টপিকঃ TV CARD কেনার ব্যাপারে সাহায্য চাই

আমি আমার এক ফ্রেন্ড এর কাছে শুনেছি TV CARD কিনলে নাকী ৭০টা চ্যানেল ফ্রি দেয় এবং এই TV CARD এর দাম নাকি মাত্র ২০০০ টাকা। তাই আমি ভাবতেছি আমি একটা টিভি card কিনবো big_smile big_smile

আমি যদি TV CARD কিনি তাহলে কি সত্যি সত্যি ৭০টা চ্যানেল ফ্রি ফ্রি পাব??? আর এই টিভি CARD এর কি সত্যিই ২০০০৳?? ghusi আর টিভি CARD কিনলে কত দিনের গ্যারান্টি দেবে??

কেউ দয়া করে খুলে বলুন। আমাদের এখানে ডিশ চ্যানেল মাত্র ৬৪ টা দেয় এবং ল্যাপটপের মত পরিস্কার সিনেমা দেখা যায় না আর আসল সমস্যা হল পছন্দের চ্যনেল কয়েকটা আছে এই দেখে মজা পাই না। তাই যদি টিভি CARD কিনি তাহলে পরিস্কার সিনেমা দেখতে পারবো।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাবীব রাজশাহী (১৪-০৯-২০১২ ০৮:৪৩)

Re: TV CARD কেনার ব্যাপারে সাহায্য চাই

১,৪০০ টাকা দিয়ে কিনে ১০০ টা চ্যানেল দেখতে পাই । আরও ১০০ থাকলেও দেখা যেতো।  lol lol lol lol

.......................................
কেব্‌ল লাইন লাগান যত চ্যানেল থাকবে ততটাই দেখতে পাবেন ।



thumbs_up
thumbs_up
thumbs_up
thumbs_up
thumbs_up
thumbs_up

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: TV CARD কেনার ব্যাপারে সাহায্য চাই

Re: TV CARD কেনার ব্যাপারে সাহায্য চাই

পিসির টিভি কার্ডের কথা বলছেনতো নাকি আবার সেটটপ বক্স (টাটা স্কাই, ডিশ টিভি এই টাইপ) এর কথা বলছেন??  confused
টিভি কার্ডে ফ্রিয়ের ব্যাপারে জানা নেই।

এলসিডি স্ক্রিণ হলে টিভি কার্ডেও তেমন একটা ভাল কোয়ালিটি আসবে না। আমার একটা আছে , এভারমিডিয়া, গেম কনসোল কানেক্টের জন্য কিনেছিলাম। একদিন ডিশের লাইন টিভি থেকে খুলে ওটাতে লাগিয়ে দেখি কোয়ালিটি টিভির থেকে খারাপ আসছে।  hmm