টপিকঃ নতুন প্রজাতির মানুষ!
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » নতুন প্রজাতির মানুষ!
সব চেয়ে মজার কথা হচ্ছে ... বানর সদৃশ্য থেকে তো অবশ্যই শুধু তাই নয় ...
এক সময় ডাঙ্গায় চলাচলের উপযোগী ছিলাম না আমরা ...
পেছনে ছিল একটি লেজ ... এবং পানিতে শ্বাস নেয়ার উপযোগী ফুস ফুস টাইপ ।
এটা আরো পুরোনো কথা ...
একটা জিনিস ঠিক ধরে নিতে পারেন ... ইউ অল কেইম ফ্রম দি সেইম রুট ... ওহাট ইউ কল লাইফ ...
আমরা সবাক একই রূট থেকে এসেছে ... সোজা বাংলায় যাকে বলে জীবন ...
এর ভিতরে একটা কোডিং আছে , যাকে বলা হয় ডিএনএ (DNA)
এটা পরিবর্তিত হচ্ছে ... এটা শুধু পরিবর্তন হচ্ছেই না ... পরিবর্তন হচ্ছে আপনার ইচ্ছা অনিচ্ছাতে ...
আপনাকে যদি এমন একটা গ্রহে পাঠিয়ে দেয়া হয় , যেই গ্রহে কোন মাটি নেই শুধু পানি এবং পানি ...
আপনার শরীর প্রাথমিক ভাবে কিছু পরিবর্তিত হবে ... যা সম্পুর্ন ভাবে ঐ পরিবেশের সাথে সামঞ্জস্য পূর্ন না হলেও দেখবেন পরবর্তিতে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্যে ... আপনার পরবর্তি প্রজন্মে তার পরবর্তি প্রজন্মে অথবা তার এবং তার পরের প্রজন্মে ( হাজার বছর অথবা লাখ ) ঠিকি সম্পুর্ন ভাবে বেচে থাকার উপকরন বানিয়ে ফেলেছে । হয়তোবা পিছন দিক দিয়ে একটা লেজ বের হয়েছে ... দেখবেন দুপাশে দুটি পাখা বেড়িয়েছে ...
আসলে কথা গুলো খুব মজার মনে হলেও বাস্তবতা আসলেই উদ্ভট এবং অকল্পনীয় ।
আমি বিজ্ঞানের ছাত্র নই।বানর থেকে মানুষ এটা আমার বিশ্বাস হয় না।যদি বলেন,বলেন মানুষ থেকেই মানুষের বিবর্তন হয়েছে,বিভিন্ন রং চেহারা,বিভিন্ন দেহ কাঠামো;তাহলে আমার আপত্তি নেই।গাড়ির বিবর্তন গাড়ি থেকেই হয়েছে।আচ্ছা বানর বা বানর সাদৃশ্য প্রনীই কি পৃথিবীর প্রথম প্রাণী?
তাহলে বানর বা বানর সাদৃশ্য প্রানীগুলো কি থেকে বিবর্তিত হলো?
সে যাই হোক এটা আমার ব্যাক্তগত মতামত।বিজ্ঞানে কিন্তু অনেক জায়গাতেই মতবিরোধ আছে,বিজ্ঞান সম্ভবনার বিশ্বাস করে।বিজ্ঞান কিন্তু মত বদলায়,বিজ্ঞান কিন্তু সর্বশেষ প্রমানিত বিষয় মানতে দ্বিধা করে না।।গবেষকগন অনেক জ্ঞান।আসলে অন্ধ ধার্মিক আর অন্ধ বিবর্তনবাদী একই কথা।যখন বিজ্ঞানের কোন গবেষনা রিপোর্ট আপনার বিশ্বাসের বিপক্ষে যায়,শুধু অত্যেজিত না হয়ে বলুন বিজ্ঞানের নতুন রিপোর্ট এটা বলেছে।ব্রাসু ভাইকে ধন্যবাদ।বিজ্ঞান আর কতো তথ্য আমাদেরকে জানাবে।
@vb_coder: মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু এখানে বিজ্ঞান ও ধর্ম নিয়ে কোন তুলনা বা বিতর্ক করা যাবে না। যে প্রতিবেদন দেয়া হয়েছে তার উপর আলোচনা করা যেতে পারে।
ঈশ্বর ও বিজ্ঞান ও ধর্ম নিয়ে একটা টপিক ইতিমধ্যে ফোরামে চলছে। বিতর্কের জন্য সেটা বেশ ভাল জায়গা।
@ব্রাশু ভাই: উনি বোধহয় সব বিবর্তনবাদীকে অন্ধ বলেননি।
@ আরণ্যক ও মামুন
বির্বতন বাদ সত্য হোক আর মিথ্যে হোক এটা বর্তমানের অনেক কিছুকে ভালমতো ব্যাখ্যা করতে পারছে। যখন নতুন কোন হাইপোথেসিস বা থিওরি আসবে যা সে সময়ের ঘটনার আরো ভাল ব্যাখ্যা দিতে পারবে তখন ডারউইনের এ তত্ত্ব বর্জিত হবে। এতে সন্দেহের কোন কিছু নেই।
আর লিনিয়ার প্রোগ্রেশনের ভালো বাংলা কি হতে পারে তা আমার দেয়া লিংকেই ভালো মত বলা আছে.
অফটপিক : অফটপিক বন্ধের আন্তরিকতার জন্য সবাইকে ধন্যবাদ।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » নতুন প্রজাতির মানুষ!
০.০৫৭১০৬০১৮০৬৬৪০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.৯২৮৬০০৬৬৮০০৩ টি কোয়েরী চলেছে