টপিকঃ বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
আমার জিবনের প্রথম কম্পিঊটার গেম হলো ভাইস সিটি আমার আব্বু যেদিন আমার ল্যাপটপ কিনে দেয় তারপরের দিনে যেয়ে ভাইস সিটি গেম কিনে আনি
তারপরে থেকে আমি সারা দিন ভাইস সিটি নিয়ে পরে থাকি। হটাত একদিন আমি মডেম কিনতে কুষ্টিয়া যাই তারপরে দেখি এক দোকানে সুধু গেম আর গেম তখন ও দোকানের গেম গুলো দেখে মনে হচ্ছিল যদি আমি এই দোকানের সব গেম গুলো নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভাল হত। তখন এই কথা ভাবতে ভাবতে আমি ওই দোকান থেকে ১০টা গেম কিনি এক একটা গেমের দাম নিল ৪০ টাকা করে।
গেম গুলো হচ্ছে......
১। এভাটার দ্যা গেম
২। রা.ওয়ান দ্যা গেম
৩। জিটিএ টানি আইসল্যান্ড
৪। বিপিএল টি টয়েন্টি
৫। স্পাইডার ম্যান ১,২,৩,৪
৬। জিটিএ এলিয়েন সিটি
৭। ব্লেড অফ টাইম
৮। জাজ্ঞেড ব্লাক ইন একশন
৯। ১৯০ টা ছোট ছোট গেমের ডিস্ক
১০। ডন টু
এই গুলো গেমের মধ্যে একটা গেম শুধু আমার আনন্দ দিয়েছে তা হল এভাটার দ্যা গেম
আর এখন আমার এক বন্ধুকে ঢাকা থেকে ব্যাটম্যান আরখাম সিটি আনার পরে থেকে আমি সব গুলো গেম ডিলিট করে দিয়ে এখন সুধু ব্যাটম্যান আরখাম সিটি খেলি
কেবল আমি ১০% পরযন্ত গেমটা খেলেছি কিন্তু সমস্যা হল এই গেমের এখন আমি আর কোন মিসন করতে হবে তা বুঝতে পারছিনা ট্যাবে চাপ দিলে কোথায় যেতে হবে তা দেয়া নেই তাই গেম খেলতে সমস্যা হচ্ছে
।
আর ব্যাটম্যান হেরলি রিভাঞ্চ শেষ করে ফেলেছি। কিন্তু ব্যাটম্যান আরখাম সিটি খেলতে সমস্যা হচ্ছে মিশন খুযে পাচ্ছি না। জাদুঘরের ভিতর যেয়ে ফ্রিজ ম্যান কে খুজে ফ্রিজ হ্যাক করে পেংগুইকে মেরে অনেক মোটা এক দেহের বিদ্যুৎ মানুষ কে মেরে ফেলানোর পরে মিশন কম্পিলিট হওয়ার পরে যাদুওঘর থেকে বের হয়ে আসার পরে আর কোণ মিশন খেলতে হবে তা বুঝতে পাচ্ছি না...। ব্যাটম্যান আরখাম সিটির কেউ দয়া করে চিট কোড দিবেন
এখন আপনারা বলুন কে কোন গেম খেলে ওভার দিলেন ও কোন গেমটা খেলছেন
???