সর্বশেষ সম্পাদনা করেছেন tahsin549 (২১-০৭-২০১২ ০১:১৯)

টপিকঃ ক্যারিয়ার হিসেবে CSE

এসএসসি এর পর কম্পিউটার কিনার পরেই এটা নিয়ে আমার তুমুল আগ্রহ । সারাদিন এটার পিছনেই লেগে থাকতাম । আস্তে আস্তে জানলাম যে প্রোগ্রামিং নামক একটা জিনিস আছে । প্রচন্ড মজা পেয়ে গেলাম সেটায় । পাইথন করতাম । শিল্ডের বইটা কিনে সি ও করা শুরু করেছিলাম যদিও এখন সেকেন্ড ইয়ারের ব্যাস্ততায় আর সময় বের করা হয়ে উঠে না । তারপরে লিনাক্স নিয়েও জানলাম । ঐটাতেও প্রচন্ড মজা পেয়ে গেলাম । সারিম ভাই , আশিকুর নূর ভাই , অনিরুদ্ধ এদেরকে দেখে ভাবি আমিও যদি তাদের মতো হতে পারতাম ! সবকিছু মিলিয়ে তাই ভাবছি এইচএসসি এর পরে ইনশায়াল্লাহ CSE তেই পড়ব যেহেতু আমার এই বিষয়ে অনেক আগ্রহ আছে ।

1. ক্যারিয়ার হিসেবে প্রোগ্রামিং কেমন ? ক্যারিয়ারের কথা জিজ্ঞেস করলে সবাই বলে ইইই এর কথা , CSE এর কথা কারো মুখ থেকে শুনিনাই । সবাই বলে এটা নাকি খুব বেশি সুবিধার না ।

2. CS/CSE/CSSE এগুলার পার্থক্য কি ? এগুলো কি একই নাকি আলাদা ? কোনটা ভালো/best ? কোনটাতে বেশি সুবিধা ?

3. আমার পড়লে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে । প্রাইভেট সম্ভব না । বুয়েট/শাহজালাল বা অন্যান্য পাবলিক ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি CS/CSE সবগুলাই কি থাকে ?

তারপরেও নিজের ভিতরে একটা আশঙ্কা কাজ করে । আমি কি পারবো এগুলা ?

সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (২১-০৭-২০১২ ০১:৩৪)

Re: ক্যারিয়ার হিসেবে CSE

tahsin549 লিখেছেন:

2. CS/CSE/CSSE এগুলার পার্থক্য কি ? এগুলো কি একই নাকি আলাদা ? কোনটা ভালো/best ? কোনটাতে বেশি সুবিধা ?

3. আমার পড়লে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে । প্রাইভেট সম্ভব না । বুয়েট/শাহজালাল বা অন্যান্য পাবলিক ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি CS/CSE সবগুলাই কি থাকে ?

তারপরেও নিজের ভিতরে একটা আশঙ্কা কাজ করে । আমি কি পারবো এগুলা ?

সবই এক আই গেস, এখানে আরেকটা আছে, সি,এস,আই,এস অন্তিকের মেজর ও হেল্প করতে পারবে মনে হয়

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আসলে সিএসই, আইসিটি, সিএসআইটি এগুলো প্রায় একই, কয়েকটা কোর্স বাদে, আর চাকুরীর ক্ষেত্রে এগুলো সবই সমান গুরুত্বই পায়।
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান এক না। তবে আপনি নিজে কাজ পারলে আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ মাথা ঘামাবে না। আর একটা কথা, আপনি যেখানেই ভর্তি হোন না কেন, আপনাকে নিজে নিজেই শিখতে হবে। আপনার ভাগ্য খুব ভাল হলে হয়তো আপনার শিক্ষক আপনাকে একটু গাইডলাইন দেবেন, বেশিরভাগ সরকারী বিশ্ববিদ্যালয়েই যেটা পাওয়া যায় খুবই কম। তাই বেশি আশা করবেন না, তবে আশাহত হতে হবে।

Re: ক্যারিয়ার হিসেবে CSE

tahsin549 লিখেছেন:

CSE এর কথা কারো মুখ থেকে শুনিনাই । সবাই বলে এটা নাকি খুব বেশি সুবিধার না ।

কম্পিউটার সায়েন্স সুবিধার না বাংলাদেশের প্রেক্ষাপটে wink কারণ এই সেক্টরে মামা-খালু-নগত পাতি দিয়ে তেমন কোন সুবিধা করা যায় না যদি নিজের ঘিলুতে কিছু না থাকে cool আর সরকারী চাকুরী যাদের প্রথম পছন্দ তারাও কেউ এই সেক্টর রিকমেন্ড করে না। কারণ সরকারী তেমন কোঠা নেই। তবে আপনার যদি প্রোগামিং, নেটওয়ার্ক লাইনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে তবে কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনি যদি সিএসই তে কোন ভার্সিটিতে ভর্তি হন দেখবেন আপনাদের আত্নীয়-কাছের মানুষেরা অনেকেই নাক ছিটকাচ্ছে। মুখ বাকা করে বলবে "কম্পিউটারে পড়ে কি হবে। এর চেয়ে সিভিল বা ইলেকট্রিক্যাল এ পড়লে কিছু হত" roll কিন্তু যখন পড়াশোনা শেষ করে খুব ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবেন [ হোক সেটা চাকুরী বা নিজস্ব কোন ফার্ম] তখন সেই আত্নীয়রাই বলবে "কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা সিভিল, ট্রিপলই এর চেয়ে কোন অংশে কম না। বরং এটার চাহিদা ওগুলোর চেয়ে বেশী। কারণ এখন এমন কোন অফিসটা আছে যেখানে কম্পিউটার/কম্পিউটার ইঞ্জিনিয়ার নাই। এই হল গিয়ে অবস্থা kidding

Re: ক্যারিয়ার হিসেবে CSE

দক্ষিণের-মাহবুব লিখেছেন:
tahsin549 লিখেছেন:

CSE এর কথা কারো মুখ থেকে শুনিনাই । সবাই বলে এটা নাকি খুব বেশি সুবিধার না ।

কম্পিউটার সায়েন্স সুবিধার না বাংলাদেশের প্রেক্ষাপটে wink কারণ এই সেক্টরে মামা-খালু-নগত পাতি দিয়ে তেমন কোন সুবিধা করা যায় না যদি নিজের ঘিলুতে কিছু না থাকে cool আর সরকারী চাকুরী যাদের প্রথম পছন্দ তারাও কেউ এই সেক্টর রিকমেন্ড করে না। কারণ সরকারী তেমন কোঠা নেই। তবে আপনার যদি প্রোগামিং, নেটওয়ার্ক লাইনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে তবে কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনি যদি সিএসই তে কোন ভার্সিটিতে ভর্তি হন দেখবেন আপনাদের আত্নীয়-কাছের মানুষেরা অনেকেই নাক ছিটকাচ্ছে। মুখ বাকা করে বলবে "কম্পিউটারে পড়ে কি হবে। এর চেয়ে সিভিল বা ইলেকট্রিক্যাল এ পড়লে কিছু হত" roll কিন্তু যখন পড়াশোনা শেষ করে খুব ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবেন [ হোক সেটা চাকুরী বা নিজস্ব কোন ফার্ম] তখন সেই আত্নীয়রাই বলবে "কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা সিভিল, ট্রিপলই এর চেয়ে কোন অংশে কম না। বরং এটার চাহিদা ওগুলোর চেয়ে বেশী। কারণ এখন এমন কোন অফিসটা আছে যেখানে কম্পিউটার/কম্পিউটার ইঞ্জিনিয়ার নাই। এই হল গিয়ে অবস্থা kidding

বাস্তব কথাই বলেছেন ।

Pure SSD Web Hosting https://www.adroitssd.com/

Re: ক্যারিয়ার হিসেবে CSE

দক্ষিণের-মাহবুব লিখেছেন:
tahsin549 লিখেছেন:

