১ ২৮-০৯-২০১২ ১৫:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (২৮-০৯-২০১২ ১৫:৩০)
Re: ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা
সুন্দর হইসে দাদা
Re: ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা
দারুন হইছে
Re: ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা
সুন্দর আঁকা।
আমার ধারণা, ব্যাপারটা ক্ষেত্রবিশেষে নির্ভর করে। কেউ খারাপ ব্যবহার করলে প্রতিদানে খারাপ ব্যবহার না করলেও অন্তত তাকে এটুকু বুঝিয়ে দেয়া উচিত যে তিনি খারাপ ব্যবহার করেছেন। আপনার স্মিত হাসি দেখে যদি খারাপ ব্যবহার করা ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পারে, তাহলে আপনার হাসি সফল। আর যদি তিনি এতে উল্টো প্রশ্রয় পান, আপনাকে দুর্বল ভাবেন এবং আপনার সাথে কিংবা অন্যদের সাথে তাঁর খারাপ ব্যবহারমূলক কার্যক্রম চালিয়েই যেতে থাকেন, তাহলে তাঁর জন্য হাসি নয়, অন্যকিছু প্রয়োজন। প্রতিবাদ, শাসন, শাস্তি- সমাজে এগুলোরও প্রয়োজন আছে মশাই। ঠিক না?
(পুরনো পোস্টে কমেন্ট করেছি, ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।)
Re: ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা
সুন্দর ! আগে মিস করেছিলাম মনে হয়।