টপিকঃ আবার ছাড়পত্র পেলে

আবার ছাড়পত্র পেলে
দেখে নেবো সেইসব স্পর্ধিত মুখ।
আবার মুক্ত হলে উগরে দেবো বিষ
পুড়ে গেলে যাবে নচ্ছার যত বুক
করি না এতটুকু পরোয়া!

আবার উড়তে পেলে বিস্মৃতির গহনতলে
হারিয়ে যাওয়া স্বাধীনচেতার ঋজু ডানায়...
দেখে নেবো সেইসব ভণ্ডামি।
যারা বুকের ঘোলাজলে লুকিয়ে রাখে
পষ্ট অবজ্ঞা। অথচ, ভাব দেখায়
আহা কী প্রখর সমব্যথী!

আবার ছাড়পত্র পেলে ছুঁড়ে দেবো হুংকার!
থামাও যত পরশ্রীকাতর হাসি
পরের অনিষ্টে সুখ পিয়াসী ঘৃণ্য শ্বাপদসম প্রাণি।
বন্ধ করো বিদ্রুপ – অশ্লীল অহংকার!

আবার ছাড়া পেলে ...
ভাবছো – না জানি কী জাহান্নাম আনবো নামিয়ে?
কিন্তু ভাবছি – উথাল-পাথাল বোধের সাগরে উঠছে ঢেউ
আর আমি বোকা বুক চিতিয়ে ভাসছি...
ক্ষমাই করে দেই না কেন?
যা কিছু মন্দ নির্বিচারে গিলে পাও বিমলানন্দ
সেসব নিলাম না হয় কুড়িয়ে...
তবুও তোমরা ভালো থেকো।
যতই কষ্ট পাই না কেন
মনে রেখো তোমাদের ভালোবাসি –অকৃত্রিম। 
আফসোস, হয়তো জানবে না কখনো!

আবার ছাড়পত্র পেলে
অভূতপূর্ব বিস্ময়ে আমূল কাঁদিয়ে
তোমাদের বুকে তুলে নেবো।
বোঝো কিংবা না বোঝো –
কিছুই যায় আসে না তাতে!

=======================
উদাসীন
১০/০৯/২০১২

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আবার ছাড়পত্র পেলে

ভালোবাসা উষ্ণতা জাগায় বটে......
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......

Re: আবার ছাড়পত্র পেলে

ধন্যবাদ কোথাও-কেউ-নেই hug
হুম, চাইলেও ঘৃণা করা যায় কখনো কখনো!

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আবার ছাড়পত্র পেলে

শেয়ার করার জন্য ধন্যবাদ।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আবার ছাড়পত্র পেলে

Re: আবার ছাড়পত্র পেলে

ধন্যবাদ অরুণদা এবং মিজভীকে।
@অরুণদা, আপনার যে খুব সুন্দর একটা হৃদয় আছে - বোঝাই যায় thumbs_up

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আবার ছাড়পত্র পেলে

Re: আবার ছাড়পত্র পেলে

চমৎকার এককথায়।

ঘুম আসে না
আমি নক্ষত্রে বন্দী
অজরখেচর।।

Re: আবার ছাড়পত্র পেলে

আপনার কবিতা গুলা পড়লেই নিজের অব্যক্ত কথা গুলার বহি:প্রকাশ দেখতে পাই।  thumbs_up

hit like thunder and disappear like smoke

১০

Re: আবার ছাড়পত্র পেলে

১১

Re: আবার ছাড়পত্র পেলে

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত