Re: বিষয়ঃ হোমিওপ্যাথি ____ ঔষুধ না কি ফাকি?
মালিবাগ পোড়া মসজিদের কাছে এক জন হোমিওপ্যাথি ডাক্তার বসেন যার কাছে ৭দিন আগে নাম লেখাতে হয়, ভিজিট ৫০০ টাকা, প্রচুর ভিড় হয় সেখানে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » বিষয়ঃ হোমিওপ্যাথি ____ ঔষুধ না কি ফাকি?
মালিবাগ পোড়া মসজিদের কাছে এক জন হোমিওপ্যাথি ডাক্তার বসেন যার কাছে ৭দিন আগে নাম লেখাতে হয়, ভিজিট ৫০০ টাকা, প্রচুর ভিড় হয় সেখানে
ধন্যবাদ, আশা করি সঠিক মূল্যে অসুধ দিবেন তারা
তাদের জন্য যা সঠিক তা তারা নিবে, তাদের তো আর টেক্স দিতে হয়না বা কৈফিউৎ দিতে হয়না, রোগী মরলে হায়াত ছিলো না বলে মরেছে, আর বেচে উঠলে তার ঔষধের জোরে বেচে গেছে
এখুনি ইনব্রা ভাই লাফ দিয়ে এসে পড়বেন হোমিওপ্যাথির গুষ্টি কিলাইতে
একটা সমস্যার জন্য বিগত ৮ মাস ধরে হোমিওপ্যাথি মেডিসিন সেবন করছি। উপকার তো দূরে থাক কোন কিছুই হয় নাই। ভালো হোমিও ডাক্তার ও পাই না
অনুগ্রহ করে জানাবেন কি এসব হোমিওপ্যাথি মেডিসিন গুলো মানে কোন রোগ নিরাময়ে কাজে লাগে??
1. China Off 30
2. ANACARDIUM ORI 200
নির্দিষ্ট কিছু ব্যাপারে আমিও হোমিওপ্যাথি এর উপকার পেয়েছি।
কাজ করে ভালোই এবং ভেতর থেকেই।
অ্যালোপ্যাথির চেয়ে হোমপ্যথি বেশ উপকারী।ছোট থেকে বড় হলাম এই হোমপ্যাথির উপর দিয়েই।তবে ঢাকা শহরের চেয়ে মফস্বলে এর চাহিদা ও জনপ্রিয়তা বেশি রকমের।
হোমিওপ্যাথি আমার কাজ করে কিন্তু নিয়মিত করতে পারি না ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » বিষয়ঃ হোমিওপ্যাথি ____ ঔষুধ না কি ফাকি?
০.০৯০৯৫২৮৭৩২২৯৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৩.৯৫৩৫৪৪১১৭১৮৪ টি কোয়েরী চলেছে