আবদুল্লাহ আল রিফাত লিখেছেন:আগন্তুক মিলন লিখেছেন:অবশ্যই ফোরামে বাংলিশ লেখা বাড়ন আছে। আপনি কি নিয়মাবলী পড়েন নি? নিয়মাবলী ট্যাবটাতে একটু ক্লিক করে দেখে নিন।
koi re vai niomabolite to kothao lekha nai , banglish lekha nishiddho . Niomaboliteto lekha ache ushkanimulok kichu lekha jabena . Ja apni ektu agei korechen.
ভাইয়া যদি আপনার বাংলা লিখতে কোন সমস্যা থাকে তাহলে অন্য কথা। কিন্তু শুধু মাত্র ইচ্ছা করে এভাবে লেখা মেনে নেয়া যায় না।
ফোরামের স্লোগান "করি বাংলায় চিৎকার।" অথচ এখানে কেউ বিনা কারনে বাংলিশ লিখছে কেউ বা আবার ইংলা (বাংলা ভাষায় ইংরেজী)।
কি হাস্যকর।
অহেতুক অফটপিকে আমরা ক্রিকেট থেকে বহুদুর চলে এসেছি। 
কাল কার সাপোর্ট করব বুঝতে পারছি না। 
"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"