CSE এর কথা কারো মুখ থেকে শুনিনাই । সবাই বলে এটা নাকি খুব বেশি সুবিধার না ।

কম্পিউটার সায়েন্স সুবিধার না বাংলাদেশের প্রেক্ষাপটে wink কারণ এই সেক্টরে মামা-খালু-নগত পাতি দিয়ে তেমন কোন সুবিধা করা যায় না যদি নিজের ঘিলুতে কিছু না থাকে cool আর সরকারী চাকুরী যাদের প্রথম পছন্দ তারাও কেউ এই সেক্টর রিকমেন্ড করে না। কারণ সরকারী তেমন কোঠা নেই। তবে আপনার যদি প্রোগামিং, নেটওয়ার্ক লাইনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে তবে কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনি যদি সিএসই তে কোন ভার্সিটিতে ভর্তি হন দেখবেন আপনাদের আত্নীয়-কাছের মানুষেরা অনেকেই নাক ছিটকাচ্ছে। মুখ বাকা করে বলবে "কম্পিউটারে পড়ে কি হবে। এর চেয়ে সিভিল বা ইলেকট্রিক্যাল এ পড়লে কিছু হত" roll কিন্তু যখন পড়াশোনা শেষ করে খুব ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবেন [ হোক সেটা চাকুরী বা নিজস্ব কোন ফার্ম] তখন সেই আত্নীয়রাই বলবে "কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা সিভিল, ট্রিপলই এর চেয়ে কোন অংশে কম না। বরং এটার চাহিদা ওগুলোর চেয়ে বেশী। কারণ এখন এমন কোন অফিসটা আছে যেখানে কম্পিউটার/কম্পিউটার ইঞ্জিনিয়ার নাই। এই হল গিয়ে অবস্থা kidding

আসলেই সত্য

Re: ক্যারিয়ার হিসেবে CSE

তাহসিন আমি ও উচ্চ মাধ্যমিক এ দ্বিতীয় বর্ষে পরতেছি ।আমার ইচ্ছা সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ পরব। এই বিষয় টি বাংলাদেশ এর অনেক কম ইউনিভার্সিটি তে আছে।তাই ভাবতেছি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কানাডা যাব। ফলাফল প্রকাশ এর পর প্রজন্ম ফোরাম এর বড় ভাই দের সাথে পরামর্শ নিব। আশা করি ভবিষ্যৎ এ এই বিষয় টি অনেক বড় একটা পেশা হবে।

Re: ক্যারিয়ার হিসেবে CSE

sopnopriyo লিখেছেন:

তাহসিন আমি ও উচ্চ মাধ্যমিক এ দ্বিতীয় বর্ষে পরতেছি ।আমার ইচ্ছা সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ পরব। এই বিষয় টি বাংলাদেশ এর অনেক কম ইউনিভার্সিটি তে আছে।তাই ভাবতেছি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কানাডা যাব। ফলাফল প্রকাশ এর পর প্রজন্ম ফোরাম এর বড় ভাই দের সাথে পরামর্শ নিব। আশা করি ভবিষ্যৎ এ এই বিষয় টি অনেক বড় একটা পেশা হবে।

আপনি সিএসই, আইসিটি, সিএসআইটি এদের মধ্যে যে কোন একটি বিষয় নিয়ে পড়লেই সফটয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন। সবগুলোতেই সফটয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (২১-০৭-২০১২ ১৬:৫৬)

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আগন্তুক মিলন লিখেছেন:
sopnopriyo লিখেছেন:

তাহসিন আমি ও উচ্চ মাধ্যমিক এ দ্বিতীয় বর্ষে পরতেছি ।আমার ইচ্ছা সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ পরব। এই বিষয় টি বাংলাদেশ এর অনেক কম ইউনিভার্সিটি তে আছে।তাই ভাবতেছি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কানাডা যাব। ফলাফল প্রকাশ এর পর প্রজন্ম ফোরাম এর বড় ভাই দের সাথে পরামর্শ নিব। আশা করি ভবিষ্যৎ এ এই বিষয় টি অনেক বড় একটা পেশা হবে।

আপনি সিএসই, আইসিটি, সিএসআইটি এদের মধ্যে যে কোন একটি বিষয় নিয়ে পড়লেই সফটয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন। সবগুলোতেই সফটয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

ডেফোডিল ভার্সিটিতে সফটয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা আলাদা একটা সাবজেক্ট আছে।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১০

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আমারও একই ইচ্ছা smile

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আরণ্যক লিখেছেন:

ডেফোডিল ভার্সিটিতে সফটয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা আলাদা একটা সাবজেক্ট আছে।

কোর্স সামারি দেখতে পারেন এখানে

১২

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আগন্তুক মিলন লিখেছেন:
sopnopriyo লিখেছেন:

তাহসিন আমি ও উচ্চ মাধ্যমিক এ দ্বিতীয় বর্ষে পরতেছি ।আমার ইচ্ছা সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ পরব। এই বিষয় টি বাংলাদেশ এর অনেক কম ইউনিভার্সিটি তে আছে।তাই ভাবতেছি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কানাডা যাব। ফলাফল প্রকাশ এর পর প্রজন্ম ফোরাম এর বড় ভাই দের সাথে পরামর্শ নিব। আশা করি ভবিষ্যৎ এ এই বিষয় টি অনেক বড় একটা পেশা হবে।

আপনি সিএসই, আইসিটি, সিএসআইটি এদের মধ্যে যে কোন একটি বিষয় নিয়ে পড়লেই সফটয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন। সবগুলোতেই সফটয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

ধন্যবাদ ভাই।আমার জন্য দোয়া করবেন যেন ভাল ফলাফল এর অধিকারি হতে পারি ।

১৩

Re: ক্যারিয়ার হিসেবে CSE

sopnopriyo লিখেছেন:

ধন্যবাদ ভাই।আমার জন্য দোয়া করবেন যেন ভাল ফলাফল এর অধিকারি হতে পারি ।

আমিও !

