য শুধু মায়ের বিশ্বাসে। ছোট ভাই4 জন ডক্টর থেকে ঘুরে আসে কিন্তু তার কানের নিচের ইনফেকশন ভাল হয় নাই (কাচির খোটা খেয়ে এমনটা হয়েছিল ) PHD ডক্টর পর্যন্ত ফেল এবং প্রতেক্যেই কয়েক মাস ধরে ঔষধ সেবন করতেছিল এবং ফল ছিল না, এলাকার একজন এটা শুনে জোর করে একটা ঔষধ দেয় যা কিনা বাবা খাওয়াতে রাজি হয় না এবং তারপরও একমাস পর যখন আব্বার টেনশন চরমে তখন তার কাছেই নেয়া হয় এবং কয়েকদিন পর থেকে কমতে থাকে।

আরও উদাহারন দিলে শেষ হবে না, বাসায় লোকজনের নিয়মিত মাঠের কাটা আটকে যায় এবং এই থেরাপী ছাড়া হয় না। আমার নিজের পায়ে খেজুরের কাটা ঢুকে ছিল যা কিনা অনেকদিন পর ভাসি হয় বের হয় সেটাও ঠিক হয়। আমার কাজিন বছর দুয়েক হর হোমিওপ্যাথি প্রাকটিস করে, সে আগে এলোপ্যাথি নিয়ে গবেষনা করতো নিজের গরজে, সে যা বলেছিল নরমাল ডক্টররা ইনকামের জন্য রোগীদের প্রথমে ঔষধ না দিয়া এলকোহলই দিয়া দেয় তারপর বাড়াতে থাকে, আমি জানি না এত কাকতালীয় কেমনে ঘটে, সো আমি বিস্বাস করতে বাধ্য যে কাজ করে  worried

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (০৯-১০-২০১২ ০১:০৯)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৪

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

১৫

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

হোমিওপ্যাথি উইনিভার্সিটি তাহলে কি কাজের ? thinking

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৯-১০-২০১২ ০৯:০৬)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

কান ব্যাথার জন্য আজ থেকে অন্তত ২০ বছর আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ছোট ভাইকে। সেই আমলেই ৩০০ টাকা ভিজিট ছিল। কানে শুধু অলিভ অয়েল দেয়ার পথ্য দিয়েছিলেন। অথচ এই লোকের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অনেক কষ্ট করে তখন মিরপুর থেকে গ্রীন সুপার মার্কেটে আসতে হয়েছিলো (২০ বছর আগে পরিবহন ব্যবস্থা অন্যরকম ছিল)। পাড়ার ডাক্তারের কাছে নিয়ে গেলে অনেকগুলো ঔষধ দিত বলে মনে হয়।
একজন সাধারণ ডাক্তার যে পরিমান ঔষধ দেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তার তুলনায় অনেক কম ঔষধ সাজেস্ট করেন -- মূল পোস্টের লজিক অনুসারে হোমিওর মত এরাও তাহলে ভুয়া মনে হয়  donttell

হোমিওতে রোগ সারাতে প্লাসিবো ইফেক্ট কাজ করে - এটা একটা ভুল হাইপোথিসিস।  roll

আমার বাচ্চার সাথে ডাক্তার কথা বলে নাই। সে ঔষধও খাইতে চায় নাই। ঘুমের মধ্যে মুখে মিষ্টি গ্লোবিউলসে দেয়া ঔষধ দেয়া হয়েছিলো। প্রতিবারই অব্যর্থ। তবে ভুল ঔষধ দিলে তো সারার প্রশ্নই উঠে না। প্লাসিবো কেমনে হল?

হোমিওতে অনেক রকম ঔষধ আছে - প্লাসিবো হইলে যে কোনো রোগেই সকলকে একই পুরিয়া খাওয়ায় দিলে হত।

মানুষের দেহ এবং এর ক্রিয়াকলাপ নিয়ে গবেষণা কিন্তু এখনও চলছে। কাজেই একজন সব বিদ্যা সব জেনে ফেলেছে আর হোমিও কিচ্ছু জানেনা এমন ভাবনা মনে কেন আসে সেটাই একটা কৌতুহলী  বিষয়। (আমি মহাজ্ঞানী শমসের - আর সবাই মুর্খ : এটা সর্বজ্ঞানী রোগ হতে পারে) অন্যেরাও কিছু জানে কিংবা অন্যের জ্ঞানকে শ্রদ্ধা করা - একটা ভাল দিক।

