টপিকঃ আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?
আমার উইন্ডোজ ভাইরাসে পরিপুর্ন । আন্টিভাইরাস ছাড়া এগুলা ডিলেট করার উপায় আছে নাকি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?
আমার উইন্ডোজ ভাইরাসে পরিপুর্ন । আন্টিভাইরাস ছাড়া এগুলা ডিলেট করার উপায় আছে নাকি ?
১) পার্টিশান ভেঙে দিন
২) ফরম্যাট করুন
সি ড্রাইভ ফরমাট দিয়ে উইন্ডোজ রিইনসটল করেছি । লাভ হয় না আন্টিভাইরাস লাগাইনা কারন পিসি স্লো হয়ে যায়
আমি ক্লিয়ার করি,
সনাতন পদ্ধতি ১
১. সি ড্রাইভ ডিলেট করে দিন আবার ক্রিয়েট করুন।
২. উন্ডোজ সেট আপ দিন
৩. ভাইরাস এফেক্টেড ও ভাইরাস ফাইল গুলো মেনুয়ালি ডিলেট করুন (যদি অন্য ড্রাইভেও ছড়িয়ে থাকে)
পদ্ধতি ২
সম্পূর্ণ হার্ডিস্ক আন পার্টিশন করে উন্ডোজ সেট আপ দিন।
স্মার্ট পদ্ধতি
ক্যাস্পারসাই রিসোর্স ডিস্ক ডাউনলোড করুন।সিডি তে রাইট করে বুট করুন ব্যাস সবকিছু অক্ষুন রেখেই ঝামেলা ছাড়াই সমস্যা সমাধান
ম্যানুয়ালি পারমানেন্টলি ডিলেট করার কোন উপায় আছে ? যেমন পেনড্রাইভ ঢুকালেই কতগুলো exe ফাইল অটোমেটিক তৈরি হয়ে যায় । উবুন্টুথেকে ওগুলা ডিলেট করার পরে উইন্ডোজে আবারও সেগুলা চলে আসে । আমি নরটন দিয়ে ফুলসিস্টেম স্ক্যান করিয়েও কোন ভাইরাস পাইনাই ।
এক কথায় উত্তরটি হল "না"। এখন অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করাবেন সেটার বিভিন্ন রকমফের হতে পারে। সরাসরি স্ক্যান, রিকভারি ডিস্ক, বা কোন লিনাক্স ডিস্ট্রো থেকে লাইভ বুট করে অ্যাভাস্ট লিনাক্স ভার্সান দিয়ে স্ক্যান - অনেকরকম উপায় আছে। কিন্তু অ্যান্টিভাইরাস অবশ্যই লাগবে।
পেনড্রাইভ থেকে /সিডি থেকে লাইভ মোডে লিনাক্স চালু করুন। তারপর হার্ডডিস্কে ক্লিক করে মাউন্ট করুন। এবার নিচের কমান্ড দিয়ে যত .exe ফাইল আছে সব এক কমান্ডে মুছে ফেলতে পারবেন।
find path -name "*.tmp" -print0|xargs -0 rm -v
path এর জায়গাতে দিন হার্ডড্রাইভের পাথ যেমন - /dev/sda1, /dev/sda5
*.tmp এর জায়গাতে দিন - *.exe
তবে আপনার সাধের সব প্রোগ্রাম ইনস্টলার ফাইলও মুছে যাবে এতে। আরকেটি উপায় হল-
find path -name "*.exe" কমান্ডটুকু দিয়ে দেখে নিন ড্রাইভে কিকি exe ফাইল আছে। তারপর নাম দেখে দেখে মুছে দিন।
তবে এটি বেশ ঝামেলার। তার থেকে এক কমান্ডে সব exe মুছে দিন তারপর ইনস্টলার ফাইলগুলি সিডি থেকে কপি করে নিন। এতে আপনার মুভি, অডিও ফাইলগুলি বেচে যাবে। সবশেষে উইন্ডোজ ইনস্টলের পর এভাস্ট ফ্রি এডিশন ডাউনলোড করে ফুল চেকআপ করে নিন।
আশা করি কাজ হবে।
ভাইরাস মুক্ত করার জন্য এন্টিভাইরাসের বিকল্প একটাই। লিনাক্স
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » আন্টিভাইরাস ছাড়া ভাইরাস মারার কোনো উপায় আছে ?
০.০৫০৩৪৬১৩৬০৯৩১৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬১.৫৬৬০৬৭৪২৫৩০৮ টি কোয়েরী চলেছে