টপিকঃ রসায়নের মধুর ধ্বনি
আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান ।অতিথিদেরকে সাদর আমন্ত্রণ জানাতে চান ।করতে চান নতুন কিছু । যাতে অতিথিরা বহুদিন আপনাকে মনে রাখে । তাহলে একটা মজার জিনিস বলি ।আপনার বাড়ির অতিথিরা বাড়িতে ঘুরবে আর তাদের পায়ে বেজে উঠবে এক রাসায়নিক ধ্বনি ।চলুন দেখি কিভাবে সম্ভব ।প্রথমেই আপনার দরকার হচ্ছে টেস্ট টিউব, পটাসিয়াম আয়োডাইড, আয়োডিন দানা ,এমোনিয়া দ্রবণ, গ্লাসরড । এবার একটা টেস্ট টিউবে পটাসিয়াম আয়োডাইডের দ্রবণ নিয়ে তাতে কয়েকটি আয়োডিন দানা দিন ।আয়োডিন দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে ।এবার ওই দ্রবণে পরিমাণ মত ঘন এমোনিয়া দ্রবণ ঢেলে দিয়ে ভালো করে গ্লাসরডের সাহায্যে আলোড়িত করে নিন ।ব্যস তৈরি হয়ে গেলো ঘন বাদামী রঙ্গের নাইট্রোজেন আয়োডাইডের দ্রবণ । এবার এ দ্রবণ সারা বাড়িতে ছড়িয়ে দিন আর দেখুন মজা....