টপিকঃ তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?
সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?
সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
নতুন কোন সার্কিটবোর্ডে পার্টস সংযোজনের জন্য রজন এর প্রয়োজন হয়না। রজন একমাত্র ময়লা যুক্ত কোন কিছু ঝালাই করার সময় দরকার হয়। তাছাড়া মনে কর তুমি সার্কিটবোর্ডে একটা ক্যাবল ঝালাই করবে তখন ক্যাবলের মাথায় তামার অংশটিকে শুধুমাত্র রাং দিয়ে ঝালাই করতে পারবে না। প্রথমে তামার তারটিকে রজন ও রাং সহ কালাই (প্রলেপ) করে নিতে হবে এবং তখনই সার্কিটবোর্ডে তারটা ঝালাই হবে।
সবচেয়ে ভাল হয় (বেশী না) দশ মিনিট কোন ইলেকট্রিশিয়ানের দোকানে হাতেখড়ি নেও
প্রথমে তামার তারটিকে রজন ও রাং সহ কালাই (প্রলেপ) করে নিতে হবে এবং তখনই সার্কিটবোর্ডে তারটা ঝালাই হবে।
এটা কিভাবে করবো?
ইলিয়াস লিখেছেন:প্রথমে তামার তারটিকে রজন ও রাং সহ কালাই (প্রলেপ) করে নিতে হবে এবং তখনই সার্কিটবোর্ডে তারটা ঝালাই হবে।
এটা কিভাবে করবো?
প্রথমে তাতাল পর্যাপ্ত গরম করো...........এবার ক্যাবলের মুখের দিকের প্লাষ্টিকটা ছাড়িয়া নাও..............তামাটাকে হালকা ধারালো কিছু দিয়ে বা শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নাও ...............তাতাল গরম হলে প্রথমে তাতালের মাথায় একটু রাং ধরাও এবার ক্যাবলের মাথা (তামা) অংশ তাতাল দিয়ে রজনের উপর হালকা চেপে ধরো ব্যস রাং+রজন গলে ক্যাবলের মাথা কালাই (প্রলেপ) হয়ে যাবে। এবার যে সার্কিকট বোর্ডে ক্যাবলটা সংযোজন করতে চাও সেখানে ঝালাই করে দাও।
সার্কিট বোর্ডে কম্পোনেন্ট ঝালাই করার সময়, তাতালের মাথা লাগানো থাকবে কম্পোনেন্টের তার এবং বোর্ডের গর্তের সংযোগ স্থলে। এবার উল্টো দিক থেকে তারের মধ্যে রাং প্রয়োগ করতে হবে। রাং কখনোই সরাসরি তাতালের মাথায় দিবেন না। তাহলে রাং তাতালের মাথা থেকে তারে প্রবাহিত হবে না। রাং সবসময় গরম বস্তুর দিকে প্রবাহিত হয়। এক কথায় তাতাল দিয়ে তার গরম করবেন এবং গরম তারে রাং দিবেন।
এই ছবিটা দেখুন। প্রথম পদ্ধতিটা হল সঠিক পদ্ধতি।
রজিনের মাজেজাটা হল রাং এর অক্সিডাইজেশন এবং গলনাংক কমিয়ে দেয়া। এতে করে কম তাপে সোল্ডার করা যায় এবং কম অক্সিডাইজেশনের জন্য কানেকশন দৃঢ় হয়। ভাল ব্যান্ডের কোর কিনলে কোরের মাঝখানে রজিনের একটা স্তর থাকে তাই আলাদা রজিন ব্যাবহার করতে হয়না।
ব্যাটা তাইলে রজন টা গছাই দিল ৩০ টাকা নিছে
ইলিয়াস ভাই কে অসংখ্য ধন্যবাদ।
সদস্য_১ ভাইকেও ধন্যবাদ
সার্কিট বোর্ডে কম্পোনেন্ট ঝালাই করার সময়, তাতালের মাথা লাগানো থাকবে কম্পোনেন্টের তার এবং বোর্ডের গর্তের সংযোগ স্থলে। এবার উল্টো দিক থেকে তারের মধ্যে রাং প্রয়োগ করতে হবে। রাং কখনোই সরাসরি তাতালের মাথায় দিবেন না। তাহলে রাং তাতালের মাথা থেকে তারে প্রবাহিত হবে না। রাং সবসময় গরম বস্তুর দিকে প্রবাহিত হয়। এক কথায় তাতাল দিয়ে তার গরম করবেন এবং গরম তারে রাং দিবেন।
