টপিকঃ শিক্ষক.কম থেকে বিনামূল্যে বাংলায় শিখুন বিশ্ববিদ্যালয়ের কোর্স
আমাদের প্রাক্তন মডু এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রাক্তন শিক্ষক, বর্তমানে বর্তমানে ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক, এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ড. রাগিব হাসানের অসাধারন উদ্যোগ শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম।
এখানে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন কোর্স দেয়া হচ্ছে এবং হবে - এবং এই কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন। আগ্রহী শিক্ষকের উপর নির্ভর করে জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু অর্থনীতি কিংবা সি++ যে কোনো কোর্সই এখানে আসতে পারে। ২০১২ সালের আগস্ট মাসে শিক্ষক ডট কমের যাত্রা শুরু হয়েছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক প্ল্যাটফর্ম।
আমি নিজেও এখন জিআইএস-এর কোর্সটা ফলো করছি। সামনে পরিবেশ প্রকৌশলের উপরে হয়তো কোর্স অফার করতে পারি। সকলেই শিখতে এবং শিখাতে পারেন। নতুন লেকচার আসামাত্র ইমেইল নোটিফিকেশন পেতে মূল পেজে ডানদিকে নির্দিষ্ট জায়গায় নিজের ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করতে পারেন। এছাড়া কোর্স ভিত্তিক এরকম নিবন্ধনের সিস্টেমও আছে।
ঠিকানা: http://www.shikkhok.com/
ফেসবুক: https://www.facebook.com/shikkhok