আশিফ শাহো লিখেছেন:রাজিব আহসান লিখেছেন:লুল 
আপনার পুরাতন টপিকগুলো দেখুন দেখবেন আপনিও একসময় অনেক নলেজলেস ছিলেন এমনকি ফোরামের সবাই, এরকমভাবে ইনসাল্টমুলক পোষ্ট করা সমীচিন না কোনভাবেই। উনি না জানতে পারেন এটা যেমন আমাদেরও অপরাধ ছিল না তারও না।
দুঃখিত আমার হাসার জন্য। তবে আমার হাসার যথেস্টোই কারন আছে। আমার পূর্বের পোস্ট গুলো দেখুন। কেউ না জেনে কোন পোস্ট করলে আমি হেসেছি নাকি তাকে হেল্প করেছি? তাহলে এখানে কেন এরকম করলাম।
যদিও আমি সব জানি না, তারপরেও আমার যত টুকু মনে হয়েছে আসুন পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরি...
রিয়াজুল মাসুদ রিহাম লিখেছেন:ভাই আমি অনলাইনে সল্প আয় করতে চাই দৈনিক পঁঞ্চাশ টাকার ওপরে হলেই যথেষ্ট।
খুব ভাল কথা, আপনার আগ্রহকে স্বাগত জানাই ।

রিয়াজুল মাসুদ রিহাম লিখেছেন:কাজটা সহজ হতে হবে,কম সময়ে যেন শেষ করা যায় এরকম হতে হবে,
আপত্তি আছে
ভাই সহজে কাজ করে সহজে টাকা ইনকাম করা যায়, তাও আবার কম সময়ে। কে বলে এমন কথা বলুন তো। এমন কথা আমি ক্লিক পার্টির মুখেই শুনেছি। বোঝাই যাচ্ছে উনি ওখান থেকেই আসেছেন। সহজ কাজ খুজছেন। কোন কাজ জানেন না। তাহলে অনলাইনে কি কাজ পাওয়া আসলেই সম্ভব ? অনেক এক্সপিরিয়েন্স ব্যাক্তিও ঘুরে বেড়াচ্ছে কাজ না পেয়ে। 
রিয়াজুল মাসুদ রিহাম লিখেছেন:কোন বিনিয়োগ করতে পারবো না,টাকা যেন সহজেই তোলা যায় সেরকম ব্যবস্থা থাকা দরকার,কিভাবে কাজটা করতে হবে তা বলবেন,কিভাবে সাইন আপ করতে হবে তা বলবেন
এখানেও কিন্তু ক্লিক পার্টিরই গন্ধ পাচ্ছি। 
রিয়াজুল মাসুদ রিহাম লিখেছেন:দয়া করে আপনাদের এরকম কিছু যানা থাকলে বলবেন প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ইমেইল করলে বেশি খুশি হব (rihamd2k@ovi.com) ধন্যবাদ
সর্বশেষ উনার মেইল আই ডি এভাবে দেয়াতে অবাক হইলাম। কয়জন উনাকে মেইল করেছেন বলেন তো ? প্রথমত প্রজন্মে মেইল আই ডি এভাবে দেয়া নিষিদ্ধ। তাও না হয় মেনে নিলাম উনি না জানার কারনে নিজের মেইল আই ডি এভাবে দিয়েছেন। এখন কথা হলো এভাবে কেউ কি নিজের কাজ কাম বাদ দিয়ে মেইল করে কাউকে সাহায্য করবে বলে আমার জানা নাই। সাহায্য চাওয়ারও তো একটা ধরন আছে।
আমি অবশ্যই এখানে উনার নাজানার কারনে হাসিনি। হেসেছি একজন ক্লিক পার্টি আমাদের মাঝে সহজ কাজ খুজতে এসেছেন দেখে। এর বেশি কিছু নয়।
তারপরও যদি আমার ভূল হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থি 
আর রিয়াজুল মাসুদ রিহাম ভাই, এটা আপনার জন্য......
অনলাইনে আয় সম্পর্কে জানতে এবং সাহায্য পেতে এখানে দেখতে পারেন...
http://www.facebook.com/groups/odeskbangladesh2008/
http://www.facebook.com/groups/odeskshikhi/
http://www.facebook.com/groups/bd.odesk/
http://www.facebook.com/groups/freelancebd/
আর একটা ব্যাপার, আপনার কি বিষয়ে এক্সপিরিয়েন্স আছে বা আপনি কি কাজ জানেন তা আমাদের কারোরই জানা নাই। তাই এভাবে হেল্প করাও মনে হয় সম্ভব নয়। আপনার এক্সপিরিয়েন্স এর সাথে মিল রেখে আপনার জন্য যোগ্য কাজকে আপনাকেই খুজে বের করতে হবে।
কার যেন সিগনেচারে দেখেছিলাম, " মুখে তুলে কেউ খাইয়ে দেবে না, নিজেকেই তা খাইতে হবে "
অনলাইনে কাজ শেখার অনেক রিসোর্চ আছে। এক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্গি আপনার গুগল মামু। কি জানতে চান সার্চ দিন। একটু কস্ট করে খুজে নিন।
এখানেও একবার ঢু মারতে পারেন...
http://freelancerstory.blogspot.com
সবচেয়ে বেশি হেল্প মনে হয় জাকারিয়া ভাই এর এই ব্লগ পড়েই পাবেন। এক নিঃস্বাসে যদি পুরো ব্লগ পড়ে ফেলতে পারেন। আশা করি ফ্রীল্যান্সিং সম্পর্কে ডিটেইলস ধারনা পেয়ে যাবেন।
তবে একটা কথা। কাজ শিখেই তবে কাজে নামুন। 
আর বেশি কিছু বলার নাই আমার। বেস্ট অফ লাক আপনাকে এই জগতে।

Domain Registration | Hosting Solution | Web Development 99.9% Uptime Guarantee | 24/7 Live Support | SSD Server.Best Domain Hosting Company in Bangladesh