উচ্চতর ক্ষমতার ঔষধে সুক্ষ্ণতর পরিমান মূল উপাদান থাকে। পুরা ন্যানো টেকনোলজি  hehe  tongue_smile
(দূর্বল জীবানু শরীরে ঢুকিয়ে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তুলতে টিকা জানি কীভাবে কাজ করে? -- ভাই, ভূয়া হোমিওর মত এত ডাইলিউটেড দূর্বল জীবানু না ঢুকিয়ে শক্তিশালী জীবানু ঢুকান। জানেন না, দূর্বল জিনিষ ভাল না)

যতদুর জানি, সাধারণ হোমিও ডাক্তার দোকানের লাইসেন্সের পাশাপাশি মাসে ৩০ লিটার অ্যালকোহল (স্পিরিট) আইনসঙ্গতভাবে ক্রয়ের ক্ষমতা পান। বেশিরভাগ কোনরকমে হোমিও পাশ করা ডাক্তারই এই ৩০ লিটার অন্যভাবে বিক্রয় করে আয় করে --- এই কারণে হোমিও পেশায় প্রচুর হাতুড়ে ডাক্তার আছে।

---
যারা প্লাসিবো বলে নিশ্চিত তাঁরা নিজেরাই চেম্বার খুলে বসেন না কেন; কোনো রোগী আসলে মনোযোগ দিয়ে ৩০ মিনিট না, বরং ১০০ মিনিট কথা শুনুন (বুঝেন বা না-ই বুঝেন তাতে কি!), তারপর লেবুর শরবত কিংবা রুহ আফজা কিংবা অদ্ভুদ কোনো পানীয় বা খাবার ঔষধ বলে খাইয়ে ভিজিট নিয়ে বিদায় করেন। ও .... সাথে পরবর্তীতে খাওয়ার জন্য ডালের বড়া/সিভিট কিংবা অন্য কিছু নিরীহ পদার্থ উচ্চমূল্যে দিতে ভুলবেন না। আশা করি প্লাসিবো তত্বের কল্যানে কিছুদিনেই অন্য সব অ্যালো, হোমিও, আয়ুর্বেদী ডাক্তারের বিদ্যাকে কাঁচকলা দেখিয়ে আপনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: তত্ব ভুল হইলেও ফুলে কলাগাছ হবেন, তবে সেটা হবে পাবলিকের মাইরের কল্যাণে।
---

আজকের যুগে টেকনোলজি এবং জ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে যে এটা দেয়ালের রং থেকে ক্ষতিকর পদার্থ নির্গত হয়ে মানুষের স্বাস্থ্য হানি ঘটাতে পারে সেটা প্রমাণ করা যায় এমনকি রঙের বিজ্ঞাপনেও এর উল্লেখ হয় (VOC - volatile organic compound)। বিভিন্ন ধাতব পদার্থের সংস্পর্শে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক ক্রিয়া প্রতিক্রিয়া হয় ........ শুধু ধাতব কেন, অন্য পদার্থের কারণেও হয়।

কিন্তু এখন যদি কেউ বলে অমুক ধাতুর আংটি ধারণ করলে তমুক রোগের উপকার হয় ---  সবাই অপবিদ্যা বা ভূয়া বলে রে রে করে তেড়ে আসবে। অথচ কোনো কোনো ধাতুর উপস্থিতিতে শরীর খারাপ হতে পারে এটা সঠিক বিদ্যা হিসেবে সবাই মেনে নিয়েছে। যদি ধাতু শরীরের উপর ক্রিয়া করে -- এটা নিয়ন্ত্রিত করে জায়গামত প্রয়োগ করতে পারলে এতে রোগ সারানো সম্ভব --- এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কিন্তু সবজান্তা শমসেরগণ আংটি, পাথর দিয়ে রোগ সারানো কিংবা বিশেষ ধাতু পরিধাণে বাতের ব্যাথা নিবারণকে ভুয়া বলে ---- আরে ভাই ভুয়া বলার আগে নিজের লজিক পরিষ্কার করেন!

