টপিকঃ লিনাক্স মিন্ট (সিনামন) এ কিছু সমস্যা
আমি লিনাক্স মিন্ট (সিনামন) ইউজার, এ এডিশনে এসে কিছু ছোটখাট সমস্যার মুখোমুখি হচ্ছি যা আগের এডিশনগুলোতে ছিল না।
সমস্যা ০১: আমার মোটামুটি সময় কম্পোজ করতে হয়। এক্ষেত্রে যে সমস্যাটা আমকে বেশ জ্বালাচ্ছে তাহলোঃ কোন কিছু টাইপ করতে গেলে একই কি (key) পর পর চাপলে কাজ করছে না একটু থেমে তারপর কি চাপতে হচ্ছে। যেমন আমি যদি 99 লিখার জন্য দুইবার 9 (বিরতীহিন) তাহলে একবার এসে আটকে থাকছে।
সমস্যা: 02: ব্যাকস্পেস চেপে লেখা মুছা যাচ্ছে না সেই একই সমস্যা, ব্যাকস্পেস চেপে একটা অক্ষর মুছে থেম থাকছে কোনমতেই একের অধিক অক্ষর মুছা যাচ্ছে না।
আশা করি অভিজ্ঞদের সাহয্য পাবো। আগাম ধন্যবাদ রইল।