টপিকঃ পি.ডি.এ তে স্কাইপ ব্যবহার

আমি একটি HTC TyTn মডেলের পিডিএ ব্যবহার করি। আমি স্কাইপে আমার অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে কথা বলি। সমস্যা হলো আমার পিডিএ থেকে তখনি শুধুমাত্র স্কাইপে লগিন করা যায়, যখন আমি জি.পি.আর.এস. ব্যবহার করি। কিন্তু যদি আমি কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হই, তখন পিডিএ থেকে কোনভাবেই স্কাইপ (এমনকি ইয়াহু মেসেঞ্জার) এ লগিন করা যায়না। আপনারা কেউ কি এরকম সমস্যার সন্মুখিন হয়েছেন। অনুগ্রহ করে জানাবেন।

Re: পি.ডি.এ তে স্কাইপ ব্যবহার

থিওরেটিকালি আপনি জিএসএম নেটওয়ার্কে ডায়ালআপ জিপিআরএস আর জিপিআরএস একসাথে চালাতে পারার কথা । আপনি চালাতে পারছেন কিনা সেটা বুঝতে পারছি না ।