১৪

Re: ক্যারিয়ার হিসেবে CSE

আমি বেশীরভাগ ক্ষেত্রেই দেখেছি বাংলাদেশে সিএসই-কে আলাদা করে ফেলতে। সিএসই বলতে সোজা বাংলায় বুঝি কম্পুটার কৌশল। এর সাথে মিশিয়ে, কিছু কাটছাট করে CSTE বা সিএস+টেলিকমিউনিকেশন, ETE ইত্যাদি সাবজেক্ট তৈরী করা হয়েছে। অথচ কম্পিউটার কৌশলে দক্ষ হতে দলে দরকার ইই-তে ভাল নলেজ, গণিতে ভাল দক্ষতা ও আর্ট। বহু মানুষ ইই-কে সরাসরি সাপোর্ট দেয় কেননা অন্তর থেকে সিএসই পড়া ও ক্যারিয়ারে শাইন করার মানষিকতা, সুযোগ হয়ত থাকেনা।

বেশীরভাগ মানুষ ইই-কে সাপোর্ট দেয় কেননা অনেক ক্ষেত্রেই সিএসই ইইই-র চেয়ে কম বয়সী। নিজ নিজ জব অনুযায়ী অনেকে বলেন ইই'র জব বেশী। আসলে যার টার্গেট ভাল জব করা (সোজা বাংলায় কম পরিশ্রমে বেশী পয়সা কামানো) তারা যেটায় কম খাটনি সেইটাই পড়বে। তাদের আমার লোভী মনে হয়। শিক্ষার উদ্দেশ্য তো শুধু পয়সা কামানো না। কিন্তু যাদের টার্গেট নিজেকে প্রকাশ করা, নিজের সন্তুষ্টি অর্জন করা তারা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবে। সত্যি কথা বলতে কি আমার পরিবার আমাকে নিয়ে অনেক হতাশ কেননা তারা সকলের কাছে শোনে সিএসই'র দাম নাই। আমি এক কান দিয়ে ঢোকাই আরেক কান দিয়ে বের করে দেই।

কথা হইল যে প্রোগ্রামার যে কেও হতে পারে, ইন্টার পাশ একটা পোলারে ট্রেনিং দিয়া দেখি ভিবি দিয়া সফট বানায়। কিন্তু সত্যিকারের প্রোগ্রামার হতে হলে অবশ্যই নিজেকে সেভাবে গড়তে হবে। সরকারী বেসরকারী যাই হোক, সিলেবাস অনুযায়ী এগোলে খুব বেশী শেখা যায়না। টিচাররাও হেল্প করে তবে বাকিটা নিজের মাঝে। আমি রুয়েটে ২য় বর্ষে পড়ছি, এখনো অনেককে দেখি যাদের গ্রেড 3.5/4.00 এর বেশী তবুও একটা লাইন প্রিন্ট করতে পারেনা।

বাংলাদেশে সব পাবলিক ইউনিতেই সিএসই বা সিএসটিই আছে। রুয়েটে এবার ১২০ জন নেওয়ার কথা। ফলে চার ইউনিভার্সিটি মিলিয়ে মোট ৪৮০ জন সুযোগ পাবে। সুযোগটা বড়, কিন্তু পরে কিন্তু কস্ট করতে হবে। তার উপর ভাল রেজাল্ট, নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট (একাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজী, ইই, ফিজিক্স) পড়ার হ্যাপা সামলাতে হবে।

আপনার জন্য শুভ কামনা রইল।

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: ক্যারিয়ার হিসেবে CSE

মিনহাজুল হক শাওন লিখেছেন:

সত্যি কথা বলতে কি আমার পরিবার আমাকে নিয়ে অনেক হতাশ কেননা তারা সকলের কাছে শোনে সিএসই'র দাম নাই। আমি এক কান দিয়ে ঢোকাই আরেক কান দিয়ে বের করে দেই।

