Re: প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
একটা মৃত টপিক জাগানোর জন্য দুঃখিত । আর এরকম একটা উদ্যোগ সফলতা পায়নি জেনে মর্মাহত !!
২০১৩ তে আরেকবার উদ্যোগ নেয়া যায় না ? সংশ্লিষ্ট জনদের দৃষ্টি আকর্ষণ করছি ।
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
একটা মৃত টপিক জাগানোর জন্য দুঃখিত । আর এরকম একটা উদ্যোগ সফলতা পায়নি জেনে মর্মাহত !!
২০১৩ তে আরেকবার উদ্যোগ নেয়া যায় না ? সংশ্লিষ্ট জনদের দৃষ্টি আকর্ষণ করছি ।
পড়লাম। এতো ঝামেলা বাদ দিয়ে গতবার যেখানে মিটাপ হয়েছিলো, সেই বনানীতে করলেই তো ঝামেলা মিটে যায়। ১২ই আগস্টের বা ১৩ই আগস্টের মধ্যে হলে হয়তো পারবো আসতে।
আশাকরি এইবার মিটাপ হইবেই
আহারে মিটাপ
ইসসিরে মিটআপ !
এতো ঝামেলা বাদ দিয়ে গতবার যেখানে মিটাপ হয়েছিলো, সেই বনানীতে করলেই তো ঝামেলা মিটে যায়।
সহমতু।
মি.......................................ট.......................................আ.......................................প
আহারে মিটাপ
ইসসিরে মিটআপ
আমি আর কি বলব আপনাদের দুইজনেরটা মিক্সড করেই বলি আহারে ইসসিরে মিটআপ
আমার ব্যক্তিগত অভিমত মিটআপটা প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকীর মাসে করলেই ভাল হয়। লোকেশন সিলেকশন নিয়ে বেশি ঝামেলা মনে করলে আগের স্থান বনানীর রয়েল এক্সপ্রেস ক্যাফেতেও করা যায় যদি সবাই একমত হয় তো।
২০১৩ তে বসেও ২০১২র মিট+আপ খুঁজে বেড়াচ্ছি/চাইছি। এতে করে মনের অবস্থা যে জটিলান্টিক তা বলাই বাহুল্য। যাই হোক বিগত মিটাপে আমি নিজ থেকেই হাজিরা দিয়েছিলাম। আর তারপর থেকে রাজু দা কে পরবর্তী মিট+আপ বিষয়ে খোঁচাইতে খোঁচাইতে মনে হয় ওনার মাথার চারিধারের কিছু কিছু মিট আমি একলাই একেবারে চাঙ্গে আপ করে দিয়েছি।
আশা রাখি এই বছরে, ঈদুল ফিতর পরবর্তী সময়ে মিটআপটা হচ্ছে। বিগত বারের অবস্থানে হোক কিংবা অন্য যে কোন অবস্থানে শরীর না বিগড়ালে আমি বান্দা হাজিরা দিমুই, ইনশাল্লাহ।
২০১৩ তে বসেও ২০১২র মিট+আপ খুঁজে বেড়াচ্ছি/চাইছি। এতে করে মনের অবস্থা যে জটিলান্টিক তা বলাই বাহুল্য। যাই হোক বিগত মিটাপে আমি নিজ থেকেই হাজিরা দিয়েছিলাম। আর তারপর থেকে রাজু দা কে পরবর্তী মিট+আপ বিষয়ে খোঁচাইতে খোঁচাইতে মনে হয় ওনার মাথার চারিধারের কিছু কিছু মিট আমি একলাই একেবারে চাঙ্গে আপ করে দিয়েছি।
আশা রাখি এই বছরে, ঈদুল ফিতর পরবর্তী সময়ে মিটআপটা হচ্ছে। বিগত বারের অবস্থানে হোক কিংবা অন্য যে কোন অবস্থানে শরীর না বিগড়ালে আমি বান্দা হাজিরা দিমুই, ইনশাল্লাহ।
আমিও আশা করছি এবারের মিটাপ টা যেন হয়
আমার আসার কোন চাঞ্চ নাই যদিও
ঈদের পরে হলে আমিও হাজিরা দিমু, কারন ঈদের আগেই দেশে আসছি।
কোন কিছু আয়োজনের অনেক হ্যাপা। আমরা শুধু অংশগ্রহণ করার কথা বলছি। কারণ সেই হ্যাপা আমাদের সামলাতে হবেনা। কিন্তু যারা হ্যাপা সামলাবেন, তারা কয়েকবার গ্রাউন্ডওয়ার্ক করে মনেহয় হতাশার স্যাচুরেশনে পৌছে গিয়েছেন
তারা কয়েকবার গ্রাউন্ডওয়ার্ক করে মনেহয় হতাশার স্যাচুরেশনে পৌছে গিয়েছেন
কথা নেহায়েত মিথ্যে নয়।
মিটআপ মিটআপ ডাক পাড়ি,
মিটআপ গেল কার বাড়ি !
আয়রে মিটআপ ফিরে আয়
প্রাজন্মিকরা তোরে কাছে পেতে চায় !
বাদ দেন ভাই এসব ঘটা,
শেয়াল বলে আঙ্গুর কটা ... ...
গর্জে যত, বর্ষে না তা,
আগ্রহ তাই পড়ছে ভাটা।
তার চেয়ে চল, হঠাৎ গাছে,
ধুমছে দে ফোন সবার কাছে,
লেকের পাড়ে বিকেল বেলা,
ছোট্ট গ্রুপে আড্ডা মেলা।
ধানমন্ডি বত্রিশেতে,
পার্কটা দারুন লেকের সাথে,
বাদাম খাবো সবাই মিলে,
গল্প, কথা, ফুচকা ছিলে! (সিনিয়রগণ ছিল্ খাবে)
যে যার মত, যার এলাকায়,
হতেই পারে আড্ডা লোকাল,
ঢাকায় আসার ঝক্কি ম্যালা,
যানজটে সব হচ্ছে নাকাল।
মিটাপ কালে গ্রুপ ফটো আর,
সামনে নিয়ে খাবার দাবার,
থাকবে ছোট প্ল্যাকার্ড লেখা,
মিনি মিটাপ, প্রাণের সখা!
তুলবো ছবি সবাই গ্রুপে,
মিনি মিটাপ টপিক নামে,
আড্ডা হলে অধিক তিনের,
পোস্ট করবো সবাই চামে।
মিটআপের জন্য আর তর সইছে না
বছরটা কৈলাম চলেই যাচ্ছে
কেউ কিছু কয় না........ আর মিটাপে কি হইব
যা অবস্থা ফোরামের ......
বছরটা কৈলাম চলেই যাচ্ছে
কেউ কিছু কয় না........ আর মিটাপে কি হইব
যা অবস্থা ফোরামের ......
![]()
মিটআপ এর আশা প্রায় ছাইড়া দিছি আদৌ মিটআপ হবে কিনা কে জানে ?
একটা আন-অফিশিয়াল মিটআপ করা যায় না ??
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
০.০৮০১৪০৮২৯০৮৬৩০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.২৪২০০০১৭২৫৫ টি কোয়েরী চলেছে