টপিকঃ মৌখিক পরীক্ষা !!!! শুনলেই ডরে বুক কাপে!!!! কেউ একটু সাহস দেন, প্লিজ।
আগামীকাল মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছি। ওরা ASP.Net এর উপর মৌখিক পরীক্ষা নিবে। আজ থেকে দুই বছর আগে ASP.Net এর উপর একটা প্রজেক্ট করেছিলাম মাত্র। তারপর আর ASP তে হাত দেয়া হয়নি। সবকিছু একদম ভুলে গেছি।
মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন করতে পারে, এই বিষয়ে আপনাদের সাহায্য কামনা করছি।
প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও লিখতে ভুইলেন কিন্তুক..................