টপিকঃ প্রসঙ্গঃ ঘুম
ঘুমের মাহাত্ম্য বলতে আসিনি আমি। নিজের কিছু কথা বলতে আর কিছু জানতে এসেছি। আমার মত যারা নির্ঘুম রাত কাটান, কারণে বা অকারণে, আমরা নিজের অজান্তেই নিজের স্বাস্থ্যের সর্বনাশ করছি। আমি এতদিন ধরে খুঁজছিলাম আমার স্বাস্থ্যের তেরটা বাজার কারণ কী। অনেক খুঁজেও যখন পেলাম না কিছু, তখন মনে পড়লো আমার রাতে না ঘুমানোর অভ্যাসের কথা। অনেকেই বলে থাকেন রাতে না ঘুমালে স্বাস্থ্যহানি হয় প্রচুর। হাড়ে হাড়ে টের পেলাম কথার সত্যতা। এখন চেষ্টা করছি রাতে ঠিকমত ঘুমানোর। আল্লাহর রহমতে বেশ কয়েকদিন ধরে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটা পুনরায় রপ্ত করেছি।
এখন অভিজ্ঞদের কাছে এবং ডাক্তারদের কাছে আমার জিজ্ঞাসা, আসলেই কি রাতের ঘুম এত দরকারী? আরেকটি বড় প্রশ্ন, যাদের রাতে জেগে থাকাটা অভ্যাস হয়ে গেছে, তারা কিভাবে ঘুমানোর অভ্যাসটাকে রপ্ত করতে পারেন? আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা রাতে ঘুমানোর হাজার চেষ্টা করেও কোন ফল পাচ্ছেন না, এমনকি ঘুমে চোখ ভেঙ্গে পড়লেও, ঘুমাতে গেলেই ঘুম গায়েব। এক্ষেত্রে করণীয় কী হতে পারে? এই ব্যাপারটার সাথে মানসিক কোন ব্যাপার (চিন্তা/টেনশন/একাকীত্ব) জড়িত থাকতে পারে কি? কোন ঔষুধপত্র ছাড়া নিজ চেষ্টায় কি আরাম করে ঘুমানো সম্ভব?