টপিকঃ ভিডিও পোস্ট: নীলিয়া - এই হাসি এই কান্না ভিডিও
ভিডিও এডিট করার শখ জাগলো। এই শখ পূরণের ব্যাপারটা রোমাঞ্চকর বলে এই বিভাগে পোস্ট করলাম।
ফ্রীতে ভাল এবং পেশাদার ভিডিও এডিটর নাই শুনেছিলাম। একটু গুতাগুতি করে LIVES দিয়ে প্রথমবার এডিট করে রেন্ডার করলাম। কিন্তু সাউন্ড আর ছবি কেন জানি আগুপিছু হয়ে গেল। এরপর নামালাম Pitivi ... এটা আসলেই খুব সোজা। স্যাম্পল হিসেবে ২৩ সেকেন্ডের একটা ভিডিও নিলাম, যেটার আকার ছিল প্রায় ২৮ মেবা। যা হোক, এডিট সহ ছোট আকারে flvতে রেন্ডার করার পর আকার হল ২.২ মেবা।