Re: ছেলে ও মেয়ে কি বন্ধু হতে পারে?
ছেলে আর মেয়ে বন্ধু হতে পারেনা।এই ধরনের সম্পর্কের মাঝে অন্য ধরনের প্রত্যাশা থাকে। এটা সম্পুর্ন আমার মতামত আমার দেখা অভিজ্ঞতা থেকে যদি বন্ধুত্বের সংগা আমার সাথে পরিচিত ঐ ঘানার ছেলেটার মত না হয়। সে বলেছিল বন্ধুত্বের মাঝে সব ধরনের সম্পর্ক হতে পারে সেটা শারীরিক বা অন্য যে কোন ধরনের। সাইফুল ভাই অন্য দেশ বলতে কোন দেশের কথা বুঝিয়েছেন তা জানি না তবে আমি এখানে ১৩০/১৩৬ দেশের মানুষ দেখেছি তো আমি মনে হয় কিছুটা আচ করতে পারছি। যাই হোক এখানে আসার পরে মনে একটা প্রশ্ন জাগত যে, এখানকার সবাই সবসময় চুইংগাম চাবায় কেন পরে বুঝতে পারলাম ওদের কালচারের কারনে যাতে বিব্রতকর অবস্থায় পরতে না হয় তাই। কারণ ওরা বিদায় বেলা গালে চুমু দেয়...
আমার পরিচিত আরেকজনের কথা বলি, তার সাথে এক মেয়ের ৪বছর ধরে বন্ধুত্ব তারা সপ্তাহে অন্তত ৩দিন একসাথে থাকে। তাদের মাঝে কিন্তু বন্ধুত্ব, প্রেমিক প্রেমিকা নয়। এবং সেও জানে যে তাদের মাঝে বিয়ে হবে না। আর রাশিয়ান মেয়েরা আপনার সাথে বন্ধুত্ব বলেন আর যাই বলেন সব সম্পর্কে রাজী হবে কিন্তু আপনাকে বিয়ে করবে না।
এখানে দুটো শব্দ আছে যার অর্থ একই কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যাবহৃত হয়।
১ দেবুশকা= মেয়ে বন্ধু (এর সাথে সব করা যাবে সে ক্লাশ্ মেট হতে পারে। তবে এটার সাথে কিন্তু আবার প্রেমিকার তুলনা দেয়া যাবে না কারন এখানে প্রেমিকা ভিন্ন জিনিস)
২ পাদরুগা=মেয়ে বন্ধু (সাধারন মেয়ে বন্ধু যেমন ক্লাশমেট ইত্যাদি)
এখন যদি এরকম দুটো ভাগে ভাগ করা যেত তাইলে পার্থক্যটা বোঝা যেত।
আরেকজন কে প্রশ্ন করছিলাম আপনি নেটে সবসময় মেয়ে খোজেন কেন সে উত্তর দিছিল বন্ধুত্বের জন্য তখন বললাম ছেলেরা কি বন্ধু হিসেবে খারাপ?
তো আমার ধারনা একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি থাকলে হারামী বদমায়েশি হতে পারে তখন আবার আধুনিক লোকের বলবে ফ্রেন্ডদের মাঝে এটা স্বাভাবিক। আমি অত আধুনিক না আর আমার মন অত উদার না যে সামনে মেয়ে মানুষ থাকতে...... তাই আমি মনে করি ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না।
(সুমন ভাই,বানান গুলা ঠিক করে দিস)