টপিক আবার জাগ্রত করতে হলো, কারন লিনাক্সে এই মডেম নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছি, আমি আর্চলিনাক্স ব্যবহার করি, এতদিন সব ঠিকভাবেই চলছিলো, হঠাৎ মডেম নিয়ে সমস্যা, নিচের লিংকে লিখেছি সমস্যাটা-
http://forum.projanmo.com/post501292.html#p501292
এখন উক্ত লিংকে সাইফুল ভাইয়ের কথামত এই টপিকে এসে কমান্ড তিনটা চালালাম, দুটো কমান্ডের ফলাফল Yes আসে, তিন নাম্বারটা আসে No, কারন আর্চে bcm মডিউলের পাথ হলো-
/usr/lib/modules/3.6.8-1-ARCH/kernel/drivers/staging/bcm/bcm_wimax.ko.gz
এখন মডেম লাগিয়ে
দিলে মডিউল ঠিকই লোড হচ্ছে, বাকি সবই ঠিকঠাক, বেজ স্টেশন পায়, কানেক্ট হয়, খালি ব্রাউজ করা যায়না, কোন পেজই খুলেনা
শুধু connecting... হতেই থাকে
এমনকি পিং করলেও যে কিছু আসেনা সেটাতো উপরের লিংকেই লিখেছি। উইন্ডোজে সব ঠিকই কাজ করছে।
এই অদ্ভুতুড়ে সমস্যার কারন কি সেটাই বুঝতে পারছিনা, কেউ কি জানেন সমাধান? জনাব মিনহাজুল হক শাওনের দৃষ্টি আকর্ষণ করছি।