Re: কে কিভাবে সন্ধান পেলেন
আমি গুগলে বাংলা সার্চ মেরে হঠাৎ রাজু ভাইয়ের ব্লগ খুজে পাই, কেন জানি ওনার সব কিছু ভালো লাগল.. কথা বলব ভেবে রাজু ভাইয়ের ইয়াহু আইডি এ্যাড করি ঠিক তার ১৬ মিনিট পরই রাজু ভাই নেটে আসে তারপর ওনার কাছে থেকে...
তবে আমি মনে হয় প্রথম আলোতে দেখেই আগে করেছিলাম... কারন আমি অনেক জায়গায়ই রেজিষ্ট্রেশন করি অথচ পড়ে মনেও থাকে না.. কোথায় করেছিলাম... !!