Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
শেষ পর্যন্ত টুর্নামেন্ট কি জিতেছেন ।
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
আপনাদের যুগল খেলা দেখিয়া বড়ই আনন্দিত বোধ করতেছি সেই সাথে ৮৩ ভাইয়ের দেওয়া একটা ফডুর কতা মনে পইড়া গেল বাট ফোরামে এখন সেটা দেখাইলে মাইনাস খাওয়ার চান্স ১১০% নিশ্চিত
।
দোয়া করি আফনার দিনের পর দিন গেম ওভার করেন ।
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
সাপোর্টারদের আগেই কোন দল নিয়ে খেলবেন তা জানানো দরকার ছিল।
১২ ২৫-০৯-২০১২ ২২:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (২৫-০৯-২০১২ ২২:২৮)
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
তিনটা পর্ব পড়ে এলাম ।
চমত্কার টপিক কাওয়া ভাই ।
আপনার কথিত ফ্রিজের মত মেশিনেই আমিও প্রথম গেম খেলেছি ।গেমটা ছিল ক্যাডিলাস এন্ড ডায়নোসর যা মোস্তফা নামেই পরিচিত ।
এই গেম খেলায় এত নেশা পেয়েছিল যে , পাঁচ টাকায় সাধের ঘড়িটা বিক্রি করে দিতেও দ্বিধা করিনি ।
অবশ্য এই ঘটনার পর এমন মাইর খেয়েছিলাম যে ,জীবনে আর খুব বেশি (একেবারে ছাড়তে পারিনি)ওমুখো হয়নি ।
এরপর গেম খেলতাম সিডিতে ।
এরপর মোবাইলে ।
এখন খেলি পিসিতে ।
অবশ্য পিসিতে দুটা গেমই খেলি .
১. GTA Vice City
২. সেই ক্যাডিলাস এন্ড ডায়নসর ।
আপনার লেখা গুলো পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ।
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
আসাদ ভাই এই পর্বটাও ভাল লাগল
জাবেদ ভাইয়ের সাথে দেখছি আমার অনেক মিল আমারও প্রথম গেম এক্সপেরিয়েন্স ফ্রিজের মত ঐ মেশিনেই "ক্যাডিলাস এন্ড ডায়নোসর" দিয়ে। তারপর খেলেছি মোবাইলে "Call of Duty"। পিসিতে শুরু করেছি "NFS: Carbon" দিয়ে।
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
এলার্ম...এলার্ম... এখানেই শেষ না । ভাল লাগলো সব পর্বই। ধন্যবাদ
Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
কোড রেড, কোড রেড। উই'ভ গট আ সিচুয়েশন হিয়ার। সেন্ড সামওয়ান এস্যাপ।
কাউয়া ভাই, এত তাড়াতাড়ি শেষ করা ঠিক হয় নি। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এই খেলাগুলো কখনও খেলা হয় নি; না গেমস এ না বাস্তবে। তখল ক্লাস ৬-৭ এ পড়তাম। কিং অফ ফাইটার্স আর মোল্লা (নিজেদের দেওয়া নাম, আসলটা জানি না) খেলা হত প্রচুর। তখন থেকেই শুরু ভার্চুয়াল খেলাধুলা। ডাক্তার নিষেধ করে দিল ডাস্ট এলার্জী এড়াতে বিকেলে খেলাধুলা বাদ দিতে। দেখলাম যে খেলাধুলা এক কথায় বাদ দেওয়া অসম্ভব। তাই যে খেলাগুলো বিকেলে মাঠে খেলতাম তা টিভিতে দেখা বাদ দিয়ে দিলাম। আর তারই ধারাবাহিকতায় গেমস থেকেও এই খেলাগুলো বাদ রেখেছি সবসময়।
কাউয়া, আপনার লেখায় আর অন্যদের কমেন্ট পড়ে বুঝলাম, এই খেলাগুলো কতটা মজার আর সিরিয়াস হতে পারে। তাই বলছি টপিক এপিসোড না বাড়ালেও কমপক্ষে পরবর্তী কমেন্টগুলোতে আরও না বলা গল্প শেয়ার করবেন।