১. লিনাক্স আর বিএসডি। কারণ - যে কাজের জন্য যে জিনিস। সার্ভারের জন্য দরকারী সবকিছুর (রিলায়েবল সফটওয়্যার, হার্ডওয়্যার সাপোর্ট, সিকিউরিটি, স্ট্রেস নেওয়ার ক্ষমতা) জন্য লিনাক্সের সুনাম আছে। প্রচুর ট্রাফিকওয়ালা সাইট/এফটিপি সার্ভার যেখানে নেটওয়ার্কে প্রচুর চাপ পড়ে - এরকম এপ্লিকেশনের জন্য একসময় বিএসডির সুনাম ছিল শুনেছি, এখন মনে হয় লিনাক্স-বিএসডিতে এই দিক থেকে কোন পার্থক্য নাই। তবে বিএসডির এক্সক্লুসিভ কিছু ফিচারের (জেইল, পোর্টস কালেকশন, জিএফএস) জন্য এখনও বেশ জনপ্রিয়।
২. নতুনদের জন্য উবুন্টুই মনে হয় সবচেয়ে ভাল (সহজ)। প্রফেশনালদের জন্য সেন্ট ওএস/রেডহ্যাট মাস্ট, সাথে ডেবিয়ানও জনপ্রিয়। সুসে এন্টারপ্রাইজের অবস্থানও ভাল।
৩.
লিনাক্স ডিস্ট্রো -
ডেবিয়ান - ওভারঅল পারফর্ম্যান্স + তুলনামূলক সহজ
সেন্টওএস - রেডহ্যাটের ফ্রী(বিনামূল্য) ক্লোন। বেশিরভাগ হোস্টিং প্রোভাইডার এটা ইউজ করে।
গেন্টু - ইচ্ছামত টিউন করা যায়, ফলে দারুন পারফর্ম্যান্স পাওয়া যায় ঠিকমত কনফিগার করতে পারলে। - তুলনামূলক কঠিন + সময়সাপেক্ষ (সব প্যাকেজ নিজে কম্পাইল করা লাগে) 
রেডহ্যাট/সুসে এন্টারপ্রাইস - এন্টারপ্রাইজ সাপোর্ট আছে, তাই মোটামুটি ইন্ডাস্ট্রী স্ট্যান্ডার্ড ধরা হয়।
বিএসডি -
ফ্রীবিএসডি - প্রচুর লোড নিতে পারে। ভিপিএস মার্কেটে "ফ্রীবিএসডি জেইল" একটা লোভনীয় জিনিস।
ওপেনবিএসডি - সিকিউরিটি স্পেশালিস্ট। এদের মূল লক্ষ্যই হল কোড কারেক্টনেস (=সিকিউরিটি)।
আসলে "বেস্ট" শব্দটাই ভেজালের, নির্ভর করে সার্ভারে কী করা হবে / কে করবে আর কীভাবে কনফিগার করা হচ্ছে তার উপর। চাইলে যে কোন ডিস্ট্রো দিয়েই পৃথিবীর সবচেয়ে নিরাপদ/ফালতু সার্ভার কনফিগার করা যায়।
if ($কম্পিউটার != "উইন্ডোজ" && $লিনাক্স != "উবুন্টু" && $ইন্টারনেট != "ফেসবুক") {print 'I am a real user !';}
নিউরোন তরঙ্গের লগবই