Re: ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????
শিমুল লিখেছেনঃ
Hardware ID দিয়ে সার্চ দেন
সেটা আবার কি????????????
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????
শিমুল লিখেছেনঃ
Hardware ID দিয়ে সার্চ দেন
সেটা আবার কি????????????
আমারো একই সমস্যা কি করি বলেন তোহ
কিছুই আসে না
ব্লুটুথ সফটওয়ার ইনস্টল দেয়ার পরে সেন্ড ফাইল দিলে
নেক্সট এ দিলে
ব্লুটুথ সফটওয়ার ইনস্টল দেয়ার আগে এরকম সেন্ট করতে গেলে এরকম হত অনেক সময় ওয়েট করতাম তারপরেও কাজ হত না
আর এখনো FN+F2 দিলেও কিছুই আসে না
আর এখনে ব্লুটুথ এর চিনহ আসতেছে ব্লূটুথ সফটওয়ার ইনস্টল দেয়ার পরে কিন্তু এখান চাপলে আসে Turn on Adapter এটা আবার কি
এখন কি উপায় বলেন তো
নেক্সট এ দিলে
আমি আগেও বলেছিলাম আপনার কম্পিউটারে ব্লুটুথ অ্যাডাপ্টার আছে কিনা কনফার্ম হয়ে নিন। উপরের ছবি দেখে আমার মনে হচ্ছে আপনার কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস নাই।
তারপরও আপনি কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস ম্যানেজারে ঢুকে দেখুন ব্লুটুথ ডিভাইস বলে আদৌ কোন হার্ডওয়্যার আছে কিনা।
নিচের ছবির মত সাব-প্যানেলগুলো সার্চ করে দেখুন, বিশেষ করে নেটওয়ার্কে।
http://www.dell.com/support/drivers/us/ … load=false
এখান থেকে আপনার ল্যাপ্টপের ব্লুটুথ ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করুন।
ল্যাপটপে সংগে সিডি দেয়নাই কোনো?
নিনজা বস লিখেছেন:নেক্সট এ দিলে
আমি আগেও বলেছিলাম আপনার কম্পিউটারে ব্লুটুথ অ্যাডাপ্টার আছে কিনা কনফার্ম হয়ে নিন। উপরের ছবি দেখে আমার মনে হচ্ছে আপনার কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস নাই।
তারপরও আপনি কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস ম্যানেজারে ঢুকে দেখুন ব্লুটুথ ডিভাইস বলে আদৌ কোন হার্ডওয়্যার আছে কিনা।
নিচের ছবির মত সাব-প্যানেলগুলো সার্চ করে দেখুন, বিশেষ করে নেটওয়ার্কে।
আছে ব্লুটুথ রেডিও নামে। আর আমাএ দেখা মতে সকল ল্যাপিতেই ব্লুটুথ দেয়া থাকে
ল্যাপটপে সংগে সিডি দেয়নাই কোনো?
না এই ল্যাপি বিদেশ থেকে দিছে তো তাই সিডি টা প্যাক করতে ভুলে গেছে।
http://www.dell.com/support/drivers/us/ … load=false
এখান থেকে আপনার ল্যাপ্টপের ব্লুটুথ ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করুন।
আপনার লিঙ্ক কাজে লাগলো না ভাই এই সফটওয়ার আমার ডাউনলোড করা আছে কিন্তু কাজ করে না মানে সফটওয়ার টা ওপেনই হয় না।
আচ্ছা একটা কথা আমার ল্যাপিতে যদি ব্লুটুথ না থাকে তাহলে ব্লূটুথ সফটওয়ার টা তো ওপেন হবে। কিন্তু আমি ৩ টা ব্লুটুথ সফটওয়ার ইনস্টল দিয়েছি একটাও কাজ করে না মানে সফটওয়ার টা ওপেনই হয় না।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ল্যাপটপে ব্লুটুথ অন করবো কি করে????
০.০৫৩০৭৬০২৮৮২৩৮৫৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৫৯২৪৪৩৪৮৮১৪৩ টি কোয়েরী চলেছে