টপিকঃ ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

আমি অনেক বার চেষ্টা করেও ল্যাপটপে ব্লুটুথ অন করতে পারিনাই সবাই বলে FN+F2 চাপলে ব্লুটুথ এর ফাংশন আসে কিন্তু আমি এরকম করলে কিছুই আসে না। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন।

আমার ল্যাপটপের মডেলঃ
Dell laptop
মডেলঃ Inspiron N5110
COREi5
Prossesor: Intel

এখন দয়া করে কেউ সাহায্য করেন।

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

আমার পিসিতে ব্লুটুথ অন করার জন্য একটা স্লাইড-সুইচ আছে ।
ডেলে দেখলাম সেটা নেই ।
ব্লুটুথের কোন আলো জ্বলছে কি ? অথবা সিস্টেমট্রে তে কোন ব্লুটুথ আইকন দেখতে পাচ্ছেন ?
আরেকটা কথা , যদি অপারেটিং সিস্টেম চেঞ্জ করে থাকেন তাহলে ওই Fn+F2 কাজ নাও করতে পারে ।

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

ল্যাপির F রো তে দেখেন ওয়াইফাই বা ব্লুটুথের কোন চিহ্ন আছে কিনা ? থাকলে জানান আর না থাকলে ডান সাইডে ডিভিডি ড্রাইভের পাশে দেখুন ।

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

wifi এর চিনহ আছে F2 তে  মানে নেটওয়ার্ক এর মত চিন্হ।

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

টাস্ক বারে ব্লুটুথ আইকন আছে?না থাকলে। আপনি নেটওয়ার্ক সেটিংস এ গিয়ে কিংবা Devices and Printers এ গিয়ে দেখুন ব্লুটুথ এডাপ্টর পায় কিনা। যদি পায় তাহলে অন হবে আর নাপেলে ল্যাপটপের এডাপ্টর নষ্ট।

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

১০

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

ব্লুটুথ ড্রাইভার টা রিইনস্টল করেন আশা করি ঠিক হয়ে যাবে । আমার ডেল ল্যাপটপেও মাঝে মনে হয় এডাপ্টার নষ্ট ..পরে ড্রাইভার রিইনস্টল দিলে আবার ঠিক হয়ে যায়

১১

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

বোরহান
নিনজা বস লিখেছেন:

    wifi এর চিনহ আছে F2 তে  মানে নেটওয়ার্ক এর মত চিন্হ।

ওনেক ল্যাপিতে শুধু ওয়াইফাই এর চিহ্ন দেওয়া যে বাটনটা আছে সেটা দিয়েই ব্লু-টুথ ওপেন হয়, সেক্ষেত্রে Fn+F2 দেপে দেখুন কোন বাতি জ্বলে কিনা?

নাহ কোন বাতি জলে না টাচ প্যাড এর নিচে একটা wifi এর আলো জলার লাইট আছে কিন্তু FN+F2 চাপলে কাজ করে না।

১২

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

Fn+F2 Button একসাথে চাপেন......তাহলে কাজ হয়ে যাবে...।  big_smile big_smile thumbs_up

১৩

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

আপনার OS কি? যদি windows 7(32bit) হয় তবে  এমনেতেই কাজ হবে,  driver install  করলে কাজ হবে না.

১৪

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

অনেক ল্যাপটপেই ব্লুটুথের অপশন দেয়া থাকে না কি-বোর্ডে। তাহসান কাব্য ভাই যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করেন।

১৫

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

ডেল ৫১১০ এ ওয়ারলেস এর + ব্লুটুথ এর জন্য দুইটা ড্রাইভার ইন্সটল করতে হয় ।আগে ড্রাইভার ইন্সটল করে রিস্টারট করেন । ইন্সটল করা শেষ হলে Fn+F2 চাপেন ।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

১৭

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

কেউ ব্লুটুথ ড্রাইভার এর ডালো লিঙ্ক দেন।

১৮

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৯

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

২০

Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????

Hardware ID দিয়ে সার্চ দেন