৪১

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

৪২

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

৪৩

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

আমি অবাক হচ্ছি এই ভেবে, আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি?
একটু আগে পাকিস্তান নিপাত যাক বলার কারনে একজন আমাকে মাইনাস দিয়েছে। তাও সে মাইনাস দিয়েছে বাংলিশ দিয়ে।

৪৪

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

৪৫

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

মানির মান জুতা দিয়ে মারলে ও যায় না, এ কথাটা সবার মনে রাখা উচিত। ( প্রসঙ্গ মাইনাস)

৪৬

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

সিদ্ধান্তটা ভালোই

কবি হব তাই ছ্যাকা খাইতে চাই

৪৭

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

কাউকে এখনো নেগেটিভ সম্মাননা দেই নি মনেহয়।

তবে ইদানিং ফোরামে অনেকের কাজ-কারবার দেখে দিতে ইচ্ছে করে।  hmm

৪৮

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

৪৯

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

" আমি নতুন ,আমি নতুন প্রজন্মের পথিক
           অনেক জানার আগ্রহ নিয়ে এসেছি এই প্রজন্মে "

৫০

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

sad আমি একটা জিনিস বুঝতে পারছি না............ "সম্মাননা" দেয়া বলতে কি বুঝানো হচ্ছে sad
কেউ কি একটু বুঝায় বলবে ব্যাপারটা আসলে কি?

৫১ সর্বশেষ সম্পাদনা করেছেন মিনহাজুল হক শাওন (১৭-০৩-২০১৩ ১৫:২০)

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৫২

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

৫৩

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৫৪ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৭-০৩-২০১৩ ১৫:১৪)

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

৫৫

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ধন্যবাদ smile smile

৫৬

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ধন্যবাদ সতর্ক থাকলাম ।

৫৭

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

সুন্দর বলেছেন। ভাল লাগলো পড়ে ।