টপিকঃ Windows 8 এ একটা সমস্যা।
আমি একটু আগে Windows 8 setup দিয়েছি।
এখন সমস্যা হলো Video গুলা ফাটা ফাটা দেখা যায় screen Resolution 1024*768 দেওয়া কিন্তু Windows7/XPতে1280*720
দেওয়া থাকতো এখন কি করবো ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » Windows 8 এ একটা সমস্যা।
আমি একটু আগে Windows 8 setup দিয়েছি।
এখন সমস্যা হলো Video গুলা ফাটা ফাটা দেখা যায় screen Resolution 1024*768 দেওয়া কিন্তু Windows7/XPতে1280*720
দেওয়া থাকতো এখন কি করবো ?
গ্রাফিক্স ড্রাইভার install করেছেন?
উইন্ডোজ আপডেট করুন। ভাগ্য ভাল হলে প্রয়োজনীয় সকল ড্রাইভারের আপডেট পেয়ে যাবেন।
ড্রাইভার লাগবে। Windows 8 Update এ চেক ফর আপডেটস দেন। যদি পায় তাহলে তো হয়েই গেল (তবে মূলত আপডেট আসা শুরু করবে সম্ভবত 28 October এর পর)
আপনার গ্রাফিক্স কার্ড কি তাই বলেন।
ডিবাইস ম্যানেজারে গিয়ে মনিটরের ড্রাইভার আপডেট দেন , হয়ে যাবে যদি নেট লাগানো থাকে।
আমি একটু আগে Windows 8 setup দিয়েছি।
এখন সমস্যা হলো Video গুলা ফাটা ফাটা দেখা যায় screen Resolution 1024*768 দেওয়া কিন্তু Windows7/XPতে1280*720
দেওয়া থাকতো এখন কি করবো ?
আপনার মনিটর রেজুলেশান কত?
মনিটর এর রেজুলাশান এডজাস্ট করে দিন?
না হলে গ্রাফিক্স ড্রাইভার সেটআপ দিতে হবে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » Windows 8 এ একটা সমস্যা।
০.০৫৬৫৪২৮৭৩৩৮২৫৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০২০২১৬৫৩০৭৫২ টি কোয়েরী চলেছে