টপিকঃ আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

আমি গত শনিবার কিছু বই কেনার জন্য নীলক্ষেতে যাই বাসে করে। যাবার সময় সীট পাই জানালার পাশে।
প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছিলাম। মাত্র ৩০-৪০ মিনিট লাগবে তাই সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু সেই যাত্রা জ্যামের কল্লানে ২ঘন্টায় শেষ হয়। নেমে খেয়াল করলাম আমার ঘাম গায়েই শুকিয়ে গেছে। এরপর দোকানের ভীড়ে আরও ১ঘ্ন্টা ব্যয়।

বাসায় আসার পর শরীরের তান্ডব শুরু হল। ইউরিন পুরা লাল। গায়ে প্রচন্ড ব্যথা কাশি ও জ্বর।

আমি এক ডাক্তার  বড়ভাইকে ফোন দিলাম তিনি বললেন কোন ব্যাপার না কিছু লাগবে না ২/৩দিনে ভাল হয়ে যাবে।
রাত্রে আবার ফোন দিলাম তিনি বললেন এন্টিবায়োটিক শুরু করতে পার অথবা নাপা এক্সট্রা খাও। যেহেতু তোর ওয়েট বেশি তুমি দুইটা করে তিনবেলা খাও। আমি টাকা পয়সা বাচানোর চিন্তায় প্যারাসিটামল এক্সট্রা (প্যারাসিটামল + ক্যাফেইন) শুরু করলাম। তার কথা সাথে সুডোএফিড্রিন+ডেক্সট্রোমিথোফেন ও সল্বিউটামল খাচ্ছিলাম।

আমি রবি,সোম দুইদিন তিনবেলা করে মোট ১২টা নাপা এক্সট্রা খাই। তখনও সব ঠিক ছিল। এ অবস্থায় বাহিরে যাই ঘোরা ফেরা করি। কোন সমস্যা ছিল না।
এর পরের তিনদিন ২বেলা ১টা করে নাপা এক্সট্রা খাই।

এখন সমস্যা হল একটু হাটলেই হাপিয়ে উঠি। গা ঘেমে যায় ও খুবি দুর্বল লাগে । উল্লেখ্য আমি এত দুর্বল জীবনে কখনো অনুভব করিনি। স্মোকিং করলেও ঘেমে যাচ্ছি (আমি রাতে খাবার পর একবার ধুম্রশলাকা সেবন করি, ওনলি ১টা দিনে)

সেই ডাক্তার ভাইরে ফোন দিলে উনি বললেন তুই থাইরয়েড টেষ্ট করা।

আমি এখন ভিষন টেনশিত। যদিও বুঝতেছিনা কিকরব।

প্লিজ ফোমিক ফিজিশিয়ান ভাইয়েরা হেল্পান।

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২৮-০৯-২০১২ ০০:৪৬)

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ফারহান খান (২৮-০৯-২০১২ ০০:৫২)

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

ঘটনা আমারো খারাপ। আমার অসুস্থ্যতা ফায়ারফক্স ভাইয়ার মতই । তবে উনি যেমন উনার কারন বুঝতে পারছেন আমি পারছিনা। তবে আজ অনেক সুস্থ লাগছে। 

ঘামে গরমে হতে পারে। তবে কিছু দিন সবুর না করে আমি ডাক্তারের কাছে যেতে নারাজ। এখন গেলে গতবাধা কিছু টেস্ট আর চিকিৎসা দেবে যেমন বললেন সিপুল ভাই


আরেকটা কথা ফায়ারফক্স ভাই, নাপা এক্সট্রা সরিল অনেক উইক করে দেয় । এর পেছনে কোন কারন আছে কিনা জানি না। আপনি বেলায় ২ টা করে খেয়েছেন। তার উপর কোন অসুখ থেকে সেরে উঠলেই সরিল আরো ক্লান্ত হয়ে পড়ে। আমার মনে হয় এই সব মিলিয়ে আপনি অনেক ক্লান্ত। এত ঘাবড়াবেন না।

সরিলে সক্তি দ্রুত ফেরে এই ধরনের খাবার খান কয়েক দিন। এরপর দেখেন। বেটার ফিল না করলে ডাক্তারের কাছে মাস্ট যান

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

স্যালাইন খান নিয়মিত আর পানি খাবেন বেশি করে

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

আমার জ্বর হলো ১ সপ্তাহের মত, আর এক্সট্রা ভুগসি আরো এক সপ্তাহ শুধু ওষুধের কারনে। এন্টিবায়োটিক খেতে গিয়ে অবস্থা নাজেহাল হয়ে গেছিল।

ফায়ারফক্স ভাই, আমার আম্মার ডায়ালগ ঝাড়ি: "গোসল ঠিকমত করতে হবে আর পানি খেতে হবে প্রচুর" না হলে টায়ার্ড লাগবে খুব।
(যদিও আমি উপরের দুইটার কোনটাই নিয়মমাফিক করি না। গোসল কখনো কখনো দেখা যায় রাত ১২টা্য় ও করি।

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

সবি ঠিক আছে কিন্তু আমিতো এন্টিবায়োটিক খাইনি তাইলে দূর্ব্লতার কারন কি???!!!!!!! mad mad

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

পানি খাওয়া / খাওয়া দাওয়া নিয়ে কোন সমস্যা নাকি ?