বাতের ব্যাথা নির্ধারণের কোন যন্ত্র আছে কি? এটা কি কোন যন্ত্রে ডিটেক্ট করতে পারে - তারপর সেই অনুযায়ী ঔষধ প্রয়োগ করে? কিন্তু ব্যাথা যে হয় সেটা যেমন সত্য, তামার তার ধারণে সেটা কমে সেটাও সত্য। চোখের সামনে ঘটছে -- কিভাবে ঘটছে সেটা হয়ত স্বল্প এবং সীমিত বিদ্যায় আমরা বুঝতে পারছি না। সত্যটাকে ভূয়া না বলে বরং নিজের সীমিত জ্ঞানের সমালোচনা করা এবং সেটার উন্নয়নের চেষ্টাটাই ভাল পদ্ধতি মনে হয়।

এলার্জি নাকি সকলের নাই। একই জিনিষের উপস্থিতিতে দবিরের খাউজানি হয়, কবিরের কিস্যূ হয় না। কাজেই চুলকানী হলে দবিরের জন্য সমাধাণ হল তমুক জিনিষ থেকে দুরে থাকুন, আর কবিরকে ঔষধ দেয়া হল। ইহাই ঠিক আছে কারণ এটা এ্যালোপ্যাথি বিদ্যা -- এটা সায়েন্টেফিক। কিন্তু হোমিওতে দবির আর কবিরকে একই লক্ষণে দুই ঔষধ দিলে সেটা ভুয়া হয়ে যায়; রোগ নয় রোগীর চিকিৎসা কর বললে - শমসেরগণ হেসে কুটিকুটি হয়  surprised ! কেন ভাই দবির আর কবিরের বডি কেমিস্ট্রি যে ভিন্ন - এ্যালোপাথির আগে হোমিওবিদ্যা কি এটা জানার আর বুঝার অধিকার রাখে না?

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

হোমিওপ্যাথি চিকিৎসা কাজ করে এটা আজীবন বিশ্বাস করবো।

৭৩/৭৪ এর কথা আমার মায়ে রক্তস্রাব এর রোগ ছিল। এলাকার নামীদামি  এমনকি সেই সময়ের সেরা গাইনী ডাঃ সুফিয়া খাতুনের(ধানমন্ডিতে ছিল) চিকিৎসা নেয়া হয়েছে কোন বিশেস সুবিধা পাওয়া যায়নি। শেষে আমরা একরম হাল ছেড়ে দেবার অবস্থা। এমনি একদিনের ঘটনা, মায়ের অসুস্থতা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে।  বাড়িতে আমরা ছোট ছোট ভাইবোন মায়ের অবস্থা দেখে কান্নাকাটি করছি। রাস্তা দিয়ে তখন একজন লোক যাচ্ছিলেন কান্নাকাটি শুনে তিনি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। বাবা তাকে সব খুলে বললেন। তিনি বাবাকে সাথে নিয়ে তার বাড়ি চলে গেলেন এবং বাবার হাতে ২/৩টি শিশি ধরিয়ে দিলেন। যাহোক মায়ের চিকিৎসা শুরু হলো মনে হয় মাসখানেকের মধ্যে আমার মা সুস্থ হলেন এবং আজো বেঁচে আছেন অথচ এ দীর্ঘ সময়ে সে রোগের আর কোন উপদ্রব দেখা যায়নি। তাই যে যাই বলুন না কেন হোমিওপ্যাথি ভুআ বলে মেনে নিতে পারছি না।

১৮

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (০৯-১০-২০১২ ১৩:৩০)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

কাজ করে মানে, চরমভাবে কাজ করে, আমি এর বাস্তব প্রমাণ । ছোটবেলায় নাকি অসুখের ঠ্যালায় কান্নাকাটি আর চিল্লাফাল্লা করে পাড়া-প্রতিবেশির ঘুম হারাম করে দিয়েছিলাম (প্যারেন্টস ইনক্লুডেড tongue), তো স্বভাবতই ইন্সট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য অনেক এমবিবিএস, শিশুরোগ বিশেষজ্ঞ ইত্যাদি বহুত ঘোরাঘুরি করতে হয়েছে । তবে হোমিওপ্যাথিতেই নাকি ভাল ইফেক্ট পেতাম । (পরিবারের লোকের কাছে শুনা কথা)
হোমিওপ্যাথিক ডাক্তারখানায় যাওয়ার ২-৩ বছর বয়সের কথা আমার নিজেরও কিছু কিছু মনে পড়ে ।
মোদ্দা কথা হচ্ছে ছোটবেলায় সেই যে সুস্থ্য হয়েছি আমার তো উল্লেখযোগ্য আর কোন অসুখই হয়না, লাস্ট কবে ওষুধ খেয়েছি তাও মনে পড়েনা, তবে মাঝে সাজে ওষুধ যখন খাওয়াই লাগে তখন হোমিওপ্যাথিক খাওয়ার চেস্টা করি, ওতে মনে হয় রোগের উপশম দীর্ঘমেয়াদী-ই হয় ।

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (০৯-১০-২০১২ ১৩:৫৮)

Re: বিষয়ঃ হোমিওপ‌্যাথি ____ ঔষুধ না কি ফাকি?

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।