টপিকঃ বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

আমার জিবনের প্রথম কম্পিঊটার গেম হলো ভাইস সিটি smile আমার আব্বু যেদিন আমার ল্যাপটপ কিনে দেয়  তারপরের দিনে যেয়ে ভাইস সিটি গেম কিনে আনি thumbs_down তারপরে থেকে আমি সারা দিন ভাইস সিটি নিয়ে পরে থাকি। হটাত একদিন আমি মডেম কিনতে কুষ্টিয়া যাই তারপরে দেখি এক দোকানে সুধু গেম আর গেম তখন ও দোকানের গেম গুলো দেখে মনে হচ্ছিল যদি আমি এই দোকানের সব গেম গুলো নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভাল হত। তখন এই কথা ভাবতে ভাবতে আমি ওই দোকান থেকে ১০টা গেম কিনি এক একটা গেমের দাম নিল ৪০ টাকা করে।
গেম গুলো হচ্ছে......
১। এভাটার দ্যা গেম
২। রা.ওয়ান দ্যা গেম
৩। জিটিএ টানি আইসল্যান্ড
৪। বিপিএল টি টয়েন্টি
৫। স্পাইডার ম্যান ১,২,৩,৪
৬। জিটিএ এলিয়েন সিটি
৭। ব্লেড অফ টাইম
৮। জাজ্ঞেড ব্লাক ইন একশন
৯। ১৯০ টা ছোট ছোট গেমের ডিস্ক
১০। ডন টু

এই গুলো গেমের মধ্যে একটা গেম শুধু আমার আনন্দ দিয়েছে তা হল এভাটার দ্যা গেম whats_the_matter whats_the_matter

আর এখন আমার এক বন্ধুকে ঢাকা থেকে ব্যাটম্যান আরখাম সিটি আনার পরে থেকে আমি সব গুলো গেম ডিলিট করে দিয়ে এখন সুধু ব্যাটম্যান আরখাম সিটি খেলি lol lol

কেবল আমি ১০% পরযন্ত গেমটা খেলেছি কিন্তু সমস্যা হল এই গেমের এখন আমি আর কোন মিসন করতে হবে তা বুঝতে পারছিনা ট্যাবে চাপ দিলে কোথায় যেতে হবে তা দেয়া নেই তাই গেম খেলতে সমস্যা হচ্ছে dontsee dontsee

আর ব্যাটম্যান হেরলি রিভাঞ্চ শেষ করে ফেলেছি। কিন্তু ব্যাটম্যান আরখাম সিটি খেলতে সমস্যা হচ্ছে মিশন খুযে পাচ্ছি না। জাদুঘরের ভিতর যেয়ে ফ্রিজ ম্যান কে খুজে ফ্রিজ হ্যাক করে পেংগুইকে মেরে অনেক মোটা এক দেহের বিদ্যুৎ মানুষ কে মেরে ফেলানোর পরে মিশন কম্পিলিট হওয়ার পরে যাদুওঘর থেকে বের হয়ে আসার পরে আর কোণ মিশন খেলতে হবে তা বুঝতে পাচ্ছি না...। ব্যাটম্যান আরখাম সিটির কেউ দয়া করে চিট কোড দিবেন isee isee isee isee

whats_the_matter whats_the_matterএখন আপনারা বলুন কে কোন গেম খেলে ওভার দিলেন ও কোন গেমটা খেলছেন sick sick???

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

কিছুদিন আগে শেষ করলাম Walking Dead এর ৩টা এপিসোড। চরম লাগল। হেব্বি স্টোরি। গতকাল শেষ করলাম I Am Alive। বেশি ভাল লাগে নাই।
এখন খেলছি Kingdoms of Amalur - Reckoning এবং অধীর আগ্রহে ওয়েট করছি এসাসিনস ক্রিড ৩, Borderlands 2 এবং Torchlight II এর জন্য। smile

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

ফোরামের আমার কয়েকজন সদস্য মিলে মাল্টিপ্লেয়ার গেম UrbanTerror খেলছি ।  আমার কাছে ভালোই লাগে তবে মাল্টিপ্লেয়ার গেম আরও বাড়ানো উচিত

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

কোন গেমই খেলা হচ্ছে না ইদানিং। তবে মাঝে মাঝে ফিফা১২ খেলি। আরকহাম সিটি ইন্সটল করলাম। কিন্তু কোন কারণে লোড হচ্ছে না। sad

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

ইদানিং ....
Eupertuxkart - টাক্স ক্যারেকটারদের রেসিং
Einstein - পাজল
Mastermind - পাজল
Gweled - পাজল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

torchlight  খেলছি

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

মেরাজ০৭ লিখেছেনঃ-


গেম বুঝে খেলুন। এখানে চীট কোড দিয়ে কিছু হবেনা। এখনকার গেমে সাধারনত চীট কোড থাকেনা।


মানে আমি আর কোন স্টোরি খুজে পাচ্ছিনা।

১১

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

১২

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

Zuma খেলতাছি।  tongue_smile

১৩

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

আমি এখন ZUMA ডাউনলোড করতেছি। আর মেরাজ ভাই The Amazing Spidar Man গেমটা কি যটিল??? The Amazing Spidar Man এর দাম কত পড়বে ও কয়টা ডিস্কে গেমটা ও কত GB গেম??? isee isee

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন গিক (১২-০৯-২০১২ ১৬:৩৮)

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

১৫

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন নিনজা বস (১২-০৯-২০১২ ১৬:৩৬)

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

মেরাজ০৭ লিখেছেনঃ-


না জটিল না। বাচ্চারাও খেলতে পারবে।  cool
২ ডিস্কের গেম। ৫-৬ জিবির গেম হবে।


আমি তো বাচ্চাই তাহলে তো গেমটা কিনতে হয়। আর সত্যি আমি ব্যাটম্যান ও স্পাইডার ম্যান কে খুব পছন্দ করি cool cool cool cool। মেরাজ ভাই আমি আপনার সাইটে রেজিস্ট্রেশন করলাম এখন।

১৭

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

১৮

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

sick sick sickআচ্ছা ওরা কম্পিঊটার গেম বানায় কি করে hug hug??

১৯

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

সারা জীবন ধরে একটি গেমই খেলছি Counter Strike. বাকি জীবন ও এটাই খেলার ইচ্ছা আছে।

Practice makes a man perfect, but nobody is perfect.
So why practice???

২০

Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?

শেষ কোড- ব্ল্যাক অপ্স খেলছি। দুইবার ক্রাইসিস ২ ডিভিডি কিনে ধরা খাইছি। এখন নতুন কিছু পাচ্ছি না।

If you want to make your dreams come True, the first thing you have to do is Wake up.