টপিকঃ আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

আমার উইন্ডোজ ভাইরাসে পরিপুর্ন । আন্টিভাইরাস ছাড়া এগুলা ডিলেট করার উপায় আছে নাকি ?

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

১) পার্টিশান ভেঙে দিন
২) ফরম্যাট করুন

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

সি ড্রাইভ ফরমাট দিয়ে উইন্ডোজ রিইনসটল করেছি । লাভ হয় না sad আন্টিভাইরাস লাগাইনা কারন পিসি স্লো হয়ে যায়

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

আমি ক্লিয়ার করি,
সনাতন পদ্ধতি ১
১. সি ড্রাইভ ডিলেট করে দিন আবার ক্রিয়েট করুন।
২. উন্ডোজ সেট আপ দিন
৩. ভাইরাস এফেক্টেড ও ভাইরাস ফাইল গুলো মেনুয়ালি ডিলেট করুন (যদি অন্য ড্রাইভেও ছড়িয়ে থাকে)

পদ্ধতি ২
সম্পূর্ণ হার্ডিস্ক আন পার্টিশন করে উন্ডোজ সেট আপ দিন।

স্মার্ট পদ্ধতি
ক্যাস্পারসাই রিসোর্স ডিস্ক ডাউনলোড করুন।সিডি তে রাইট করে বুট করুন ব্যাস সবকিছু অক্ষুন রেখেই ঝামেলা ছাড়াই সমস্যা সমাধান  big_smile

roll

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

ম্যানুয়ালি পারমানেন্টলি ডিলেট করার কোন উপায় আছে ? যেমন পেনড্রাইভ ঢুকালেই কতগুলো exe ফাইল অটোমেটিক তৈরি হয়ে যায় । উবুন্টুথেকে ওগুলা ডিলেট করার পরে উইন্ডোজে আবারও সেগুলা চলে আসে । আমি নরটন দিয়ে ফুলসিস্টেম স্ক্যান করিয়েও কোন ভাইরাস পাইনাই ।

১০

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

এক কথায় উত্তরটি হল "না"। এখন অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করাবেন সেটার বিভিন্ন রকমফের হতে পারে। সরাসরি স্ক্যান, রিকভারি ডিস্ক, বা কোন লিনাক্স ডিস্ট্রো থেকে লাইভ বুট করে অ্যাভাস্ট লিনাক্স ভার্সান দিয়ে স্ক্যান - অনেকরকম উপায় আছে। কিন্তু অ্যান্টিভাইরাস অবশ্যই লাগবে।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

১৩

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

পেনড্রাইভ থেকে /সিডি থেকে লাইভ মোডে লিনাক্স চালু করুন। তারপর হার্ডডিস্কে ক্লিক করে মাউন্ট করুন। এবার নিচের কমান্ড দিয়ে যত .exe ফাইল আছে সব এক কমান্ডে মুছে ফেলতে পারবেন।

find path -name "*.tmp" -print0|xargs -0 rm -v

path এর জায়গাতে দিন হার্ডড্রাইভের পাথ যেমন - /dev/sda1, /dev/sda5

*.tmp এর জায়গাতে দিন - *.exe

তবে আপনার সাধের সব প্রোগ্রাম ইনস্টলার ফাইলও মুছে যাবে এতে। আরকেটি উপায় হল-

find path -name "*.exe"  কমান্ডটুকু দিয়ে দেখে নিন ড্রাইভে কিকি exe ফাইল আছে। তারপর নাম দেখে দেখে মুছে দিন।

তবে এটি বেশ ঝামেলার। তার থেকে এক কমান্ডে সব exe মুছে দিন তারপর ইনস্টলার ফাইলগুলি সিডি থেকে কপি করে নিন। এতে আপনার মুভি, অডিও ফাইলগুলি বেচে যাবে। সবশেষে উইন্ডোজ ইনস্টলের পর এভাস্ট ফ্রি এডিশন ডাউনলোড করে ফুল চেকআপ করে নিন।

আশা করি কাজ হবে।

১৪

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

roll

১৫

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

১৬

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

১৭

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

ভাইরাস মুক্ত করার জন্য এন্টিভাইরাসের বিকল্প একটাই। লিনাক্স smile

১৮

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

১৯

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

roll

২০

Re: আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।