টপিকঃ ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা
যারা মনে করেন খারাপ ব্যবহারের প্রতিদানে ভালো ব্যবহার বা স্মিত হাসি প্রদান ক্ষমতার অপব্যবহার, তাদের জন্য আমার এই ছবি৷
কেউ খারাপ ব্যবহার করলে কি কেবল প্রতিদান হিসাবে খারাপ ব্যবহারই করতে হবে? কিম্বা বাচ্চাদের মত অভিভাবকদের কাছে যেতে হবে?
আচ্ছা মনে প্রশ্ন জাগে ক্ষমতার অপব্যবহার ঠিক কোনটা? ঝগড়াকে আরো বাড়তে দেওয়া, নাকি দু-জনের ঝগড়ার মধ্যে তৃতীয় আর এক শক্তিকে আহ্বান করা, আর সেই তৃতীয় ব্যক্তি কোন কারোর পক্ষ নেওয়া? এতে কি মনমালিণ্যর সমাধান হয়, নাকি আগুনটা চাপা থাকে.......
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/