টপিকঃ মশার কয়েল vs মসকিউটো ম্যাট vs এ্যারাসোল -জানতে চাই
মশারির বিকল্প হিসেবে যেগুলো ব্যবহার করা হয়,সেগুলোর প্রায়গুলোই তো স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।এবিষয়ে আমার কিছু প্রশ্ন আছে,সেগুলো হলো,মশার কয়েল,এ্যারাসোল ও মসকিটো ম্যাট এগুলোর মধ্যে কোনটা স্বাস্থ্যের জন্যে কতোটা ক্ষতিকর এবং এদের মধ্যে কোনটা তুলনামূলক কম ক্ষতিকর,এবং কোনটার মধ্যে কোন বিষাক্ত বা ক্ষতিকর উপাদান রয়েছে।
-জানতে চাই।