টপিকঃ বর্ষার নদী-গ্রাম এবং আবার নকিয়া ই৭২
নতুন চাকরিতে যোগ দিতে না দিতেই দৌড়ের ওপর থাকতে হচ্ছে। মহাখালি, ফার্মগেট আর টাঙ্গাইলের ভূয়াপুর-গোপালপুর। আমি সুযোগ পেলেই সবসময় মোবাইলটা বের করে ছবি তুলি। এবার অতটা পারছি না। তবুও এই ধীরগতির নেট-পাক্ষিকে বেশ কিছু ছবি শেয়ার করছি।
১. LGED'র বছরব্যাপী সরণী উন্নয়ন, গোপালপুর।
২. জল আগ্রাসী ইউক্যালিপটাস
৩. সব সময়ের মত স্বচ্ছ পানি
৪. খড়ের গাদা; ছোটবেলায় নানুবাড়িতে অনেক লাফালাফি করেছি। এটা অবশ্য অনেক ছোট। বড় একটার ছবি তুলেছিলাম; কিন্তু ঘোলাটে হয়ে যায়।
৫. পাটক্ষেত
৬. কচুরিপানা
৭. ভ্যানে চড়ে স্টাডি এরিয়া পরিদর্শন
৮. অর্জুনা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র। হায়রে দেশ! আমরা গিয়ে প্রথমদিন সাইনবোর্ড-ডাক্তার কাওকে পাইনি। পরদিন ডাক্তারকে বলে সাইনবোর্ড বের করে ছবি তোলার প্রয়াস।
৯. কিছু মেরে ফেলা গাছের কান্ড-গুড়ি
১০. ভূয়াপুর পৌরসভা স্লুইস গেট (নদীর নাম অজানা, তবে যমুনার শাখানদী)। ক্যামেরার ওপর যে দাগ পড়েছে তা খেয়াল করি নি। মনে করেছি সূর্য রশ্মিতে এমন হচ্ছে।
১১. ক) একটু ভাবের ছবি নেওয়ার চেষ্টা
১১. খ) একটু ভাবের ছবি নেওয়ার চেষ্টা
১১. গ) একটু ভাবের ছবি নেওয়ার চেষ্টা
১২. যমুনার শাখায় এক চিলতে চর
১৩. ক) গোবিন্দাসী খেয়া-ঘাট
১৩. খ) গোবিন্দাসী খেয়া-ঘাট
১৩. গ) গোবিন্দাসী খেয়া-ঘাট
১৪. পাটকাঠি
১৫. যমুনা সেতু রক্ষা করতে গোবিন্দাসী ঘাট-সংলগ্ন এলাকায় নদী শাসন চলে। এই বর্ষায় যমুনা শাসন অমান্য করে উন্মাতাল হয়।
সবশেষে
** ফার্মগেটে পাবলিক-প্রাইভেট ট্রান্সপোর্ট সিস্টেমের মন খারাপ করে দেওয়া তুলনা।
*
*
কী? মন খারাপ করে দিয়েদিলাম? আমার হয়। আপনাদের মন খারাপ করতে হবে না? এই নাগরিক যন্ত্রণায় কেবল আমিই মন খারাপ করে বিষন্ন মনে দিনযাপন করব? মনে মনে আওড়ে যাব -
ইচ্ছে করে
যাই চলে যাই অচিন-পুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর.....
ইচ্ছে করে
হাঁটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে
শহর থেকে একটু দুরে
ছায়া ঘেরা মেঠো পথ
পেরলেই
ছায়াঘেরা নদী
শ্যামল সবুজ বন
ইচ্ছে করে দেখি ভরে এই
দু' নয়ন
ইচ্ছে করে
যাই চলে যাই অচিন-পুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর.....
ক্লান্ত লাগে নগর জীবন
কৃত্রিম প্রেমে বিষণ্ণ এ মন
ইচ্ছে করে সাগর পারে
সন্ধ্যা বেলা
দেখি সূর্যডোবা
দেখি বালুকাবেলা
জ্যোৎস্না রাতে তারার মেলায়
নিমগ্ন একা
হেঁটে যাই
চলে যাই অনেক দুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর....