Re: একটি ওয়েব সাইট বানাতে হবে
১) মাইক্রোকাতার ভাইয়ের সাথে সহমত। মনে হয় ক্লায়েন্ট সাইডে Bootstrap বা Kendo UI টাইপের কিছু ব্যবহার করলে "ক্লীন আর মডার্ন" লুকের সমস্যাটা থাকেনা। যাইহোক, কোন টুলস ব্যবহার করবেন সেটা ডেভলপার এর চয়েস।
২) মনে হয় ইমেজগুলো ক্যাশিং করলে আর CloudFlare জাতীয় কিছু ব্যবহার করলে স্পিডের সমস্যাটা ম্যানেজ হয়ে যাবে।
৩) আপলোড ডিরেক্টরি ব্রাউজ করা যাচ্ছে। পারমিশান চেঞ্জ করুন।