Re: Windows 8 Enterprise Experience
অনেক ভাল লাগল মেহেদী ভাই সবকিছু তাড়াতাড়ি ওকে হয়ে গেলে আর একটা রিভিউ দিয়েন তাহলে হয়ত আমাদের ও ব্যাবহারের সুবিধা হবে।
Re: Windows 8 Enterprise Experience
ভাল রিভিউ। কয়েকদিন যাক সমস্যাগুলো বের হোক, তারপর দেখি সেটআপ দিব কিনা। যদিও ফটোগুলো দেখে মনে হচ্ছে এটা মাউসের থেকে টাচ ফ্রেন্ডলি বেশী।
Re: Windows 8 Enterprise Experience
৭ ০৭-০৯-২০১২ ১৩:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (০৭-০৯-২০১২ ১৪:০৮)
Re: Windows 8 Enterprise Experience
Re: Windows 8 Enterprise Experience
আচ্ছা আমি এপ স্টোর থেকে কিছু নামাতে পারি না কেন?

Re: Windows 8 Enterprise Experience
দেখে তো ভালই মনে হচ্ছে। রিভিউ এর জন্য ধন্যবাদ
Re: Windows 8 Enterprise Experience
ভালো রিভিউ লিখেছো। এটা আসামাত্রই আপগ্রেড করবো। সাথে একটা টাচস্ক্রীন মনিটর
মেহেদী যে বার্তাটা মোবাইলে পেয়েছো, সেটা তো দেখছি একটা ইউ কে -এর নাম্বার (+৪৪৭৭৮৬০৯৭৫০..)
Re: Windows 8 Enterprise Experience
Re: Windows 8 Enterprise Experience
ভাল লাগলো রিভিউটা
আমার পিসিতে ইন্সট্রল দিয়েছিলাম। দেখে ডরাইছি
তারপর বাদ দিয়েছি ।
আগের ভার্সনগুলোতে স্টার্ট মেনু নামে যে মেনু থাকে সেটা এখানে কোথায় আমি খুজে পাই নাই। যে সব সফটওয়্যারগুলো ইন্সটল দিলাম সেগুলো চালু করব কোথা হতে। আবার কন্ট্রোল প্যানেল থেকে কোন সফটওয়ার আন ইন্সটল করতাম, এখানে কিভাবে করব ? মেলা সমস্যা ? মেলা কিছু খুজে পাই নি
সব চেয়ে বড় সমস্যা স্টার্ট মেনু খুজে না পাওয়া