Re: কে কিভাবে সন্ধান পেলেন
আমারে গুগল মামু সন্ধান দিছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কে কিভাবে সন্ধান পেলেন
আমারে গুগল মামু সন্ধান দিছে।
শুভ জন্মদিন 'প্রজন্ম ফোরাম'।
আমি গুগোল মামা থেকে......।
গুগোল মামা কে......।। ধন্যবাদ।।
স্বপ্নে পেয়েছি।
আমি খোঁজ পেয়েছি গুগলে, প্রোগ্রামিং লিখে সার্চ দিয়ে।
আমি পেয়েছি মেহেদী৮৩ ভাইয়ার কাছ থেকে ! মেহেদী ভাইয়া আমাকে ফেসবুক এ এর ঠিকানা দিয়েছিলেন
সেতো অনেক বড় কাহিনী.............। আচ্ছা ঠিক আছে সংক্ষেপেই বলি !!
আমি মাঝে মাঝেই মোবাইলের মাধ্যমে নেট ইউজ করতাম। বিশেষ করে নিমবাজ চ্যাটরুম । একদিন সেখানে কাকতালিয়ভাবেই পেয়ে গেলাম ফিরোজ আলম ভাইকে। নিমবাজ টু নিমবাজ ফ্রি কল দিলাম। পরিচয় পর্ব শেষ হল প্রথম দিন। পরদিন অফিসের ফাকে নিমে ঢুকে আবাও পেয়ে গেলাম ফিরোজ আলম ভাইকে। এটা সেটা আলোচনা করতে করতে একসময় তিনিই বললেন প্রজন্মের কথা। এবং তিনিই লিংক দিলেন। তখন আমি ডায়াল আপ নেট ইউজ করতাম। তাই নিয়মিত হতে পারতাম না।
আমি আগে বিজয় ব্যবহার করতাম। তিনিই আমাকে বললেন অভ্র ফোনেটিক দিয়ে নাকি নেট এ বাংলা লেখা যায়। অভ্র ডাউনলোড লিংকও তিনি দিলেন।
ফিরোজ আলম ভায়ের কাছে কৃতজ্ঞ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কে কিভাবে সন্ধান পেলেন
০.০৫৬০৭১৯৯৬৬৮৮৮৪৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬৬১২৯১৭৭৭০৪২ টি কোয়েরী চলেছে