টপিকঃ একটা কভার পেজ ডিজাইন করলাম

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

সুন্দর হয়েছে। smile

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

দারুন হইছে ।

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

চমত্কার হয়েছে

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

সুন্দর হইসে ব্রো  clap

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

১। আগষ্ট ২০১২- এর সাথে "ইং" এর প্রয়োজন নেই।
২। বক্সের ভেতর যে ছ'লাইন টেক্সট রয়েছে- এর লেফ্ট মার্জিন ঠিক নেই।

You'll never reach your destination if you stop and throw stones at every dog that barks.

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

দূর্দান্ত

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

সুন্দর লাগলো  thumbs_up

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

শিক্ষানবীশ হিসেবে ভালই হয়েছে ।

১০

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১১

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

ভয় পাইসি ,  dontsee ভুত ...

১২

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

দারুন
তবে ভয় পাইছি   ghusi

১৩

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

দারুণ হয়েছে।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

রিপন মজুমদার ও আরণ্যক এর সাথে একমত৷ কিন্তু ডিজাইনটি আমার ভালো লেগেছে৷

১৫

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

দারুন হইছে

১৬

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

সনের পর ইং বা বাং এ জাতীয় শব্দ লেখা দূষনীয়। আপনাকে লিখতে হবে বঙ্গাব্দ বা খ্রিস্টাব্দ।
চমৎকার হয়েছে কভারটা।

১৭

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

১৮

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

বক্সের বর্ডার লাল বা সাদা দিতে পারেন। ফন্টটা কেমন যানি মরা মরা।
ভৌতিকের ক্ষেত্রে খারাপ লাগছেনা কিন্তু বাকি সব লেখা অন্য ফন্ট দেন।

১৯

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

ভাল হয়েছে

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২০

Re: একটা কভার পেজ ডিজাইন করলাম

১. প্রথমে সবাইকে ধন্যবাদ
২. ইং এর ব্যাপারটা জানা ছিলনা ।এটা জানাবার জন্য আবারও থ্যাংকস ।
৩. আসলে এই প্রথম কম্পিউটারে অভ্র মাউস ক্লিক কিবোর্ড দিয়ে লিখিছি ।কারেন্টের ভয়ে বেশ তাড়াহুরোও করতে হয়ে ।এতে ঔ- কারের জায়গায় কখন যে ও কার বসে গেছে নিজেও টের পাইনি ।ধরিয়ে দেবার জন্য আবারও ধন্যবাদ ।

৪. হ্যা ফন্টগুলো একই রকম হয়ে গেছে ।কিন্তু ভালমানের ফন্ট আমার পিসিতে না থাকায় এটা দিয়েই করতে হয়েছে ।

৫. আমার এখন মনে হচ্ছে বর্ডার না দিলেই ভাল হত ।আপনারা কি বলেন ?
অবশ্য আপনাদের এই মন্তব্যগুলো পড়ার আগে পত্রিকা রিলিজ দিয়ে ফেলেছি ।
আবার হাজির হচ্ছি একমাস পর ,রেডি থাকেন ।