টপিকঃ মাদার

Re: মাদার

ভাল হইছে, আমিও শিখতে চাই ।

Re: মাদার

ভালোই হয়েছে, প্রজন্মে অনেকদিন পরে আসলেন  dancing

roll

Re: মাদার

মাদর তেরেসার ছায়া দেখতে পাচ্ছি।  smile

Re: মাদার

দারুন হইছে smile

Re: মাদার

roll

Re: মাদার

Re: মাদার

চমৎকার work smile

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাদার

দারুন

১০

Re: মাদার

মাদার তেরেসা আমার খুব পছন্দের এক জন মানুষ। দুস্থ মানুষদের সেবায় তিনি যে ভাবে আত্মনিয়গ করেছিলেন তা অবিস্মরণীয়।

উনার জীবনের একটা কথা বলি, উনার মানসিকতা বুঝার জন্য।

একবার মাদার তেরেসা তার হোমসের জন্য রাস্তায় ঘুরে ঘুরে সাহয্য তুলছিলেন। তো এক মুদির দোকানে গিয়ে তিনি দোকানদারের সামনে তাঁর হাত বাড়িয়ে দিয়ে সাহয্য চাইলেন। যে কারণেই হোক সেই দোকানদার মাদার তেরেসাকে একেবারে পছন্দ করতেন না। (যেহেতু তিনি খ্রিষ্টান মিশনারী, তাই উপমহাদেশের অনেকেই তাকে ঘৃনা করেন) তো সেই দোকানদার তীব্র ঘৃণা ভরে মাদার তেরেসার হাতে থুতু ছিটিয়ে দিলেন।
দোকানদারের এই আচরণে মাদার এতটুকু উত্তেজিত না হয়ে, সেই হাত সরিয়ে অন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন- "এই থুতু তো তুমি আমাকে দিলে, এবার আমার হোমসের অসহায় রুগীদের জন্য কিছু দাও।"

তাঁর এই দৃষ্টিভঙ্গিকে স্যালুট করি।

আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর অত্যাচারের ফলে যে সব যুদ্ধ শিশু জন্ম গ্রহন করেছিলেন, তাদের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছিল কিন্তু মাদার তেরেসা হোমস।

দাদাকে ধন্যবাদ এই মহিয়সী নারীর প্রতিকৃতি আমাদের সামনে তুলে ধরার জন্য। উনি রেপু দেয়া পছন্দ করেন না বলে দিলাম না।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১১

Re: মাদার

১২

Re: মাদার

সেই দোকানদার কলকাতার। সটা বোধহয় আপনার দেশে।

ড. জাকির নায়েক তার একটা বক্তিতায় উনার সম্পর্কে বলছিলেন। বিষয়টা ছিল এমন যে উনি খ্রিষ্টান হওয়ায় তার ভাল কাজের কোন দাম নেই। হল ভর্তি লোক তাকে সমর্থন করছিলেন। লোক গুলিও বোধহয় আপনার দেশের।

আর আপনি নিশ্চয় মাদার তেরেসার জীবনী পড়েছেন।

সত্য কখনও খুব তিতো হয়। সাম্প্রদায়িক সহিংসতা ভারতে নতুন কিছু না। পিছনের ইতিহাস কি বলে, সে দিকে আর যাচ্ছি না। শুধু একটা কথা বলি- বাবা আম্বেদ কর (চিনেন নিশ্চয়) এক জন হরি জন হওয়ায় তাঁকে কি পরিমান কষ্ট করতে হয়েছে তা তো আপনার জানা। এ গুলি ঘটনা থেকেই এক দেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

দাদা, কিছু মনে করবেন না- শুধু একটা বিষয়ে প্রাপ্ত মনস্ক হলে হবে না। সব বষয়েই বড় হয়ে উঠতে হবে। hug

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (০৯-০৭-২০১২ ০০:০২)

Re: মাদার

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৯-০৭-২০১২ ০০:২৫)

Re: মাদার

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (০৯-০৭-২০১২ ০০:৪০)

Re: মাদার

১৬

Re: মাদার

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৭

Re: মাদার

১৮

Re: মাদার

বেশ হয়েছে thumbs_up এটা একদিন পেন্টে আঁকতে হবে।
রাজনীতি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আমরা দুই দেশের উলুখাগড়ারা ঐ বিষফল ছাড়াই বেশ থাকতে পারবো।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (০৯-০৭-২০১২ ০১:২৯)

Re: মাদার

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয় (০৯-০৭-২০১২ ০১:৪৮)

Re: মাদার

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত