৩০১ ০১-০৮-২০১৩ ১২:২১
৩০২ ০১-০৮-২০১৩ ১৪:৫১
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩০৩ ০১-০৮-২০১৩ ১৬:০৭
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
সবাই দেহি অফটপিক অফটপিক করে আসলে অফটপিক কি?
৩০৪ ০২-০৮-২০১৩ ০১:৫৪
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
বর্তমানে এন্ড্রোয়েডের গেমগুলো এনজয় করছি । Raging Thunder. খুবই মজার একটা রেসিং গেম এটা। এটাকে কম্পিউটারের রেসিং গেমগুলোর কাছাকাছিই মনে হয়েছে। গ্রাফিক্স মোবাইলের গেম অনুযায়ী খুবই ভাল। ট্র্যাকগুলো আনলক করতে পারলে অনেক মজার একটা গেম। ট্র্যাকগুলো খুবই ক্রিয়েটিভ এবং আকর্ষণীয়।
এছাড়াও Highway Riderও ভালই লাগে। সবগুলো বাইকার আনলক করেছি। গেমটিতে স্টান্ট দেখানোর জন্য গ্যাসক্যাপ ও টারবো দেয়া হয়। গ্যাসক্যাপ দিয়ে বাইকার কেনা যায়। স্টান্ট বলতে মূলত গাড়ি বা বিভিন্ন অবজেক্টের কাছাকাছি ঘেষে চালানো। তবে Raging Thunder খেলার পর এটা আর ভাল লাগে না। এটার নরমাল রেসিংটা এখন আর ভাল লাগে না, তাই Fugitive modeটা খেলি। ওটাতে কিছুক্ষণ পর পর পুলিশের গাড়ি রাস্তা আঁটকে বসে থাকে। এর ফাঁকফোকড় দিয়ে চলে যেতে হয়, যেটা বেশ চ্যালেঞ্জিং এবং মজার।
এছাড়াও Into the dead অসাধারণ লাইটওয়েট একটা গেম এবং বলতেই হয় খুব এ্যাডিকটিভ। গেমটিতে আপনি একজন মানুষ, এবং আপনাকে জমবিতে (জীবিত মৃতদেহ আরকি!) ভরা ভূমিতে হেঁটে হেঁটে যতটুকু সম্ভব দূরত্ব পার করতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জগুলো একেকটা লেভেলের মত। খুবই ইন্টারেস্টিং। গ্রাফিক্সও ভাল। আপনার অতিক্রান্ত দূরত্বের উপর কয়েন পাবেন এবং সেগুলো দিয়ে বিভিন্ন হাতিয়ার বা কম্প্যানিয়ন কিনতে পারবেন। এটাতে একটা কুকুর আছে, দাম ১০০ কয়েন। ওটা নিলে সে আপনার সামনের জমবিগুলোকে একে একে কামড়ে মেরে ফেলবে আর আপনি অনায়াসে সামনে এগিয়ে যেতে পারবেন।
৩০৫ ০২-০৮-২০১৩ ০৮:৪৮
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩০৬ ১৪-০৮-২০১৩ ২২:৫৯
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
এখন খেলছি Anomaly: Warzone Earth। Tower-Defense গেম। ভালই লাগছে। আর খেলছি Bastion। এই গেমের narrator & music বেশ ভালো লেগেছে। ARPG ঘরানার গেম।
৩০৭ ১৪-০৮-২০১৩ ২৩:১২
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
এনভিডিয়া 3D Vision দিয়ে একটা পুরানো গেমের 3D খেলছি, ইউরো ট্রাক সিম্যুলেটর ২।
৩০৮ ১৫-০৮-২০১৩ ০৬:১৭
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
আমি বর্তমানে কোন গেইমসই খেলছি না। তবে ব্যাটম্যান আরখাম ওরগানাইস এর অপেক্ষায় আছি
৩০৯ ১৫-০৮-২০১৩ ১৪:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১৫-০৮-২০১৩ ১৬:৫০)
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১০ ১৫-০৮-২০১৩ ১৬:২০
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১১ ০৭-১০-২০১৩ ১০:০৮
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
ফার ক্রাই ২ শেষ করসি দুই মাস হইয়া গেল।আবার কালকে কোড-ব্ল্যাক ওপস শেষ করসি।আর crysis-warhead,halo-combat evolved,house of the dead 1,2,3,metro last light শেষ করসি।
৩১২ ০৭-১০-২০১৩ ১১:০৪
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১৩ ২০-১০-২০১৩ ০৬:৫৬
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
ওহহহো এখন ফার ক্রাই ৩ খেলতেছি।
৩১৪ ১৭-১১-২০১৩ ১৮:৪৩
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১৫ ১৭-১১-২০১৩ ১৯:১৩
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১৭ ১৭-১১-২০১৩ ১৯:৪৩
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
৩১৯ ১৫-১২-২০১৩ ২২:২৫
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
বর্তমানে পিসিতে কোন গেইমস খেলা হচ্ছে না। তবে ব্যাটম্যান আরখান অরজিন্স খেলার খুবই ইচ্ছা আছে। কিন্তু কুষ্টিয়া যেতে ভয় লাগতেছে এই সময়ে জানি কোন প্রবলেম হবে না।
৩২০ ১৬-১২-২০১৩ ২০:২৭
Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
cod-black ops 1,assasin's creed 3,farcry 2-আমার জিবনে খেলা bestest গেম।