Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
Spider Solitaire
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
দি পাতিকোডার লিখেছেন ঃ-
সারা জীবন ধরে একটি গেমই খেলছি Counter Strike. বাকি জীবন ও এটাই খেলার ইচ্ছা আছে।
আচ্ছা আপনার বয়স কত
?
আমি এংগ্রি বার্ড খেলি মাঝে মাঝে
আমাকে কিছু গেম সাজেস্ট করেন কি খেলবো সেটাই পাইনা ।
core i7 2670qm
8gb DDR3
অসুবিধা নাই। আপনার ল্যাপটপে GMA HD গ্রাফিক্স আসে।
Amazing Spider Man শেষ করলাম, এখন Deux Ex খেলছি। এর পর COD Modern Warfare 1,2,3 খেলতে পারি।
স্ট্রাটেজি গেম নেপলিয়ান টোটাল ওয়ার খেলা শেষ করলাম। ১৪ জিবির গেমটা টরেন্ট থেকে নামিয়েছিলাম। অসাধারন একটা গেম।
battle field 2 কি অফলাইনে খেলতে পারবো, আমার নেটের যে গতি ?
আমি আসলে গেমার না
।কিছুদিন যাবত ট্রাই করছি খেলতে
।
রাশ লিখেছেনঃ
স্ট্রাটেজি গেম নেপলিয়ান টোটাল ওয়ার খেলা শেষ করলাম। ১৪ জিবির গেমটা টরেন্ট থেকে নামিয়েছিলাম। অসাধারন একটা গেম।
আপনি ১৪ জিবি ডাউনলোড করলেন কি করে
?????
আমি এখন the amazing spider man গেম খেলতেছি
maxpayne 3 খেলছি।
I am Alive, The Walking Dead ও The Amazing Spiderman খেলতেছি
রাশ লিখেছেনঃ
কেন বিটিসিএল এর লাইন আছে না? ১ এম বি পার সেকেন্ড। আজকাল আর মুভিটুভি নামায়া পিসি জ্যাম করি না। ইউটিউবে সরাসরি দেখি। আগে মাসে এটলিস্ট ১৫০ জিবি নামাতাম।
বিটিসিএল সেটা আবার কি?? এর দাম কত?? আর মাসে আনলিমিটেড এর দাম কত
?? আমি তো অবাক হয়ে গেলাম বাংলাদেশে আবার ১এমবি পার সেকেন্ডের লাইন
নাহ invarbrass ভাই রাজবাড়ি তে নাই
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
০.০৫২৬৮৬৯২৯৭০২৭৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.২৭৩৬২৩৮২০৬২১ টি কোয়েরী চলেছে