আমার পরিবার আমাকে নিয়ে আগে হাল্কা হতাশার মাঝে ছিল, এখন নাই big_smile এস.এস.সির রেজাল্ট হওয়ার পরে জিজ্ঞেস করেছে কি এবং কিসে পড়তে চাই। বললাম পলিটেকনিকে। ভর্তি হয়ে গেলাম। এরপর খরচের পরিমাণ বেশী হওয়ার পরও ড্যাফোডিল ভর্তির ইচ্ছা প্রকাশ করাতে সেখানেই ভর্তি হলাম big_smile big_smile মাস চারেক আগে সিসিএনএ এর কোর্সের কথা বললাম। কোর্স করার ফায়দা জানতে চাইলে সব বুঝিয়ে বললাম। এখন কোর্সের শেষের দিকে আছি। ভেন্ডর পরীক্ষা দেয়ারও ইচ্ছা আছে dream মোটকথা পরিবার থেকে বাধা পাইনি কখনও।

১৬

Re: ক্যারিয়ার হিসেবে CSE

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

মোটকথা পরিবার থেকে বাধা পাইনি কখনও।

পরিবারের সাপোর্ট বড় একটা ফ্যাক্ট। আপনি তো বেশ ভালই এগোচ্ছেন দেখি। smile

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: ক্যারিয়ার হিসেবে CSE

দক্ষিণের-মাহবুব লিখেছেন:
আরণ্যক লিখেছেন:

ডেফোডিল ভার্সিটিতে সফটয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা আলাদা একটা সাবজেক্ট আছে।

কোর্স সামারি দেখতে পারেন এখানে

আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (টেলিকমুউনিকেশন) আমার ছোটকাল থেকে খুব শখ ছিল প্রোগ্রামার হব ,কিন্তু মধ্যখানে নতুন প্রযুক্তির বিষয় পেয়ে তাতে অগ্রসর হয় এখন বাস্তব এ এসে খুবই বিব্রতকর অবস্থার ভেতর পরে গেছি এখন আবার ভাবছি cse তেই ফিরে যাব...
এখন আমি কি software পরাসুনা করতে পারব কি না
hairpull hairpull hairpull hairpull

" আমি নতুন ,আমি নতুন প্রজন্মের পথিক
           অনেক জানার আগ্রহ নিয়ে এসেছি এই প্রজন্মে "

১৮

Re: ক্যারিয়ার হিসেবে CSE

পাবলিক আর প্রাইভেট দু যায়গায় ই CSE এর কোর্সগুলো আমার বেশ দুর্বল বলে মনে হয় । অপ্রতুল শিক্ষক , ল্যাব , সিলেবাস কেমন জানি । এক দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায় তাও আবার ওল্ড স্টাইল ...আমাদের এইসকল সাবজেক্টে একটু কেয়ার নেয়া উচিত। মনে পড়ে ১ম সেমিস্টারে স্যারকে বলেছিলাম কন্টেস্টে অংশ নেব, উনিতো হেসে ঊড়িয়েছেন , এখন আর এইসব করতে মন চায় না...

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১৯

Re: ক্যারিয়ার হিসেবে CSE

ভাইজানেরা, আমি সিটি ইউনিভার্সিটি তে CSE পড়ি একারণে অনেকের অনেক রকম ভাল-মন্দ কথা শুনতে হই। আশা ছিল programmer হবো কিন্তু এখন মনে জোর পাই না। সবাই বলে এই city university থেকে জীবনে shine করতে পারবি না। কি করবো একটা suggestion sad দেন?

২০

Re: ক্যারিয়ার হিসেবে CSE

shohan4556 লিখেছেন:

ভাইজানেরা, আমি সিটি ইউনিভার্সিটি তে CSE পড়ি একারণে অনেকের অনেক রকম ভাল-মন্দ কথা শুনতে হই। আশা ছিল programmer হবো কিন্তু এখন মনে জোর পাই না। সবাই বলে এই city university থেকে জীবনে shine করতে পারবি না। কি করবো একটা suggestion sad দেন?

https://www.facebook.com/raselahmed7 এনাকে দেখেন , CSE না পড়েও চমৎকার ক্যারিয়ার গড়েছেন এবং গড়ে যাচ্ছেন। সো আশাহত হওয়ার কিছু নাই। ভালো প্রোগ্রামিং স্কীল থাকলে ক্যারিয়ার কোন ব্যাপার না।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।