টপিকঃ সাহায্য দরকার: একটা প্রশ্নের উত্তর চাই ।প্লিজ
আমরা জানি,
শব্দ তরঙ্গের প্রবাহের জন্য মাধ্যমের প্রোয়োজন ।আবার আলো কিংবা বেতার তরঙ্গের জন্য মাধ্যমের কোন প্রয়োজন নেই ।
আমার প্রশ্ন হলো-
কোন তরঙ্গের প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন আবার কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন নেই কেন?
প্লিজ অভিজ্ঞগণ বিষয়টা একটু বিশ্লেষণ করে উত্তরটা বলেন ।খুব জানতে ইচ্ছা করছে ।