Re: একদা গেমার ছিলাম............
আমার প্রথম শুরু হয় Cadillacs and Dino দিয়ে, তারপর King Of Fighter 95 এ হাতেখরি প্রচুর খেলেছি KOF সিরিজের গেমগুলো, NFS2, Roderash, Real moto2 এগুলা খেলে নাই এমন লোক পাওয়া দুস্কর, মাঝে কয়েকটা গেম মাথা নষ্ট করলো Return to the castle Wolfenstein, Meddle of Honor, etc এগুলা মধ্য দিয়েই ফাস্ট পারশন শুটার গেমের প্রতি নিজের আকর্ষন তৈরি হল, তবে একটা গেম প্রায় শুরু থেকে খেলেছি এবং এখনো কঠিন মিস করি গেমটাকে, এটা হল Age Of Empires 2 the Conquerors এটার পেছনে জীবনে যত সময় ব্যায় করেছি আর কোন গেমের পেছনে অতটা করি নাই, আমি স্ট্র্যাটেজি গেম খেলি না, খালি এই একটাই।
ইশ কতদিনের ইচ্ছা AOE মাল্টিপ্লেয়ারে খেলবো