এই ছবিটা দেখুন। প্রথম পদ্ধতিটা হল সঠিক পদ্ধতি।রজিনের মাজেজাটা হল রাং এর অক্সিডাইজেশন এবং গলনাংক কমিয়ে দেয়া। এতে করে কম তাপে সোল্ডার করা যায় এবং কম অক্সিডাইজেশনের জন্য কানেকশন দৃঢ় হয়। ভাল ব্যান্ডের কোর কিনলে কোরের মাঝখানে রজিনের একটা স্তর থাকে তাই আলাদা রজিন ব্যাবহার করতে হয়না।
ভাইতো দেখি পুরো ডায়াগ্রাম দিয়ে দিয়েছেন। ইলিয়াস ভাইও সুন্দর বলেছেন।
কি ঝালাই করবেন? তাতো বললেন না
ব্যাটা তাইলে রজন টা গছাই দিল
৩০ টাকা নিছে
ঝালাইয়ের কাজে রজন একটি গুরুত্বপূর্ণ উপকরণ। ধর, বোর্ডের কোন পার্টস নষ্ট হয়ে গেছে। সেটি রিপ্লেস করতে হবে। রজন ছাড়া নষ্ট পার্টসটি তুলতে পারবা। কিন্তু সেখানে নতুন পার্টসটি লাগাতে গেলে রজন লাগবে। কারণ, যখন রাং লাগাবা তখন রাং এর মধ্যকার রজন (রাং এর মাঝখানে রজন থাকে) শেষ হওয়ার আগেই যদি পার্টসটি লাগাতে পার তবে রজন না হলেও চলে। কিন্তু পার্টসটি লাগাতে যদি একটু বেশি সময় লাগে তাহলে দেখবা রাংটা এবরো থেবরো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রাং সুন্দরভাবে পার্টসের গোড়ায় জমায়েত করতে এবং এদের মধ্যকার বন্ধন দৃঢ় করতে হালকা একটু রজনের প্রয়োজন।
রজনটা কিন্তু একেবারে এসেসশিয়াল না, ইভেন আমি কখনও রজন ব্যবহার করিনি হ্যা, রজন দিয়ে অল্প সময়ে কাজ করা যায়, সেখানে রজন ছাড়া হয়ত আমাকে অনেক সময় দিতে হয়, ঝষাঝষি বেশি সময় ধরে করতে হয়, বাট, রজন ছাড়াই অভ্যাস হয়ে গেছে,আর যতদুর জানি, রাং এর ভিতরেই রজন/সমজাতীয় পদার্থ পরিমানমত দেওয়া থাকে, ওটা দিয়েই কাজ হয়ে যায়
আমি শুধু ক্যাবল ঝালাই করতে রজনের ব্যবহার করি। তামাটাকে কালাই (প্রলেপ) না দিলে ঝালা ধরে না। এ ক্ষেত্রে রাংটা দেখে শুনে কিনতে হয় ভাল কোয়ালিটির রাং এ পরিমাণমত রজন দেয়াই থাকে ।
আর যতদুর জানি, রাং এর ভিতরেই রজন/সমজাতীয় পদার্থ পরিমানমত দেওয়া থাকে, ওটা দিয়েই কাজ হয়ে যায়
হুম!
আমি খারাপ কোয়ালিটির রাং কিনসি। রজন দেয়া নাই।
বাট টেকনিকটাতো ধরতে পারতেছনি। রজনতো দেখা পাথরের মতন শক্ত
অনেক কিছু শিখলাম ।
বাট টেকনিকটাতো ধরতে পারতেছনি। রজনতো দেখা পাথরের মতন শক্ত
হেহে! সোল্ডারিং আইরন গরম হইলে ঐটা রজনের মধ্যে ১/২ সেকেন্ড রাখবা। তারপর যেখানে রজন দিয়ে ঝালাই করবা ওখানে লাগাইবা।
ভাই, তাতাল দিয়া কি কাজ করে সেটা না জেনেই তাতাল কিনলেন?
নাকি কেউ আপনার সাথে ব্যবসা করল?
তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
কিছুই যদি না বোঝ, কেনার দরকারটা কী ছিল? যাও ফেরত দিয়া আস। শুধু শুধু বাবার টাকা নষ্ট করার দরকার কি।
মেরাজ০৭ লিখেছেন:তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
কিছুই যদি না বোঝ, কেনার দরকারটা কী ছিল? যাও ফেরত দিয়া আস। শুধু শুধু বাবার টাকা নষ্ট করার দরকার কি।
পড়ালেখাও তো বুঝিনা। তাহলে পড়ালেখা ছেড়ে দেই
পড়ালেখাও তো বুঝিনা। তাহলে পড়ালেখা ছেড়ে দেই
আজকালকার পোলাপানের লগে কথায় পেরে উঠা মুশকিল।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
০.০৯০১৭৩৯৫৯৭৩২০৫৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৫০৩৮৬৪২৬৮৩৯৬ টি কোয়েরী চলেছে