টপিকঃ ধুতরা ফুল
কদিন আগে গিয়ে ছিলাম সফিপুরের দিকে, পরিচিত একজনের বাড়িতে। উদ্দেশ্য ছিলো একটি যায়গা দেখা, কেনার জন্য। যায়গা কেনা হয়নি তবে চমৎকার একটি ভ্রমণ হয়ে গেছে। গ্রামে ঘুরতে ঘুরতে হঠাত করে চোখে পরলো একটি ধুরতা গাছ, হাতে ক্যামেরা থাকায় কয়েকটি ছবি তুলে ছিলাম। যারা ধুতরা গাছ বা ফুল চেনেন না তাদের জন্য ছবিগুলি শেয়ার করলাম, যারা চেনেন তারাও দেখতে পারেন।
১।
এই হচ্ছে সেই ধুতরা গাছ।
২।
ধুরতরা ফুলের কলি।
৩।
ধুরতরা ফুলের কলি।
৪।
ধুতরা ফুল
৫।
ধুতরা ফুল
৬।
ধুতরা ফুল
৭।
ধুতরা ফল
৮।
ধুতরা ফল
শোনা যায় ধুরতা ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। বিষাক্ত এই ফলটি দেখতে কিন্তু খুব একটা খারাপ না। কি বলেন?