টপিকঃ মোবাইলের ছোট মেমোরী
আমার একটি এমপিথ্রী কমপ্রেস করা যায় এমন একটি সফটওয়ার চাই।যা দিয়ে গান ছোট করে মোবাইলে নেয়া যায়।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » মোবাইলের ছোট মেমোরী
আমার একটি এমপিথ্রী কমপ্রেস করা যায় এমন একটি সফটওয়ার চাই।যা দিয়ে গান ছোট করে মোবাইলে নেয়া যায়।
এমপিথ্রি কমপ্রেস করতে চাইলে Xing MPEG Encoder 2.2+ ব্যবহার করতে পারেন। আগে যখন এগুলো ঘাটতাম তখন এটাই আমার পছন্দের ছিল। কিন্তু মোবাইলে কমপ্রেস করে যদি .amr, .mid, .wav ইত্যাদিতে নিতে চান সেক্ষেত্রে অন্য সফটওয়্যার লাগবে।
আমি ব্যবহার করি জেট অডিও-এর অডিও-ভিডিও কনভার্টার।
ধনযবাদ, কিন্তু আমি use করছি blaze media pro যা কিনা 15 দিনের ট্রায়াল মাত্র।মোটামোটি সব কিছুই করা যায়।সাকিব ভাই আপনি লিংকটা দিন।:D
আমি ইউজ করি Magicbit All in One Video Converter । যদিও নাম ভিডিও কনভার্টার এটা অডিও ফাইলও কনভার্ট করতে পারে।
আলোকিত সিমানটেক এন্ডপয়েন্ট প্রটেকশনের কি খবর? এইটা কি ভালো না। যদি ভালো না হয় আমারে তোমার নতুন সফটওয়্যারটার লিংক দিও।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » মোবাইলের ছোট মেমোরী
০.০৮৯৩২২০৯০১৪৮৯২৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৪৭৪৭৭৬৯৯৩৬২৬ টি কোয়েরী চলেছে