টপিকঃ উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

মনে হয় ভালোই  clap

স্বাক্ষর দিমু না হাতের লেখা খারাপ

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

সুন্দর রিভিউ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

চমতকার রিভিউ । আমারতো এখন উইন ৮ চালাইতে মন চাইতেছে ।

রাব্বি হোসেন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

উইন ৮ তো দেহি চরম।  গেম টেম চলবেতো?  thinking

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

Windows 8 বাদ দিয়ে উইন্ডোজ ৭ আর ইউজ করতে পারবনা, এক কথায় ঝাক্কাস লাগছে, অফিসে + বাসায় গত ৮ তারিখ থেকে এন্টারপ্রাইজ ভার্সন ইউজ করছি । thumbs_up
যারা হালকা পাতলা ইউজ করে ফালতু বলছেন বা কট্টরপন্থি মাইক্রোসফট বিরোধি এবং এই বলে চিল্লাচ্ছে যে "এটা শুধুমাত্র টাচ স্ক্রীন ডিভাইসের জন্য ভাল" তাদের কথা সম্পূর্ণরুপে অগ্রাহ্য করে ইউজ করতে পারেন ।

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

ছোট উইন্ডোতে নেটফ্লিক্স কি ভাবে দেখা যায় কেউ বের করতে পেরেছেন?
এপ ইউজ করলে নেটফ্লিক্স দেখার সাথে সাথে অন্য কাজ করা যায়না  hairpull
চরম হতাশার ব্যাপার।
নাহ্‌ -৮ কে বাদ দিতেই হবে!

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

ভাল রিভিউ, আমার ব্যবহার করে দেখতে মন চাচ্ছে।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (০১-১২-২০১২ ২৩:৫৩)

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

আমিও আরামসেই চালাচ্ছিলাম। গেইম টেইম সবই চলছিলো কিন্তু সমস্যা হয়ে গেলো লগঅন স্ক্রিন এ। পিসি চালুর পর উইন্ডো ৮ এ অটো সর্বশেষ লগইন করা ইউজার একাউন্টে ঢুকে যায়, কোনো ইউজার চুজিং স্কিন আসে না (যদিনা পাসওয়ার্ড দেয়া থাকে)। এই ফালতু জিনিসটা বন্ধ করারও উপায় নাই। এখন পিসির ২ জন ইউজার এর জন্য প্রতি লগইন এ লগ অফ করা অনেক ঝামেলা।

১১

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

hit like thunder and disappear like smoke

১২

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

মুশফিক সালেহীন ছেলেটার মাইক্রোসফট নিয়ে আগ্রহ রয়েছে, ভালো লিখে সে।
গত ১৬ আগস্ট থেকেই ইউজ করছি উইন্ডোজ ৮, দারুন লাগছে  thumbs_up
কোন সফটওয়্যার/হার্ডওয়্যার নিয়েই ঝামেলা পোহাতে হয়নি, কেবল আমার ল্যাপির পুরানো মডেলের ভিডিও কার্ড (ATI Mobility Radeon 4500 series) টার জন্য অফিসিয়াল ড্রাইভার না থাকায় বাধ্য হয়ে ডিফল্ট ড্রাইভার ব্যবহার করতে হচ্ছিলো, ফলে কিছু গেমস ভালোভাবে চলছিলোনা...সেটাও সম্প্রতি কায়দা করে সমাধান করে ফেলেছি  big_smile
উইন্ডোজ ৮ নিয়ে অনেক নেগেটিভ রিভিউও চোখে পড়ে, আমার মতে যদি আপনার সব প্রয়োজন মিটে ও কোন ঝামেলা পোহাতে না হয় তাহলে চোখ বুজে উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারেন।

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

একটি ছোট্ট ইনফো জানিয়ে দেই এই ফাঁকে:
যারা বর্তমানে উইন্ডোজ ৮ ব্যাবহার করছেন তারা চাইলে  উইন্ডোজ ৮ প্রো + মিডিয়া সেন্টার এডিশনে আপগ্রেড করতে পারবেন ফ্রীতে।  মাইক্রোসফটের এই এডঅন প্যাকটি ৬০ ডলারের মত দাম হলেও আপাতত তারা ফ্রী অফার করছে তাদের সাইটে সীমিত সময়ের জন্য। মিডিয়া সেন্টার যদি আপনার পছন্দ হয়ে থাকে বা পেইড এডঅনটি যদি ফ্রী চান তাহলে মাইক্রোসফটের সাইট ভিজিট করে এপ্লাই করতে পারেন ফ্রী এডঅন প্যাকটির জন্য। সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে ওরা ফ্রী আপগ্রেড লাইসেন্স দিয়ে দিবে।

আমার এন্টারপ্রাইজ এডিশন। আপগ্রেড করার অপশন নাই, মিডিয়া সেন্টারও তাই আর এ্যাড করা হচ্ছে না। sad

১৪

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (০৩-১২-২০১২ ১৫:২৮)

Re: উইন্ডোজ এইট প্রো- ডিটেইলড রিভিউ

hit like thunder and disappear like smoke