টপিকঃ আইসিসি টি২০ ওয়াল্ড কাপ ২০১২ এবং আপনার ভাবনা
টি২০ ওয়াল্ড কাপ শুরু হয়েছে অবশ্য অনেক আগে ১৮ সেপ্টেম্বর ।আগেই এই টপিক লেখা উচিত ছিল কিন্তু কিছুদিন থেকে ব্যাস্ততা আমার পিছু ছাড়ছে না ।টি২০ ওয়াল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে পা ফেলেছে দক্ষিণ আফ্রিকা ,শ্রীলংকা ,ভারত,অষ্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ।অপেক্ষায় আছে বাংলাদেশ ,পাকিস্তান ,নিউজিল্যান্ড ,ওয়েস্টইন্ডিজ এবং আয়ারল্যান্ড ।আজকে অথ্যাত্ ২৪ তারিখে নির্ধারন হবে ওয়েস্টইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ভাগ্য । আশায় আছি কাল বাংলাদেশ পাকিস্তানকে একটি বড় ব্যবধানে হারাক ।আমার এবারের বিশ্বকাপের প্রিয় দল বাংলাদেশ ।যদি বাংলাদেশ দুঃভাগ্যজনক ভাবে পরবর্তি রাউন্ডে উঠতে ব্যার্থ হয় তবে দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করব ।আপনার বিশ্বকাপ সম্পর্কে অভিমত কি