টপিকঃ সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

আমরা জানি,
শব্দ তরঙ্গের প্রবাহের জন্য মাধ্যমের প্রোয়োজন ।আবার আলো কিংবা বেতার তরঙ্গের জন্য মাধ্যমের কোন প্রয়োজন নেই ।

আমার প্রশ্ন হলো-
কোন তরঙ্গের প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন আবার কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন নেই কেন?

প্লিজ অভিজ্ঞগণ বিষয়টা একটু বিশ্লেষণ করে উত্তরটা বলেন ।খুব জানতে ইচ্ছা করছে ।

"ছায়াতে বসে চড়া রোদ দেখতে ভালো লাগে"

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

তাপ শক্তি প্রবাহের জন্য মাধ্যম লাগে। আবার এর জন্য কিছু কিছু মাধ্যম আছে যা তাপ সঞ্চয় করে রাখে।
দিনে সুর্য ওঠে, রাতে চলে যায়। কিন্তু রাত হবার পরেও আমরা ততটা ঠান্ড অনুভব করি না। কারন বাতাসের জলীয় বাস্প, কার্বনডাইওক্সাইড তাপ ধরে রাখে। শীত কালে বাতাসে জলীয় বাস্পের পরিমান কম থাকে, এই কারনে রাত হলে ঠান্ডাও বেড়ে যায় অনেক। তড়িৎ প্রবাহের জন্যেও মাধ্যম লাগে।
আলোর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে মাধ্যম লাগে।
আলোর জন্য তরজ্ঞ তথ্য ও কণা তথ্য দুইটাই সত্য।
ব্লাকহোলের কথাই ধরুন। ব্লাকহোল গুলো আমাদের সুর্যের মতই একটা নক্ষত্র অথবা নক্ষত্র ছিল। যার আন্তঃঅভিকর্ষ শক্তি বেড়ে গিয়ে হয়েছে অনেক। তাই সে তার নিজের সকল গ্রহকেই গ্রাস করেছে তার শক্তি দিয়ে। এমন কি তার অভ্যান্তরিন আলো পর্যন্ত বাইরে আসতে পারে না। বাইরে আসার আগেই আবার নিজের দিকে টেনে নেয়। এটা কণা তথ্যের কারনেই।

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (৩০-০৮-২০১২ ১৬:৫৪)

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

শব্দ তরঙ্গ সঞ্চালিত হয়। সঞ্চালনের জন্য প্রয়োজন হয় মাধ্যমের। সঞ্চালন কোন ধরণের charged particle বা চার্জিত কণা উৎপন্ন করে না। মাধ্যমের কণাগুলোকে পুশ-আপের মাধ্যমে এটা প্রবাহিত হয়। যেমন- কয়েকটা তক্তা পাশাপাশি দাঁড় করানো আছে। আপনি শেষ তক্তার পাশে দাঁড়িয়ে আছেন। আপনার বন্ধু অপর দিক থেকে প্রথম তক্তাকে ধাক্কা দিলে সেটা ২য়টিকে, ২য়টি ৩য়টিকে... এভাবে শেষ তক্তাটি ধাক্কা দেবে আপনাকে। শব্দ অনেকটা এভাবেই সঞ্চালিত হয়।

আলো কিংবা বেতার তরঙ্গ বিকিরিত হয়, আর বিকিরণ ভ্যাকুয়ম বা শূণ্যের মধ্য দিয়ে হতে পারে। বিকিরণ charged particle বা চার্জিত কণা উৎপন্ন করে।

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

"ছায়াতে বসে চড়া রোদ দেখতে ভালো লাগে"

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (৩০-০৮-২০১২ ১৮:৪১)

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

Calm... like a bomb.

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (৩০-০৮-২০১২ ১৯:১৬)

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

Re: সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ

"ছায়াতে বসে চড়া রোদ দেখতে ভালো লাগে"