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২৮-০৯-২০১২ ০১:৩৭)

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

১০

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

আপনার সুস্থতা কামনা করছি.........। আপনার ভিতরে মনে হয় জ্বরটা এখনও আছে। খাওয়া - দাওয়া ঠিকমত করেন
আর পানি/স্যালাইন খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

আপনার রোগমুক্তি কামনা করছি।বেশী করে পানি খান।আমার আবার প্যারাটাইফয়েড পজেটিভ।বাহিরের পানি খেলেই হয়েছে ঐদিন শরীরে কাঁপুনি জ্বর আছে।

মাত্রাতিরিক্ত জ্বর আসলে এইস এক্স-আর ও গ্যাসের ট্যাব খেয়ে নিয়েন।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

আপনার মনে হয় ডিহাইড্রেশন হয়েছিল। প্রশাবের রং লালচে হওয়ার কারনও এটাই। আপনি বেশি করে ফ্লুইড গ্রহণ করুন।
আর ফোরামের ডাক্তার শামীম আর নাকিব ভাই অনেকদিন ধরে ফোরামে আসেন না। আমরা অসুস্থ হলে কে দেখবে? আমি তাদেরকে আবার ফোরামে নিয়মিত হতে অনুরোধ করছি।

১৩

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

সম্ভবত: ভাইরাল ফ্লু-র প্রকোপে পড়েছেন। চারিদিকে ছড়াচ্ছে এখন ফ্লু।

রেড ইউরিন কোনো সমস্যা না - অতিরিক্ত ডিহাইড্রেশন যে হয়েছে তা আপনার বক্তব্য থেকেই স্পষ্ট।

দুর্বলতা সম্ভবত: অসুস্থতার কারণেই হয়েছে।

বেশি করে পানি পান করুন - দিনে ২/২.৫ লিটারের বেশি - এটাই সবচাইতে দরকারী বিষয়।

বুকে/নাকে জমাট কাশি থাকলে স্টীম নিতে পারেন। মিনারেলস-এর ঘাটতি পূরণ করার জন্য ওরস্যালাইন, ডাবের পানি পান করুন আগামী কয়েকদিন। মাল্টিভিটামিন খান (যদিও এগুলোর ২০%-ও শরীরে আদৌ ঢোকে কি না ঘোর সন্দেহ আছে)। এছাড়া রেসপিরেটরী ইনফেক্সন মোকাবেলায় যিংক এবং ভিটামিন সি-র খ্যাতি আছে - ওগুলোও গ্রহণ করুন।

ভাইরাল ফ্লুতে এ্যান্টিবায়োটিক একদমই কোনো কাজে আসে না। তবুও ডাক্তাররা দিয়ে থাকেন (এবং সমালোচনার মুখেও পড়েন)। আপনি যদি শুরু করে দিয়ে থাকেন তাহলে কোর্স কম্পলিট না করা পর্যন্ত থামবেন না।

গত ২/৩দিন যাবৎ আমি নিজেও ফ্লু-তে আক্রান্ত - বিশ্রি কাশি, সর্দী, মাথা ভার এবং ব্যাথা, জয়েন্ট পেইন দিয়ে শুরু হয়েছিলো। এখন একটু কমেছে তবে ঐ অস্বস্তিকর অশান্তিময় অনুভূতি এখনো আছে।

চিন্তার কিছু নেই। আপনার বড় ভাই যেমন বলেছেন - ৩/৪ দিন পর সব ঠিক হয়ে যাবে।

Calm... like a bomb.

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ১৭১ (২৮-০৯-২০১২ ১১:৫২)

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

১৫

Re: আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।

মনে তো হচ্ছে, পুরো জিনিষটাই ডিহাইড্রেশন আর তার পরবর্তী কমপ্লিকেশন।
বিশ্রাম আর পর্যাপ্ত পানি আর খাওয়া দাওয়াতেই ঠিক হয়ে যাবার কথা। ডাক্তার সাহেব কি বুঝে এন্টিবায়োটিক দিয়ে দিলেন, সাথে এত্ত গুলো প্যারাসিটামল, কে জানে। যদিও প্যারাসিটামল এর সেফটি লেভেল অনেক চওড়া, তবুও অযথা।