Re: প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
ঈদের দ্বিতীয় সপ্তাহে হইলে আমি আসতে পারতাম
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
ঈদের দ্বিতীয় সপ্তাহে হইলে আমি আসতে পারতাম
ঢাকার ভেতরে হলে ভাল, সেক্ষেত্রে কোন রেস্টুরেন্টে বা পার্কে করা যেতে পারে। ঢাকায় হলে সবচেয়ে বড় সুবিধা হল, যিনি যে জেলায় থাকুক না কেন, ঢাকার সাথে যাতায়াত ব্যবস্থায় কোন সমস্যা নেই, একমাত্র জ্যাম ছাড়া। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে বেরুলেই হল।
শুক্রবার করিয়েন,নইলে যাইতে পারুম না।আমি আবার ঢাকা শহর চিনি কম।গেলেও মেহেদী৮৩ ভাইয়ের সাথে যাব।একা চিনব না
শুক্রবার করিয়েন,নইলে যাইতে পারুম না।
প্রোগ্রাম শুক্রবারেই হবে, সমস্যা নেই।
ঢাকার ভিতরে হলে আমার জন্য ভালই হবে । তবে দেশের যে প্রান্তেই হোক আমি আছি ।
mizvibappa লিখেছেন:শুক্রবার করিয়েন,নইলে যাইতে পারুম না।
প্রোগ্রাম শুক্রবারেই হবে, সমস্যা নেই।
শুইন্যা খুশি হইলাম
মুখ বন্ধ
ডিসকাশনের থেকে তথ্যগুলো বেশী গুরুত্বপূর্ণ। নাহলে কাজের কাজ কিছুই হবে না। পুরাটা সরকারী কাজের মত হয়ে যাবে।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
khelum na
আসেন দাদা কোলাকুলি করি
কাতার ভাই থাইক আর কাইন্দুন না যে
আমি একটা আইডিয়া পাইছি - আমারা যারা মিটআপ করতে পারছি না তাদের জন্য ভারচুয়াল মিটআপ করার সুযোগ করে দিলে কেমন হয় । একটা বড় পর্দায়
যেই বারেরই হয় আসবো ইনশাল্লাহ।
আমার বেশি সমস্যা নাই, তবে গুলিস্তান থেকে কেও একটু নিয়ে যায়, তবে অনেক ভালো হবে আমি ঢাকা ততো চিনিনা।
মানিকগঞ্জ এ হলে ভাল হয়। বালিয়াটি জমিদারবাড়ি হলে বেশ ভাল হত
শেষ পযর্ন্ত কি হল?
শেষ পযর্ন্ত কি হল?
আলোচনা চলছে আপনার মতামত দেন
২৪-০১ এর ভিতর হলে শিউরিটি দিতে পারব। নাহলে শিউর নাহ ।
ঈদের ৪০০০০০০০০০০০ তম সপ্তাহ হইলে
![]()
তত দিনে তোমার আমার নাতিপুতির দাত পড়ে যাবে
শেষ আপডেট , কাল বিকেলে আমি আর ইমরান আজিমপুরে একটা লোকেশনে যাব । যায়গাটা দেখে নেই। পছন্দ হয় নাকি দেখি।
ঈদের ৪০০০০০০০০০০০ তম সপ্তাহ হইলে
![]()
সম্ভব না। কারন ততদিনে আবার আরেকটা ঈদ চলে আসবে।
যাইহোক, আমার মনে হয়, আগে কয়েকটা লোকেশন/স্পট এর ইনফো, কিছু ছবি কালেক্ট করতে পারলে খুব ভাল হয়। তাহলে আমরা সহজে ডিসিশন নিতে পারি। না হলে কি হবে, কোথায় হবে এ গবেষনা শেষ হবে না, আগেরবারের মত সব শান্ত হয়ে যাবে আবার।
দ্বিতীয়ত: অনেকেই ঢাকার বাইরে থেকে আসবে। তাদের মধ্যে আবার অনেকেই ঐদিনই ফিরে যাবেন। কাজেই হাতে সময় বেশী থাকবে না। এখন মনে করুন লোকেশন দেয়া হলো যমুনা রিসোর্ট, সেখানে যেতে আসতে সময় দরকার, খরচের ব্যাপার আছে। কাজেই নিজের সুবিধার জন্য ইচ্ছেমত লোকেশন বলে লাভ নেই, একটা কমন প্লাটফর্ম খোঁজাটা বেটার হবে, ঢাকার মধ্যে হলে বেটার, যেমন আমরা মিরপুর চিড়িয়াখানার একটা স্পট পছন্দ করেছিলাম, কিংবা ইমরান লালবাগের কেল্লার দিকটার কথা বলছিল।
ঢাকার বাইরে হলে ভাল হতো বেশ, কিন্তু বেশী দূরে হলে অন্যদের আবার সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আপাতত, কিছু ইনফো নিয়ে এ্যানালাইসিস শুরু করা যাক না হয়। তারপর দশে মিলে ঠিক করা যাবে পরবর্তী প্ল্যান। হাউজ দ্যাট ?
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মের মিটআপ/গেট টুগেদার ২০১২ .
০.০৭৮০৭২০৭১০৭৫৪৩৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৪৭২১৯০০২১৩১৬ টি কোয়েরী চলেছে